Safety Tips for Night Driving: রাতে গাড়ি নিয়ে বেড়োলে আগেভাগেই সাবধান হোন, দুর্ঘটনা এড়াতে রইল 5 মোক্ষম টিপস

দিনের তুলনায় রাতের বেলা গাড়ি চালানোটা যথেষ্ট ঝুঁকিপ্রবণ কাজ। আসলে দিনের আলোয় দৃশ্যমানতা যত বেশি থাকে যা রাতের বেলায় কৃত্রিম আলোতে কোনভাবেই সম্ভব হয় না। এর পাশাপাশি বেশি রাতে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গের শিথিলতা বৃদ্ধি পায়, ও তার কুপ্রভাব গাড়ির চালকের উপর খানিকটা হলেও পড়ে। তাই একান্তই যদি রাতের অন্ধকারে গাড়ি চালানোর প্রয়োজন হয় সেক্ষেত্রে বেশ কিছু কথা মেনে চলা উচিত। সে রকমই পাঁচটি মোক্ষপ টিপস রইল এখানে।

সমস্ত লাইট পরীক্ষা করা

রাতে গাড়ি চালানোর ক্ষেত্রে সবচেয়ে প্রয়োজনীয় হল তার যথাযথ আলোর ব্যবস্থা। তাই সর্বপ্রথমেই আপনার গাড়ির হেডল্যাম্প, ব্রেক লাইট, ইন্ডিকেটর ও ফগ ল্যাম্প সঠিকভাবে কার্যকরী কিনা তা ভালো করে যাচাই করে নিন। অনেক সময় আলোর উপর থাকা কাচের গায়ে জলীয় বাষ্প কিংবা নোংরা জমে আলোর তীব্রতা অনেকটাই কমে যায়। এই বিষয়টি গুরু ত্বসহকারে লক্ষ্য করুন। কারণ আপনার গাড়ির আলো যদি অন্য গাড়িতে থাকা ড্রাইভারের দৃষ্টিগোচর না হয় সেক্ষেত্রে দুর্ঘটনা অবশ্যম্ভাবী।

উইন্ডস্ক্রিন ও জানলার কাঁচ পরিষ্কার রাখা

গাড়ি চালানোর সময় সামনের ও আশেপাশের দৃশ্য দেখার জন্য উইন্ডস স্ক্রিনের প্রয়োজনীয়তা কতটা তা আশা করি প্রত্যেকেই জানেন। সেই জন্য রাতে গাড়ি চালানোর আগে ভালোভাবে গাড়ির সমস্ত কাঁচ পরিষ্কার করে নেওয়া আবশ্যিক। এমনকি নির্দিষ্ট সময় অন্তর উইন্ডস্ক্রিনের ওয়াইপার (Wiper) টিও যথাযথভাবে পরখ করে নেওয়া উচিত।

রিয়ার-ভিউ মিরর সঠিক অবস্থানে রাখা

আজকালকার দিনের বেশিরভাগ গাড়িতেই এই রিয়ার-ভিউ মিররটি দিনের বেলা ও রাতের বেলার জন্য আলাদা ধরনের সেটিং করা থাকে। অর্থাৎ দিনে সূর্যের আলো ও রাতের বেলায় অন্য গাড়ির আলোর প্রতিফলনকে প্রতিহত করার জন্য আলাদা অ্যাঙ্গেলে এই লুকিং গ্লাসের আয়নাটিকে সেট করা যায়। সঠিকভাবে সেগুলিকে না রাখতে পারলে বড়সড় দুর্ঘটনার সম্মুখীন হতে হবে।

নিয়ন্ত্রিত গতিবেগে চলা

সাধারণত রাতের বেলায় রাস্তায় গাড়ি-ঘোড়ার সংখ্যা কম থাকে বলে অনেকেরই তার সাধের গাড়িটি নিয়ে গতির নেশায় ডুব দিতে ইচ্ছে করে। তবে এক্ষেত্রে আমরা আপনাকে সাবধান করে বলবো যে এই ধরনের উচ্চগতিতে গাড়ি চালানোর ফলে আপনি কিংবা রাস্তায় থাকা অন্য মানুষজন দুর্ঘটনার কবলে পড়তে পারেন। আগেই বলেছি রাতের বেলায় দৃশ্যমানতা যথেষ্ট কম থাকে। তাই আপনার আশেপাশে থাকা অন্যান্য গাড়িগুলি থেকে সুরক্ষিত দূরত্ব বজায় রেখে ও নিয়ন্ত্রিত গতিতে আপনার গাড়িটি চালান।

ক্লান্ত শরীরে “নো ড্রাইভিং”

আপনি যদি খুব বেশি ক্লান্ত থাকেন সেক্ষেত্রে রাতের বেলায় গাড়ি চালানো থেকে বিরত থাকাই শ্রেয়। ড্রাইভিং এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার সম্পূর্ণ মনোনিবেশ। তাই এমন অবস্থায় আপনার বন্ধুকে দিয়ে চালানো কিংবা অন্য কারোর গাড়িতে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। গাড়ি চালানোর সময় এমন ধরনের ক্লান্ত ভাব অনুভূত হলে তৎক্ষণাৎ কোনো পেট্রোল পাম্পে গাড়ি থামিয়ে চোখে-মুখে জল দেওয়ার পাশাপাশি কফি পান করে নিজেকে চাঙ্গা রাখার চেষ্টা করুন।

রাতে গাড়ি চালাতে গেলে অনেক বেশি সতর্ক ও সজাগ থাকা প্রয়োজন। একান্তই দরকার হলে উপরে উল্লিখিত এই নিয়মগুলি অনুসরণ করাই শ্রেয়।