নতুন Scorpio থেকে Maruti Suzuki Brezza, বাজার কাঁপাতে জুনে লঞ্চ হবে এই তিনটি গাড়ি

নতুন বছরে পা রাখতেই ভারতের গাড়ির বাজারে অবস্থান পোক্ত করতে নতুন মডেল লঞ্চের ছক কষতে শুরু করে দিয়েছে নির্মাতারা। প্রতি মাসেই নতুন নতুন মডেলের গাড়ি পা রাখেছে দেশে৷ জুনেও তার ব্যতীক্রম হবে না। যে টুকু খবর, সামনের মাসে তিনটি বড় গাড়ির আত্মপ্রকাশের অনুষ্ঠান – Mahindra Scorpio N, Hyundai Venue Facelift এবং 2022 Maruti Suzuki Brezza। ২০২২-এর জুনে লঞ্চ হতে চলা এই গাড়িগুলির সম্পর্কে নীচে আলোচনা রইল।

2022 Maruti Suzuki Brezza

চলতি মাসেই দেশের বাজারে লঞ্চ হতে পারে নতুন মারুতি সুজুকি ব্রেজা। সম্প্রতি এক বিজ্ঞাপনের শ্যুটিংয়ের সময় ফাঁস হয়েছে আপডেটেড ব্রেজার ছবি। এক্সটেরিয়র, ইন্টেরিয়র, এবং পারফরম্যান্সে মেজর আপগ্রেড থাকবে। এতে ছ’টি এয়ারব্যাগ, ট্র্যাকশন কন্ট্রোল, ৩৬০ ডিগ্রি পার্কিং ক্যামেরার মতো নতুন সুরক্ষা বৈশিষ্ট্য থাকবে। বিনোদনের জন্য ব্যালেনোর মতো নয়া ব্রিজা অ্যান্ড্রয়েড অটো ও কারপ্লে-সহ ৯.০-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম পেতে পারে। তবে ২০২২ ব্রেজা-এর বেস ভ্যারিয়েন্টগুলিতে পুরেনো ৭.০ ইঞ্চি স্ক্রিন থাকার সম্ভাবনা রয়েছে।

পারফরম্যান্সের কথা বললে, ২০২২ মারুতি ব্রেজা  ১.৫ লিটার ফোর সিলিন্ডার পেট্রোল ইঞ্জিনের সাথে আসবে। নতুন প্রজন্মের Ertiga ও XL6 এই ইঞ্জিনে চলে। এটি সর্বোচ্চ ১০৩ পিএস শক্তি এবং ১৩৬.৮ এনএম টর্ক উৎপন্ন করে। যা বিদায়ী মডেলটির থেকে ২ পিএস এবং ১.২ এনএম কম‌। সাথে থাকবে ৫-স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স। আবার ৬-স্পিড অটোমেটিক ট্রান্সমিশন অপশনাল হিসাবে রাখা হবে।

Hyundai Venue Facelift

হুন্ডাই তাদের ভেন্যু এসইউভির ফেসলিফ্ট সংস্করণ সামনের মাসে লঞ্চ করবে বলে খবর। ২০১৯ সালে দেশে আত্মপ্রকাশের পর এটাই হবে প্রথম বড় আপডেট। বর্তমান ভেন্যুর মতোই গাড়িটিতে দেওয়া হবে ১.০ লিটার টার্বো পেট্রল ইঞ্জিন। ১.২ লিটার পেট্রল ও ১.৫ লিটার ডিজেল ইঞ্জিন অপশনও উপলব্ধ হবে। শোনা যাচ্ছে, ভেন্যু ফেসলিফ্টে  N Line ভার্সন ইঞ্জিন দিতে পারে কোম্পানি‌। সেই ক্ষেত্রে i20 N Line-এর পর Venue-ও আসবে এই স্পোর্ট ক্যাটাগরিতে। অভ্যন্তরীণ সরঞ্জামগুলি প্রায় অপরিবর্তিত থাকলেও এক্সটেরিয়রে বড় আপগ্রেড দেখা যেতে পারে‌।

এটিকে পুনরায় ডিজাইন করে নতুন গ্রিল, সংশোধিত ডিআরএল-সহ এলইডি হেডলাইট এবং সামনে এবং পিছনে নতুন ধরনের বাম্পার দেওয়া হবে। ভেন্যু ফেসলিফ্টের কেবিনে নতুন ড্যাশবোর্ড, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, সানরুফ এবং পাঁচটি আসন থাকবে গাড়িটিতে আই২০-এর থেকে বড় ১০.২৫-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম দেওয়া বলে আশা করা হচ্ছে‌।

Mahindra Scorpio N

বিগ ড্যাডি অফ এসইভি‘ বলে নতুন স্করপিওর প্রচার চালাচ্ছে মাহিন্দ্রা। নাম বদলে এবার স্করপিও এন নামে আসছে বহু প্রতীক্ষিত এই এসইউভি। অফিশিয়াল ছবিও প্রকাশ করা হয়েছে৷ আকারে বাজারচলতি স্করপিওর থেকে বড় হবে। অত্যাধুনিক ফিচার, টেকনোলজি এবং ইঞ্জিন-সহ আসার কারণে দাম আগের তুলনায় আরও বেশি হবে বলে অনুমান। সংস্থার সর্বাধুনিক ল্যাডার অন ফ্রেম চ্যাসিসের উপর ভিত্তি করে তৈরি হচ্ছে গাড়িটি৷

স্করপিও এন ২.০ লিটার এমস্ট্যালিয়ন টার্বোচার্জড পেট্রোল ইঞ্জিন ২.২ লিটার পাওয়ারফুল এমহক ডিজেল ইঞ্জিন অপশনে আসবে।  ৬-স্পিড ম্যানুয়াল এবং ৬-স্পিড অটোমেটিক গিয়ার বক্স সহ উপলব্ধ হবে গাড়িটি। নতুন স্করপিওতে দেওয়া হতে পারে ক্রুজ কন্ট্রোল, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, ব্লুটুথ এবং AUX কানেক্টিভিটি সহ একটি ৭ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, এলইডি ডিআরএল সহ অটো হেডল্যাম্প। অন্যান্য উল্লেখযোগ্য ফিচারগুলির তালিকায় থাকবে কানেক্টেড কার প্রযুক্তি যুক্ত ৮ ইঞ্চি টাচস্ক্রিন, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, ক্রুজ কন্ট্রোল  ইলেকট্রিক সানরুফ, ওয়্যারলেস চার্জিং, সেমি ডিজিটাল  ইন্সট্রুমেন্ট কনসোল, প্রভৃতি।