ভারতে বিশ বাও জলে 5G পরিষেবা, ট্রায়ালের ওপর স্থগিতাদেশ জারি স্বরাষ্ট্রমন্ত্রকের

3G, 4G পরিষেবা ব্যবহারের পর অসংখ্য মানুষ ভারতে 5G চালু হওয়ার অপেক্ষায় রয়েছেন। কিন্তু জি বিজনেসের একটি রিপোর্ট অনুযায়ী ভারতে এখনই এই পরিষেবা পাওয়া সম্ভব নয়। আসলে 5G ফিল্ড ট্রায়ালের ক্ষেত্রে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক সম্প্রতি স্থগিতাদেশ জারি করেছেন। আগামী বছরের পূর্বে ট্রায়ালের সম্ভাবনা নেই বললেই চলে। ফলে 5G স্পেক্ট্রাম নিলামের ক্ষেত্রেও এই ঘটনা যথেষ্ট প্রভাব ফেলবে বলেই মনে করা হচ্ছে।

ভারতের সঙ্গে চীনের পারস্পরিক সম্পর্কের অবনতি শিল্পক্ষেত্রেও অনিশ্চয়তার জন্ম দিয়েছে। তবে এই অনিশ্চয়তা ক্ষণস্থায়ী বলেই ভারতীয় শিল্পমহল দাবী করছেন। ভারতের কেন্দ্রীয় সরকার এখনো কয়েকটি চীনা সংস্থাকে 5G নেটওয়ার্ক রোলআউটে আমন্ত্রণ জানায়নি। ফলে Huawei এবং ZTE এর মতো সংস্থার অনুপস্থিতির জন্য 5G ট্রায়ালের কাজ পিছিয়ে যাচ্ছে বলেই খবর। নীতি আয়োগের সিইও অমিতাভ কান্ত আমজনতাকে 5G পরিষেবার সুবিধা গ্রহণের জন্য অপেক্ষা করবার অনুরোধ জানিয়েছেন।

ইটিটেলিকমের একটি রিপোর্ট অনুসারে, ভোডাফোন-আইডিয়া (Vi), রিলায়েন্স জিও (Reliance Jio), এয়ারটেল সহ ইউরোপীয় ও আমেরিকান কয়েকটি সংস্থা ভারতে 5G ট্রায়ালের জন্য একসাথে কাজ করছে। অন্যদিকে Airtel, 5G সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজনে ফিনল্যান্ডের নোকিয়া এবং সুইডিশ সংস্থাএরিকসনের সাথে হাত মিলিয়েছে। অথচ এর আগে এয়ারটেল চীনা সংস্থা Huawei ও ZTE এর সঙ্গে যৌথভাবে 5G প্রকল্পে কাজ করছিল!

টেলিকম মন্ত্রকের নির্দেশিকা মেনে বিভিন্ন সংস্থা 5G পরিষেবা পৌঁছে দিতে প্রায়োরিটি ভেন্ডারের সুপারিশ জানিয়েছেন। এক্ষেত্রে রিলায়েন্স Jio, স্যামসাং, নোকিয়া এবং সুইডেনের এরিকসন কোম্পানীর কথা নামোল্লেখ করেছে বলে সূত্রের খবর।