Scrambler বাইক এখন হাতের নাগালে, দেড় লাখ থেকে দাম, এই 5 মডেল Benelli, Triumph-দের দারুণ বিকল্প

‘রেভলিউশন’ বুঝি একেই বলে। বছর দুয়েক ধরে মোটরসাইকেল দুনিয়ায় বেশ পাকাপোক্ত জায়গা করে নিয়েছে স্ক্র্যাম্বলার । Benelli, Ducati, বা Triumph-এর মতো প্রিমিয়াম ব্র্যান্ডের থেকে শুরু করে Royal Enfield এবং Honda-র ঝুলিতে রয়েছে এই ক্যাটাগরির বাইক। পরশুদিন Ronin লঞ্চ করে সেই দলে নাম লিখিয়েছে TVS-ও।

খানিকটা রেট্রো লুকের সঙ্গে আধুনিকতার মিশেলে তৈরি স্ক্র্যাম্বলার মোটরসাইকেল সহজেই শহরের ব্যস্ত ট্রাফিকের ফাঁক গলে চলতে পারে আবার প্রয়োজনে একে নিয়ে বেড়িয়ে পড়তে পারেন লং ট্রিপে। এক সময় মোটা টাকা বাজেট হিসাবে রাখতে হলেও বর্তমানে স্ক্র্যাম্বলার মডেলের দাম এখন হাতের নাগালের মধ্যেই। দেড় থেকে আড়াই লাখের কমে পেয়ে যাবেন ভাল অপশন। আজ তেমনই পাঁচটি মোটরসাইকেলের সন্ধান রইল।

TVS Ronin

মাত্র দু’দিন আগে এ দেশে পা রেখেছে TVS Ronin। সংস্থার প্রথম নিও রেট্রো ডিজাইনের স্ক্র্যাম্বলার স্টাইলের মডেল এটি। ২২৫ সিসির লিকুইড কুল্ড ইঞ্জিন যুক্ত এই বাইকে রয়েছে ছয় কালার অপশন। দাম ১.৪৯ লাখ থেকে শুরু করে ১.৬৯ লাখ পর্যন্ত । যদিও টিভিএস একে স্ক্র্যাম্বলার বা অন্য কোন সেগমেন্ট ভুক্ত করা হয়নি। Ronin রয়েছে ১৮১ মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স, ইঞ্জিন কভার, ১১০ ও ১৩০ সেকশনের ব্লক প্যাটার্ন টায়ার, এবং ভয়েস কমান্ডের পাশাপাশি ব্লুটুথ কানেক্টিভিটি।

Royal Enfield Scram 411

টিভিএস Ronin আসার আগে পর্যন্ত Scram 411-ই ছিল সবচেয়ে সস্তার স্ক্র্যাম্বলার মডেল।আপনি যদি সস্তায় একটি সঠিক স্ক্র্যাম্বলার বাইক চান তবে স্ক্রাম ৪১১ আপনার কাছে একমাত্র অপশন। বাইকটিতে রয়েছে ৪১১ সিসির এয়ার ও ওয়েল কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, যা ২৪.৩ বিএইচপি ক্ষমতা ও ৩২ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। সামনে ও পিছনে রয়েছে যথাক্রমে ১৯ইঞ্চি ও ১৭ইঞ্চির চাকা। রয়্যাল এনফিল্ড হিমালয়ানের উপর ভিত্তি করে তৈরি হওয়া এই স্ক্র্যাম্বলার অফ-রোডিং-এর জন্যও উপযুক্ত। দাম ২.০৩ লাখ টাকা।

Honda CB 350RS

Scram 411-এর মতো একই দামে উপলব্ধ Honda CB 350RS, যা কেবলমাত্র সংস্থার বিগ উইং শোরুমে পাওয়া যায়। এতে ৩৪৮.৩৬ সিসির লিকুইড কুল্ড ইঞ্জিন দেওয়া হয়েছে। ৫ স্পিড ট্রান্সমিশন যুক্ত এই ইঞ্জিনের পাওয়ার আউটপুট ও টর্ক যথাক্রমে ২০.৭৮ বিএইচপি ও ৩০ এনএম। এর ইঞ্জিনের স্মুদনেস উচ্চমানের হলেও অফ-রোডিংয়ে দুর্বল। তবে ব্লুটুথ কানেকশন যুক্ত সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, স্লিপার অ্যাসিস্ট্যান্ট ক্লাচ ও ডুয়েল চ্যানেল এবিএস যুক্ত ট্রাকশন কন্ট্রোল সিস্টেম এই বাইককে এর প্রতিদ্বন্দ্বীদের থেকে অনেক এগিয়ে রেখেছে।

Yezdi Scrambler

৩৩৪ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিন Yezdi Scrambler-এর প্রাণ ভোমরা। ইঞ্জিনের সর্বাধিক আউটপুট ২৮.৭ বিএইচপি ও সর্বোচ্চ টর্ক ২৮.২০ এনএম, যা স্ক্রাম ৪১১-এর থেকে বেশ খানিকটা কম। ১৮২ কেজি ওজনের এই বাইকে রয়েছে তিন ধরনের এবিএস মোড- রোড, অফ-রোড ও রেইন। এছাড়াও এতে তিন রকমের সিঙ্গেল টোন এবং তিন ধরনের ডুয়েল টোন রঙের অপশন আছে। মূল্য ২.০৫ লাখ থেকে শুরু।

Husqvarna Svartpilen 250

Bajaj-এর মালিকানাধীন সুইডেনের সংস্থা Husqvarna র যে দুটি ২৫০ সিসির মোটরসাইকেল ভারতে চলে তার মধ্যে অন্যতম ইউনিক লুকের স্ক্র্যাম্বলার হলো Svartpilen 250। এতে রয়েছে ২৪৮.৭৬ সিসি লিকুইড কুল্ড ইঞ্জিন যা ২৯.৫ বিএইচপি এবং ২৪ এনএম আউটপুট প্রদান করতে সক্ষম। ৬ স্পিড গিয়ার বক্স যুক্ত এই বাইকে রয়েছে ডুয়েল চ্যানেল এবিএস। এছাড়াও WP Apex সাসপেননশন ও স্লিপ আসিস্ট ক্লাস আছে। বাইকটির দুদিকেই ১৭ ইঞ্চির অ্যালয় হুইল দেওয়া থাকলেও সেগুলি ডুয়েল পারপাস টায়ারে মোড়া। দাম ২.১৮ লাখ টাকা (এক্স-শোরুম)।