Honda Shine শীর্ষে, Pulsar-এর বিক্রি বাড়ল, গত মাসে এগুলো পাঁচটি টপ-সেলিং 125cc বাইক

ভারতের দু’চাকা গাড়ির বাজারে বেস্ট সেলিং সেগমেন্ট হল ১২৫ সিসি৷ প্রায় প্রতিমাসেই দেশে সর্বাধিক বিক্রিত ১২৫ সিসি মোটরসাইকেলের তালিকার প্রথম দিকে কয়েকটি নাম সুর্নিদিষ্ট থাকে৷ ২০২২-এর জানুয়ারিতেও তার ব্যতীক্রম হয়নি৷ কিছু মডেলের ক্ষেত্রে কিন্তু গত বছরের ডিসেম্বরের তুলনায় নতুন বছরের প্রথম মাসে বিক্রি যে হারে বেড়েছে, তা অত্যন্ত লক্ষণীয় বিষয়৷

বরাবরের মতো গত মাসে দেশের বেস্ট সেলিং মোটরসাইকেল হল হন্ডা সিবি শাইন (Honda Shine)৷ নামের প্রতি সুবিচার করে জানুয়ারিতেও শাইনের বিক্রিতে উজ্জ্বল ছবি৷ বিক্রি হয়েছে ১,১০,৩৪২টি৷ তুলনাস্বরূপ, গত বছরের ডিসেম্বরে বিক্রি হয়েছিল ৭০,৬৪৪টি৷

দ্বিতীয় স্থানে থাকা বাজাজ পালসার (Bajaj Pulsar) শাইনের তুলনায় অনেক পিছিয়ে৷ শাইনের মতো ততটা না হলেও গত মাসে উল্লেখযোগ্য পরিমানে বিক্রি বাড়িয়ে নিয়েছে সে৷ জানুয়ারিতে ৪৮,৮০৯টি পালসার বিক্রি হয়েছে৷ ২০২১-এর ডিসেম্বরে বাইকটির ৩১,৮০৩ ইউনিট বিক্রি করতে পেরেছিল বাজাজ৷ ১৫০ ও ২০০ সিস পালসারের বিক্রিতে ব্যাপক পতন হলেও, ১২৫ সিসি পালসারের বিক্রি বৃদ্ধি বাজাজকে খানিকটা স্বস্তি যোগাবে৷

তৃতীয়, চতুর্থ, ও পঞ্চম স্থান দখল করে রয়েছে হিরো গ্লামার (Hero Glamour), টিভিএস রাইডার (TVS Raider), এবং হিরো সুপার স্প্লেন্ডার (Hero Splendor)৷ এদের যথাক্রমে ২৭,২৪৫, ১৫,০৪৪, এবং ১৪,৪০৩ ইউনিট বিক্রি হয়েছে৷ যদিও ২০২১-এর ডিসেম্বরের তুলনায় বিক্রি সঙ্কুচিত হয়েছে৷ তুলনাস্বরূপ, ওই সময়ে শোরুম বাইকগুলির যথাক্রমে ৩৪,১৬৩, ১৫,৩৩৬, এবং ২০,৮৭৭ ইউনিট বেচেছিল৷