Ac Cooler: সিমলা, দার্জিলিংয়ের আমেজ এখন বাড়িতে, এই মিনি এয়ার কন্ডিশনার কিনে আনুন

সবেমাত্র এপ্রিল মাস, কিন্তু ইতিমধ্যেই গ্রীষ্মের ভয়ঙ্কর দাবদাহে সারা ভারতবাসীর প্রায় নাভিশ্বাস ওঠার জোগাড় হয়েছে। বাইরে চাঁদিফাটা রোদ, আর ঘরে ভ্যাপসা গরম – সব মিলিয়ে যেন এক চূড়ান্ত অসহনীয় পরিস্থিতি দেখা দিয়েছে। গরম এতটাই পড়েছে যে ফ্যানের হাওয়াও এখন আর কোনো কাজে আসছে না। ফলে খুব স্বাভাবিকভাবেই হু হু করে বাড়ছে এসি (AC) বা এয়ার কন্ডিশনারের চাহিদা। কিন্তু সমস্যাটা হল, এয়ার কন্ডিশনার কেনার খরচ যে আবার অনেক! তাহলে যাদের এসি কেনার সাধ্য নেই, তাদের কি এই গরমে ঠান্ডা হাওয়ার আমেজের হাত থেকে একেবারেই বঞ্চিত থাকতে হবে? না, একদমই নয়। আর সেই কারণেই এই প্রতিবেদনে আমরা ৫ টি অত্যন্ত সাশ্রয়ী মূল্যের কুলারের কথা আপনাদেরকে জানাতে চলেছি, যেগুলিকে মিনি এয়ার কন্ডিশনার বললেও খুব একটা ভুল বলা হবে না।

উল্লেখ্য যে, এদেশে এমন অনেকেই রয়েছেন যাদের কুলারের প্রতি একটু অনীহা রয়েছে, যার মূল কারণ হল কুলারের সাইজ। তবে এই প্রতিবেদনে আমরা আপনাদেরকে যে কুলারগুলির কথা জানাতে চলেছি, সেগুলি আকারে খুবই ছোটো, এবং খুব সহজেই বহনযোগ্য। ফলে এই ডিভাইসগুলিকে ঘরের যে-কোনো জায়গায় নিজেদের পছন্দমতো অত্যন্ত স্বচ্ছন্দে রাখা যেতে পারে। ছোটো ঘরের জন্য এই কুলারগুলি এককথায় আদর্শ। আর সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টি হল, এই কুলারগুলির মধ্যে ওয়াটার ট্যাংক স্পেস রয়েছে, যাতে জল বা বরফ ভরে ঘরকে আরও বেশিমাত্রায় ঠান্ডা করা যেতে পারে। তাহলে চলুন, এই দুর্দান্ত কুলারগুলির সম্পর্কে গুটিকয়েক কথা জেনে নেওয়া যাক।

Leeofty Mini Desktop Air Conditioner

এই মিনি এয়ার কন্ডিশনারটি খুবই হালকা এবং কম্প্যাক্ট ডিজাইন সহ আসে। ফলে আপনি খুব সহজেই এটিকে যে-কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন। কুলিংয়ের পাশাপাশি এই ডিভাইসটিতে হিউমিডিফিকেশন এবং পিউরিফিকেশন ফিচারও দেওয়া হয়েছে। এই কুলারটিতে ৩ টি অ্যাডজাস্টেবল স্পিড সেটিংস বিদ্যমান। আগ্রহীরা এই কুলারটি জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন (Amazon) থেকে ৬,১২০ টাকা ব্যয় করে কিনে নিতে পারেন।

Portable Mini Air Conditioner Desktop Humidifier

এটি একটি মিনি পোর্টেবল এয়ার কন্ডিশনার। এতে একটি এলইডি লাইটও লাগানো রয়েছে। খুব অল্প সময়ে ঘরকে ঠান্ডা করতে এই মিনি এয়ার কন্ডিশনারটি ভীষণরকমভাবে পটু। এতে রয়েছে ৩টি অ্যাডজাস্টেবল স্পিড সেটিংস, যা ইউজাররা নিজেদের পছন্দমতো পরিবর্তন করতে পারবেন। আবার ঘরকে আরও বেশি পরিমাণে ঠান্ডা করার জন্য এই ডিভাইসে একটি ২০০ মিলিলিটার জলের ট্যাংকও দেওয়া হয়েছে। অ্যামাজন থেকে এই কুলারটি কিনতে হলে ক্রেতাদের মাত্র ৪,২১১ টাকা ব্যয় করতে হবে।

Portable Air Cooler Mini Air Conditioner

ছোটো সাইজের সেরা মিনি এয়ার কন্ডিশনার হিসেবে এই ডিভাইসটি এককথায় আদর্শ। এটিতে কুলার, হিউমিডিফিকেশন, এবং ইউভি স্টেরিলাইজেশন ফিচার দেওয়া হয়েছে, যার সুবাদে ইউজাররা অতি অনায়াসে ঘরে আয়েশ করে শীতল, তাজা, এবং পরিষ্কার হাওয়া খেতে পারবেন৷ উইন্ড ফ্লো বা হাওয়ার গতি বাড়ানোর জন্য এটিতে ৩ টি অ্যাডজাস্টেবল সেটিংস রয়েছে। কুলারটিতে ৫০০ মিলিলিটার ক্যাপাসিটির একটি ট্যাংক বিদ্যমান, যাতে জল এবং বরফ ভরে আরও বেশি পরিমাণে ঠান্ডা হাওয়া পেতে সক্ষম হবেন ব্যবহারকারীরা। অ্যামাজন থেকে এই ডিভাইসটি ৩,৭৩৭ টাকায় কেনা যেতে পারে।

Portable Mini Air Conditioner For Bed

এটি একটি অত্যন্ত স্টাইলিশ এবং কম্প্যাক্ট ডিজাইনের এয়ার কন্ডিশনার। বাইরের তাপমাত্রার পারদ যদি ৪০°-৪৫° ডিগ্রিতে পৌঁছে যায়, সেক্ষেত্রেও এই মেশিনটি ব্যবহার করলে ইউজাররা ৫°-১০° তাপমাত্রার আমেজ অনুভব করতে সক্ষম হবেন। এই কুলারটি এতটাই হালকা যে এটিকে যে-কোনো জায়গায় খুব সহজেই বয়ে নিয়ে যাওয়া যেতে পারে, আর সেইসাথে ঘরের যে-কোনো জায়গায় অত্যন্ত অনায়াসে এটিকে রেখে দেওয়াও সম্ভব। আর এটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচারটি হল, এটি ব্যবহার করলে ইলেকট্রিক বিল খুবই কম আসবে যা এই চরম মূল্যবৃদ্ধির যুগে খুবই তাৎপর্যপূর্ণ। অ্যামাজন থেকে এই কুলারটি কিনতে হলে ক্রেতাদের ৪,১৭৫ টাকা ব্যয় করতে হবে।

Excluzo Portable Mini Air Conditioner

এটি ভারতীয় মার্কেটে উপলব্ধ ৩ টি অ্যাডজাস্টেবল স্পিড সেটিংস সহ আসা একটি সেরা কুলিং এয়ার কন্ডিশনার। এটিতে অ্যাডজাস্টেবল অ্যাঙ্গেলের ফিচার রয়েছে, যা ব্যবহারকারীরা খুব সহজেই পরিবর্তন করতে পারেন। এই মিনি এয়ার কন্ডিশনারটিকে যে-কোনো জায়গায় খুব সহজেই বয়ে নিয়ে যাওয়া যেতে পারে, কারণ এটির ওজন খুবই কম। ইউজারদের ৫°-১০° তাপমাত্রার আমেজের অনুভূতি প্রদান করতে এই ডিভাইসটি যথেষ্ট পটু। অ্যামাজন থেকে এই ডিভাইসটি কিনতে হলে ক্রেতাদের ৪,২১১ টাকা খসাতে হবে।

বিঃদ্রঃ – কনটেন্টটি লেখার সময় অ্যামাজনে উল্লেখিত দামে কুলারগুলি তালিকাভুক্ত ছিল।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Share
Published by
TechGup Desk

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 25 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স গেমের রিডিম কোড দেখুন

আপনি যদি Garena Free Fire-এর নিয়মিত প্লেয়ার হন, তাহলে ফ্রি ফায়ার ডায়মন্ডের গুরুত্ব নিশ্চয়ই জানেন।…

5 hours ago

Honor Magic V3: এত হালকা ও পাতলা ফোল্ডেবল ফোন‌ দেখেননি, তাসের ইমারতও ভেঙে পড়ছে না

অনার এর ফোল্ডেবল ফোন Honor Magic V3 বিশ্বব্যাপী লঞ্চের আগে বিশ্ব রেকর্ড করল। আসন্ন আইএফএ…

5 hours ago

লঞ্চের পর এই প্রথম এত কমে iPhone 14 Plus ও iPhone 15 Plus, পুরো 29000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট

আগামী মাসে লঞ্চ হতে চলেছে iPhone 16। ব্লুমবার্গের এক রিপোর্টে বলা হয়েছে, আসন্ন আইফোন সিরিজের…

7 hours ago

180 দিন পর্যন্ত নিশ্চিন্ত, Jio ও Vi এর এই প্ল্যানে পাওয়া যাচ্ছে 30 জিবি পর্যন্ত ফ্রি ডেটা

টেলিকম সংস্থাগুলি গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের প্রিপেড প্ল্যান অফার করে। তাই যদি আপনি বেশি ডেটা…

7 hours ago

Samsung Galaxy S24 FE লঞ্চ হতে বেশি দেরি নেই, কেমন ফিচার্স থাকবে এই ফোনে

Samsung Galaxy S24 FE ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে, যা ইঙ্গিত করছে এই আপকামিং…

8 hours ago

Suryakumar Yadav : KKR-এর অধিনায়ক হয়ে ফিরে আসছেন সূর্যকুমার, শ্রেয়াসের কি হবে?

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সূর্যকুমার যাদব গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি এই টুর্নামেন্টে…

8 hours ago