দেশে শীঘ্রই চালু হবে 5G পরিষেবা, স্পেকট্রাম নিলামের মাঝেই বিভিন্ন অঞ্চলে পরীক্ষা TRAI এর

5G স্পেকট্রাম নিলামকে কেন্দ্র করে এবার দেশের একাধিক স্থানে নেটওয়ার্ক পরীক্ষা চালালো ভারতের প্রধান টেলিকম নিয়ামক সংস্থা ট্রাই (TRAI)। এক্ষেত্রে TRAI কর্তৃক নির্বাচিত নেটওয়ার্ক পরীক্ষার অঞ্চলগুলি হল, নয়া দিল্লির জিএমআর আন্তর্জাতিক বিমানবন্দর, স্মার্ট সিটি ভোপাল, বেঙ্গালুরু নাম্মা মেট্রো ও কান্দলার দীনদয়াল পোর্ট। পরবর্তী প্রজন্মের 5G ব্যবস্থা গ্রহণের জন্য এই এলাকাগুলি কতটা তৈরি, তা বুঝতেই টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) উক্ত নেটওয়ার্ক পরীক্ষা চালিয়েছে বলে প্রকাশ্যে এসেছে।

উল্লেখ্য, ভোপাল শহরের ক্ষেত্রে ট্রাই মোট ১১টি অবস্থানে নেটওয়ার্ক ব্যবস্থা পরীক্ষা করেছে। এই সব স্থানে ট্র্যাফিক সিগন্যাল, বৈদ্যুতিন আলোকস্তম্ভ সহ রাস্তায় উপস্থিত অন্যান্য সম্পদ ব্যবহার করে পরীক্ষাকার্য চালানো হয়েছে। এক্ষেত্রে রাস্তার উল্লিখিত সম্পদগুলিতে ক্ষুদ্রাকৃতি 5G সেল স্থাপন করে তারা উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে বলে ট্রাই জানিয়েছে।

TRAI -এর দাবি 5G রোলআউটের ক্ষেত্রে সুবৃহৎ ম্যাক্রো টাওয়ারের সাথেই শেষোক্ত ক্ষুদ্রাকৃতি সেল স্থাপন গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। সাধারণ মানুষ যাতে আরও সংহত ও নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক ব্যবস্থার সুবিধা উপভোগ করতে পারেন, সেজন্য এরকম সেল স্থাপন বাড়ানো আরো দরকার বলে টেলিকম নিয়ামক সংস্থার দাবি।

প্রসঙ্গত জানিয়ে রাখি, ২৬শে জুলাই, মঙ্গলবার কেন্দ্রীয় টেলিযোগাযোগ দপ্তরের (DoT) তত্ত্বাবধানে স্পেকট্রাম নিলাম শুরু হয়েছে। এই নিলামে অংশগ্রহণকারী প্রধান টেলকোগুলি হল Reliance Jio, Airtel, Vi এবং নবাগত Adani গ্রুপ। সেক্ষেত্রে এদের 5G স্পেকট্রাম নিলাম যে রীতিমতো জমে উঠবে তা বলার অপেক্ষা রাখেনা। সবচেয়ে বড় কথা, এই নিলাম দ্বারা দেশীয় টেলিকম সেক্টর যথেষ্টভাবে লাভবান হতে চলেছে, যা সরকারের কাছেও বিশেষ গুরুত্বের বিষয়।