Yamaha নতুন আপডেটের সাথে তাদের দুই জনপ্রিয় ডার্ট বাইক উন্মোচিত করল

স্কুটার ম্যাক্সি-স্কুটার, স্পোর্টস, এবং নিত্যদিনের উপযোগী কমিউটার মোটরসাইকেলের পাশাপাশি ডার্ট বাইক তৈরিতেও সমান দক্ষ ইয়ামাহা। মোটরস্পোর্টে  সংস্থার দুই অন্যতম জনপ্রিয় মডেল হল WR450F এবং WR250F।…

স্কুটার ম্যাক্সি-স্কুটার, স্পোর্টস, এবং নিত্যদিনের উপযোগী কমিউটার মোটরসাইকেলের পাশাপাশি ডার্ট বাইক তৈরিতেও সমান দক্ষ ইয়ামাহা। মোটরস্পোর্টে  সংস্থার দুই অন্যতম জনপ্রিয় মডেল হল WR450F এবং WR250F। এবার এই ডার্ট বাইকগুলির নতুন (2023) সংস্করণের উপর থেকে পর্দা সরাল তাদের আমেরিকান শাখা। যা খুব শীঘ্রই আমেরিকা যুক্তরাষ্ট্রের বাজারে বিক্রি শুরু হবে।

নতুন ভার্সনে আপডেটগুলির মধ্যে রয়েছে পেইন্ট স্কিম‌। ডার্ট বাইক দু’টির রেডিয়েটর গার্ডের চারিদিকে মেজর কালার অপশন লক্ষ্য করা গিয়েছে। বাকি সবকিছুই অবশ্য অপরিবর্তিত। উল্লেখ্য, ২০২০ সালে WR450F এবং WR250F তাদের ইতিহাসে সবচেয়ে বড় আপগ্রেড পেয়েছিল।

সেই সময় ওই ডার্ট মোটরসাইকেল দু’টি নতুন ফ্রেম, নয়া ইঞ্জিন মেকানিক্যাল, এবং নতুন হার্ডওয়্যার কাটের সাথে এসেছিল। ফলে অত্যন্ত ভাল অফ-রোডার হওয়ার কারণে ছোটখাট আপডেটই প্রত্যাশিত। ৪৫০ সিসি ও ২৫০ সিসি লিকুইড কুল্ড ইঞ্জিনের কারণে বাইকগুলির পারফরম্যান্সও দারুণ। তবে ভারতে 2022 WR450F এবং WR250F লঞ্চ হওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ।

ভারতে এই ধরনের বাইকের বাজার এখনও গড়ে ওঠেনি। ফলে চড়া মূল্যের ডার্ট বাইক কেনার লোক নেই। তবে ধীরে ধীরে এই সেগমেন্টে আগ্রহ বাড়লে বাজারও প্রসারিত হবে‌। তখন Yamaha তাদের জনপ্রিয় WR সিরিজ দেশীয় বাজারে লঞ্চ করার সিদ্ধান্ত নিতে পারে‌।