Cheapest Bikes In India: দামে কম মানে ভাল, মাইলেজও অসাধারণ, এগুলি দেশের সবথেকে সস্তা ৫টি বাইক

ভারতের কমিউটার সেগমেন্টের মোটরসাইকেলের চাহিদা আকাশ ছোঁয়া। আসলে মূল্যের বিষয়ে অতি সংবেদনশীল এদেশের সিংহভাগ গ্রাহক বেশি মাইলেজের টু-হুইলারের প্রতি ঝোঁক। কমিউটার বাইকের মাইলেজ যেমন বেশি, পাশাপাশি এগুলির মূল্যও তুলনামূলক কম। আবার হালকা ওজনের হওয়ায় যে কোনো বয়সের মানুষ এই জাতীয় বাইক চালাতে সক্ষম। পারফরমেন্সের দিক থেকে এক কথায় লা জবাব। এই প্রতিবেদনে তেমনই কয়েকটি কমিউটার বাইকের নাম তুলে ধরা হল।

Hero HF 100

Hero HF 100 একটি অতি সাদামাটা কমিউটার মোটরসাইকেল। যা ৯৭.২ সিসি-র এয়ার কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন দ্বারা চালিত। যা থেকে ৮.০২ পিএস শক্তি এবং ৮.০৫ এনএম টর্ক পাওয়া যায়। ট্রান্সমিশনের কথা বললে এতে উপস্থিত একটি ৪-স্পিড গিয়ার বক্স। HF 100-এর দাম ৫১,০৩০ টাকা।

Hero HF Deluxe

HF 100-এর তুলনায় একটু বেশি দামি Hero HF Deluxe। এতে বেশ কয়েক জায়গার ক্রোম ফিনিশিং নজরে কাড়ে। আবার রঙবেরঙের চমৎকার কারুকার্য রয়েছে এতে। ৯৭.২ সিসি-র এয়ার কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন দ্বারা চালিত। যা থেকে ৮.০২ পিএস শক্তি এবং ৮.০৫ এনএম টর্ক উৎপন্ন হয়। ৪-স্পিড গিয়ার বক্স এসেছে বাইকটি। HF Deluxe-এর মূল্য ৫৪,৬৫০-৬৩,৬০০ টাকা।

Bajaj CT110X

সস্তা দামে অধিক শক্তির টু-হুইলারের মধ্যে Bajaj CT110X অন্যতম। রেট্রো ডিজাইন ফুটিয়ে তোলা হয়েছে বাইকটিতে। চালিকাশক্তি জোগাতে ১১৬.৪৫ সিসি সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড ইঞ্জিনটি থেকে পাওয়া যায় ৮.৬ পিএস শক্তি এবং ৯.৮১ এনএম টর্ক। ইঞ্জিনের সাথে সংযুক্ত আছে ৪-স্পিড গিয়ার বক্স। Bajaj CT110X-এর বাজারমূল্য ৫৮,২৭২-৬৩,৮০৮ টাকা।

TVS Sport

স্বল্প ক্ষমতার কমিউটার মোটরসাইকেল তৈরিতে টিভিএস মোটর (TVS Motor) বেশ পটু। যার মধ্যে অন্যতম হল TVS Sport। এতে উপস্থিত একটি ১০৯.৭ সিসি সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড ইঞ্জিন। ৪-গতির ট্রান্সমিশন যুক্ত ইঞ্জিনটি থেকে ৮.৩ পিএস শক্তি এবং ৮.৭ এনএম টর্ক পাওয়া যায়। TVS Sport-এর দর ৫৮,৯৩০-৬৪,৯৫৫ টাকা।

Bajaj Platina 100

তালিকার সর্বশেষ স্থানে থাকলেও Bajaj Platina 100-র ভারতের বাজারে জনপ্রিয়তা লাগামহীন। হালকা এবং আরামদায়ক রাইডিংয়ের জন্য এর যথেষ্ট সুনাম রয়েছে। Platina 100-তে রয়েছে একটি ১০২ সিসি এয়ার কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, যা থেকে ৭.৯ পিএস এবং ৮.৩ এনএম আউটপুট পাওয়া যায়। ৪-স্পিড গিয়ার বক্স সহ বাইকটির দাম ৫৯,৮৫৯ টাকা।