5 important Smartphone Feature tips and tricks Android

Smartphone: Android ফোন ব্যবহার করেন? এই 5 ফিচার আপনার অত্যন্ত কাজে আসবে

Android: বিশ্বের বেশিরভাগ মানুষই অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করে থাকেন, এই ধরণের হ্যান্ডসেটগুলিতে কম দামে বেশি ফিচার এবং ভালো পারফরম্যান্স পাওয়া যায়। এদিকে ইউজারদের ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে বিভিন্ন ব্র্যান্ডও নতুন নতুন মডেল লঞ্চ করে থাকে। তবে আপনিও যদি অ্যান্ড্রয়েড ফোন ইউজার হন, তাহলে আপনার জন্য আজ রয়েছে কিছু কাজের টিপস্। আসলে অ্যান্ড্রয়েড ফোনে কিছু সেটিংস (settings) থাকে যা আমরা সাধারণত ব্যবহার করিনা বা খেয়াল করিনা, অথচ এই সেটিংস বা অপশনগুলি খুব কাজের। এক্ষেত্রে আজ আমরা দরকারী এমনই পাঁচটি সেটিংসের কথা বলব।

এই পাঁচটি ফিচার আপনার অত্যন্ত কাজে আসবে

১. Android screen cast: আপনি চাইলে আপনার অ্যান্ড্রয়েড ফোনের স্ক্রিনে থেকে কোনো মুভি বা সিরিজ, বড় স্ক্রিনের মাধ্যমে কাস্ট বা উপভোগ করতে পারেন। এখন বলতে গেলে সব অ্যান্ড্রয়েড ফোনেই ‘ক্রোমকাস্ট’ (Chromecast) ফিচার থাকে। এটি ভিডিওর মেনুতে স্ক্রিন কাস্টের অপশন দেয়।

২. Split screen: বেশ কিছু বছর আগেই অ্যান্ড্রয়েডে স্প্লিট স্ক্রিন ফিচার এসেছে। এই ফিচারের মাধ্যমে আপনি একসাথে দুটি অ্যাপ অ্যাক্সেস করতে (বা সোজা কথায় চালাতে) পারবেন। সোজা কথায় বললে, এই ফিচারটি মাল্টিটাস্কিংয়ের জন্য খুব ভাল। এটি ব্যবহার করার জন্য আগ্রহীদের রিসেন্ট অ্যাপ সেকশন খুলে, তারপর যেকোনো অ্যাপের আইকনে ক্লিক করে ‘স্প্লিট স্ক্রিন’ অপশনটি নির্বাচন করতে হবে। পরবর্তী ধাপে সেই উইন্ডোতে অন্য কোনো অ্যাপ জুড়তে করতে হবে এই একই কাজ।

৩. টেক্সট বা ইমেজ আরও দৃশ্যমান করে তোলা: এমন অনেক অ্যাপ রয়েছে যা জুম ইন এবং জুম আউট সমর্থন করে। এই ফিচার ব্যবহার করার জন্য আপনাকে সেটিংসে যেতে হবে। তারপর ডিসপ্লে অপশনে গিয়ে ডিসপ্লে সাইজ এবং টেক্সটের জন্য প্রদত্ত নির্দিষ্ট অপশন ট্যাপ করতে হবে।

৪. ভিন্ন ভলিউম সেটিং সেট: অনেকেই রিংটোন, নোটিফিকেশন বা অ্যালার্মের জন্য আলাদা আলাদা টিউন সেট করার পাশাপাশি স্বতন্ত্র ভলিউম লেভেল সেট করে রাখতে চান। আপনিও যদি এমনটা করার কথা ভাবেন, তবে আপনাকে সেটিংসে গিয়ে ‘সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন’ (Sound & vibration) অপশনটি বেছে নিতে হবে। এখানে আপনি প্রতিটি সেকশনের জন্য পৃথক ভলিউম স্লাইডার পাবেন।

৫. অ্যাপ লক: যদি কেউ আমাদের ফোন কোনো কারণে চায়, তাহলে আমাদের মনে সবসময় চিন্তা থাকে যে সে ফোনটি ইচ্ছামত ঘাঁটাঘাঁটি শুরু করতে পারে। এমতাবস্থায় ফোনের বিভিন্ন অ্যাপ লক করে রাখাই শ্রেয়। অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সেটিংসে এই ফিচার উপলব্ধ, যার সাহায্যে প্রয়োজনে কোনো অ্যাপ লক করে রাখা যায়।