Kantara খুব ভালো লেগেছে? এই ৫টি লোককাহিনী নির্ভর সিনেমা থেকেও পাবেন একই বিনোদন

গত ৩০শে সেপ্টেম্বর মানে আজ থেকে মাস দেড়েক আগে মুক্তি পেয়েছে কন্নড় মুভি Kantara, আর মুক্তির পর থেকে এখনো অবধি এটি বক্স অফিস ব্যাপক সমাদৃত হচ্ছে। ঋষভ শেঠি পরিচালিত ও অভিনীত এই সিনেমাটি নিজের আঞ্চলিক ভাষা ছাড়াও তামিল, তেলেগু, মালায়ালাম এবং হিন্দিতেও রিলিজ হয়েছিল। সেক্ষেত্রে শুধু যে দক্ষিণ ভারতীয় অঞ্চলেই Kantara সফল – এমন নয়; বরঞ্চ এর হিন্দি ভার্সনটি সদ্য মুক্তি পাওয়া সমস্ত বলিউডি মুভিকেও পেছনে ফেলেছে। এই মুহূর্তে সিনেমাটির আনুমানিক বিশ্বব্যাপী আয় ৪০০ মিলিয়ন ডলার। উল্লেখ্য, এই অ্যাকশন-থ্রিলার সিনেমাটি মূলত ভূত কোলার সংস্কৃতি, উপকূলীয় কর্ণাটকের একটি অনুষ্ঠান সম্পর্কিত নাচের শৈলী, প্যারানরমাল থ্রিলার ইত্যাদি বিষয়ের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে; কিন্তু তা সত্ত্বেও এই 5G জেনারেশনের মানুষেরা এটি পছন্দ করছেন। সেক্ষেত্রে আপনারও যদি Kantara মুভিটি ভালো লেগে থাকে এবং আপনি এই ধরণের আরো কোনো সিনেমা দেখতে চান, তাহলে আমরা আজ আপনাকে ভারতীয় অতিলৌকিক গল্প এবং লোককাহিনীর উপর ভিত্তি করে নির্মিত পাঁচটি সেরা চলচ্চিত্রের কথা বলব, যেগুলিতে আপনি ভরপুর বিনোদন পাবেন।

এই পাঁচটি সিনেমা থেকে আপনি পাবেন Kantara-র মতই রোমাঞ্চ

১. Tumbbad (2018): রাহি অনিল বারভের ‘তুম্বাড্’ মহারাষ্ট্রের লোককাহিনীর উপর ভিত্তি করে তৈরি। গোটা সিনেমার কাহিনী বা প্লট শয়তানের উপাসক একটি পরিবার এবং গুপ্তধনের লোভকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। এই ফ্যান্টাসি হরর মুভিটি তার চমৎকার উত্তেজনামূলক প্লট এবং অত্যাশ্চর্য দৃশ্য বর্ণনার জন্য ভূয়সী প্রশংসা পেয়ে থাকে। আগ্রহীরা অ্যামাজন প্রাইম ভিডিও (Amazon Prime Video) থেকে এটি দেখতে পারবেন।

২. Kothanodi (2015): প্রায় ৭ বছর আগে মুক্তি পাওয়া অসমীয়া ভাষার কথানোদি সিনেমাটির পরিচালনা করেছেন ভাস্কর হাজারিকা; এতে অভিনয় করেছেন সীমা বিশ্বাস, আদিল হুসেন, জেরিফা ওয়াহিদ, উর্মিলা মহন্ত, কপিল বোরা এবং আশা বোরদোলোইয়ের মত কলাকুশলীরা। প্লটের কথা বললে, এটি একটি অসমীয়া লোকসংকলন বুড়ি আইর সাধুর চারটি ছোট গল্পের উপর ভিত্তি করে তৈরি, যেখানে অশুভ শক্তি দ্বারা নিয়ন্ত্রিত বিশ্বে অভ্যন্তরীণ দানবকে পরাস্ত করার চেষ্টার কথা তুলে ধরা হয়েছে। ৬৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা ফিচার ফিল্মের তকমা পাওয়া এই সিনেমাটি আপনারা সনিলিভ (SonyLIV) থেকে দেখতে পাবেন।

৩. Bulbbul (2020): দুবছর আগে লকডাউনের সময় এই সিনেমাটি বেশ হইচই ফেলে। বুলবুল ১৮৮০-এর দশকে ঔপনিবেশিক বাংলার একটি শহরের শাসনকারী অভিজাত বংশ, এক রহস্যময়ী মহিলা এবং চুডেইলের (ডাইনি) অলৌকিক রহস্যকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। অন্বিতা দত্ত পরিচালিত এই চলচ্চিত্রে অবিনাশ তিওয়ারি, পাওলি দাম, রাহুল বোস এবং পরমব্রত চট্টোপাধ্যায়ের সাথে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তৃপ্তি ডিমরি। এই মুহূর্তে এটি নেটফ্লিক্স (Netflix)-এ দেখার জন্য উপলব্ধ।

৪. Odiyan (2018): ভিএ শ্রীকুমার মেনন দ্বারা পরিচালিত মালায়ালামের ফ্যান্টাসি ড্রামা ‘ওডিয়ান’, ওডিয়ান বংশের (যারা কেরালার মালাবার অঞ্চলে বসবাস করত বলে জানা যায়) পৌরাণিক কাহিনীর উপর ভিত্তি করে নির্মিত। এই বংশটির নিজেদের আকৃতি পরিবর্তন করার ক্ষমতা আছে। প্রকাশ রাজ এবং মঞ্জু ওয়ারিয়ারের পাশাপাশি এই সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোহনলালের মত জনপ্রিয় অভিনেতা। এটি চাইলেই জি৫ (ZEE5) থেকে উপভোগ করা যাবে।

৫. Pari (2018): প্রসিত রায়ের তৈরি হিন্দি সিনেমা ‘পরী’-তে রয়েছে অতিপ্রাকৃতের কথা এবং হরর। এটি বাংলা ইসলামিক গথিক গল্পের উপর ভিত্তি করে নির্মিত, যার প্রধান চরিত্রে অভিনয় করেছেন অনুষ্কা শর্মা এবং পরমব্রত চট্টোপাধ্যায়। সত্যি, মিথ্যের টানাপোড়েন এবং অলৌকিকতায় মোড়া ‘পরী’ দেখতে হলে চোখ রাখতে হবে অ্যামাজন প্রাইম ভিডিওতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *