এক্ষুনি বদলে ফেলুন আপনার ফেসবুকের পাসওয়ার্ড, ২৫টি অ্যাপ চুরি করছে ডেটা

স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য ট্রোজান অ্যাপ একটি বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যেই আমরা বেশ কয়েকবার এই বিপজ্জনক অ্যান্ড্রয়েড অ্যাপের কথা আপনাদেরকে জানিয়েছি। কিন্তু সম্প্রতি ৫৯টি চীনা অ্যাপ্লিকেশন ব্যান হওয়ার পর আপনি বোধহয় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। কিন্তু খুশির কিছুই হয়নি, আপনি যদি ফেসবুক ইউজার হন এবং ফোন থেকে ফেসবুক ব্যবহার করে থাকেন, তবে অবিলম্বে আপনার সতর্ক হওয়া দরকার। রিসার্চাররা গুগল প্লে স্টোরে এমন ২৫ টি বিপজ্জনক অ্যান্ড্রয়েড অ্যাপ চিহ্নিত করেছেন, যেগুলি ইউজারের ফেসবুক পাসওয়ার্ড চুরি করে তাদের ডেটা অ্যাক্সেস করছে।

ZDNet-এর একটি প্রতিবেদনে ফরাসি প্রযুক্তি সংস্থা Evina-র সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞরা ২৫ টি ভুয়ো অ্যাপের তথ্য দিয়েছেন। তারা বলেছেন যে এই সমস্ত অ্যাপ্লিকেশনগুলি নিজেদের আসল অ্যাপ বলে দাবি করে ইউজারের ডেটা সংগ্রহ করে। Evina-র সতর্কতার পর, গুগল তৎক্ষণাৎ প্লে স্টোর থেকে এই অ্যাপগুলি সরিয়ে ফেলেছে।

সাইবার সুরক্ষা বিশেষজ্ঞরা বলেছেন, এই অ্যাপগুলির মাধ্যমে হ্যাকাররা ইউজারের ফেসবুক অ্যাকাউন্ট ডিটেইলস এবং পাসওয়ার্ড চুরি করছে। অ্যাপ্লিকেশনগুলি ডাউনলোড করার পরে আসল ফেসবুক অ্যাপটি জাল লগইন পেজের দ্বারা রিপ্লেস করা হয়। ইউজাররা এই ধরণের জালিয়াতি সম্পর্কে অবগত নন, তাই কিছু চিন্তা না করেই তাদের ফেসবুক লগইন বিশদটি এখানে এন্টার করেন। এই ম্যালিশিয়াস অ্যাপগুলি স্টেপ কাউন্টার, ওয়ালপেপার বা মোবাইল গেমের মতো অ্যাপ হিসাবে উপলব্ধ। যদিও সমস্ত অ্যাপের নাম জানা যায়নি। তবে আপনি এই ধরণের অ্যাপগুলি ডাউনলোডের আগে অবশ্যই সতর্ক হোন।

উদ্বেগের বিষয় এটাই যে বিশ্বে ২.৩ মিলিয়নের বেশি মানুষ এই ধরনের অ্যাপগুলি ডাউনলোড করেছেন। সাইবার সুরক্ষা বিশেষজ্ঞরা বলেছেন এই অ্যাপগুলির পরিচালনাকারী হ্যাকাররা যেকোনো প্রত্যন্ত স্থানে বসে, বিশ্বের যেকোনো কোণে তাদের শিকারের ফোন এবং ফেসবুক অ্যাকাউন্টে নজর রাখে। যদিও হ্যাকাররা ইউজারের ডিটেলস এবং পাসওয়ার্ড চুরি করে কী করে তা এখনও জানা যায়নি। তবুও বলি, কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করার পর সেই অ্যাপ্লিকেশনে নিজের ফেসবুক অ্যাকাউন্ট সাইন-ইন করার সময় অবশ্যই সতর্ক থাকবেন।