5G চালুর জন্য এই ৩টি কোম্পানির সাথে হাত মেলাল Jio, Airtel; চুক্তিতে নেই চীনা Huawei কিংবা ZTE

5G (৫জি) রোলআউটকে কেন্দ্র করে এই মুহূর্তে গোটা দেশজুড়ে জোরকদমে প্রস্তুতি চলছে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রয়োজনীয় স্পেকট্রামের নিলাম, ফলে পরবর্তী প্রজন্মের নেটওয়ার্ককে হাতের মুঠোয় পেতে হয়তো আর ভারতবাসীকে খুব বেশি সময় অপেক্ষা করতে হবে না। তবে এরই মধ্যে গোটা দেশের মানুষকে দুরন্ত গতির নেটওয়ার্ক পরিষেবা দেওয়ার জন্য, নিজেদের 5G ইক্যুইপমেন্ট পার্টনার (সরঞ্জাম অংশীদার) চূড়ান্ত করে ফেলল Jio (জিও) এবং Airtel (এয়ারটেল)। ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি সংস্থা দুটির বেশিরভাগ চুক্তি সাধিত হয়েছে ফিনল্যান্ডের Nokia (নোকিয়া), সুইডেনের Ericsson (এরিকসন) এবং কোরিয়ান কোম্পানি Samsung (স্যামসাং)-এর সঙ্গে। অন্যদিকে, Vodafone Idea (ভোডাফোন আইডিয়া)-ও 5G ইক্যুইপমেন্ট পার্টনারশিপের জন্য ইউরোপীয় ভেন্ডারদের সঙ্গে আলোচনা করছে বলে খবর পাওয়া গেছে।

ভারতে 5G রোলআউটে চীনের কোনো ভূমিকা থাকছে না

এক্ষেত্রে টেলিকম সংস্থাগুলির এই সাম্প্রতিক পার্টনারশিপ একটি বিষয়ে খুব সুস্পষ্ট ইঙ্গিত দিচ্ছে, যা হল – ভারতের নেক্সট জেনারেশনের নেটওয়ার্ক রোলআউটের সাথে চীনা সংস্থাগুলির কোনো সম্পর্ক নেই। কারণ ভারতীয় টেলিকম সংস্থাগুলি কোনো চীনা কোম্পানির সাথে অংশীদারিত্ব করেনি; ফলে হুয়াওয়ে (Huawei) এবং জেডটিই (ZTE)-র মতো চীনা কোম্পানিগুলিকে পুরোপুরিভাবে বাদ দিয়ে সেই জায়গায় চলে এসেছে নোকিয়া, এরিকসন, এবং স্যামসাং। তাই ছাইচাপা আগুনের মতো ভারত-চীন সংঘাত যে এখনও চুপিসারে হলেও বেশ জোরকদমে চলছে, সেকথা জলের মতো স্পষ্ট। এমনিতে ৫জি রোলআউট পর্ব থেকে তো বাদ দিয়ে দেওয়াই হয়েছে, তবে এবার এয়ারটেলের ৪জি (4G) নেটওয়ার্ক থেকেও পর্যায়ক্রমে হুয়াওয়ে এবং জেডটিই উভয়কেই বাদ দিয়ে দেওয়া হবে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

Jio এবং Airtel-এর চুক্তি চূড়ান্ত

উল্লেখ্য যে, এই প্রথম মুকেশ আম্বানির জিওকে মোবাইল টেলিফোনিক সরঞ্জাম সরবরাহ করবে ইউরোপের বিক্রেতারা। এর আগে জিও, ৪জি নেটওয়ার্কের জন্য স্যামসাংয়ের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছিল। আর এবার এয়ারটেলকে মোবাইল নেটওয়ার্ক গিয়ার সরবরাহ করবে স্যামসাং। রিপোর্ট থেকে জানা গিয়েছে যে, প্রাথমিক পর্যায়ে এয়ারটেল বড়ো শহরগুলিকে কভার করার জন্য ১৫,০০০ থেকে ২০,০০০ ৫জি সাইটে কাজ শুরু করবে। আবার, যাতে অনেকটা বড়ো জায়গায় সাবলীলভাবে পরিষেবা প্রদান করা যায়, তার জন্য জিও-র অর্ডার আরও বড়োসড়ো হবে বলে খবর পাওয়া গেছে।

তবে এই প্রসঙ্গে বলে রাখি, Jio কিংবা Airtel উভয়ের কেউই এখনও নেটওয়ার্ক ইক্যুইপমেন্ট কেনার জন্য Nokia, Samsung বা Ericsson-কে কোনো অর্ডার দেয়নি। সংস্থাগুলির পক্ষ থেকেও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। তবে Nokia, Samsung ও Ericsson-এর সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন Airtel-এর সিনিয়র এক্সিকিউটিভ। তিনি বলেছেন, Airtel, সমস্ত বিক্রেতাদের পার্চেস অর্ডার দেবে। এছাড়া উক্ত প্রতিবেদনটিতে একথাও বলা হয়েছে যে, Vodafone Idea প্রাথমিকভাবে সেইসব সার্কেলের জন্য অর্ডার দেবে যেখানে তাদের আয় মার্কেট শেয়ারের ১৫ শতাংশ বা তারও বেশি।