4G স্মার্টফোনের থেকে আলাদা 5G স্মার্টফোন, এর কারণ কি শুধুই কানেক্টিভিটি?

পৃথিবীর বিবর্তনের ইতিহাসে মানব সভ্যতার প্রতিটি ধাপ এক-একটি যুগ হিসেবে (যেমন – ব্রোঞ্জ, তাম্র ইত্যাদি) ইতিহাসের পাতায় চিহ্নিত হয়েছে। তবে এখন যে সময়ে আমরা বসবাস করছি, সেটাকে অত্যাধুনিক প্রযুক্তির যুগ, কিংবা আরও সহজে স্মার্টফোনের যুগও বললেও খুব একটা ভুল কিছু বলা হবে না! এক্ষেত্রে যে জিনিসটি ছাড়া স্মার্টফোনের কথা আমরা ভাবতেই পারি না, তা হল কানেক্টিভিটি। বর্তমানে সবার হাতেই 4G (৪জি) কিংবা 5G (৫জি) ফোন ঘোরাফেরা করছে। বছরখানেক আগে 4G-র আগমন দেশে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল। আর সম্প্রতি চতুর্দিকে গুঞ্জন শোনা যাচ্ছে যে, এই বছরের শেষেই 5G নেটওয়ার্ক রোলআউট হতে চলেছে। এদিকে পরবর্তী প্রজন্মের নেটওয়ার্ক রোলআউট হওয়া মাত্রই যাতে তা উপভোগ করা যায়, তাই অনেকেই আগাম 5G ফোন কিনে রাখছেন। কিন্তু 4G আর 5G ফোনের মধ্যে তফাৎ কী? অর্থাৎ, একটি 5G ফোন কিনলে 4G ফোনের তুলনায় কী কী বেশি সুবিধা পাওয়া যাবে? এই প্রশ্ন যদি আপনাদের মাথায় এসে থাকে, তাহলে আমাদের আজকের এই প্রতিবেদনে রয়েছে তার উত্তর। আসলে এখন আমরা যে সমস্ত কথা বলব তা পড়লে আপনি অনায়াসে বুঝে যাবেন যে, 5G স্মার্টফোনগুলি 4G কানেক্টিভিটিযুক্ত স্মার্টফোনের থেকে কেন আলাদা।

5G প্রযুক্তি কেন 4G-র থেকে আলাদা?

৫জি, ৬ গিগাহার্টজ নেটওয়ার্কে ১০০ এমবি/সেকেন্ড থেকে ৪০০ এমবি/সেকেন্ড এবং এমএমওয়েভ (mmWave) নেটওয়ার্কে প্রায় ১ গিগাবাইট/সেকেন্ড ডাউনলোড স্পিড সরবরাহ করে। অন্যদিকে, ৪জি সাধারণত ইউজারদের ১০ এমবি/সেকেন্ড থেকে ৫০ এমবি/সেকেন্ড ডাউনলোড স্পিড অফার করতে সক্ষম। ফলে উভয় নেটওয়ার্কের মধ্যে ফারাকটা ঠিক কতটা, তা নিশ্চয়ই আপনারা সকলেই স্পষ্টভাবে বুঝতে পারছেন।

সেক্ষেত্রে দেশের আপামর জনগণ মূলত যে কারণে ৫জি-র প্রতীক্ষায় অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন, তা হল দুরন্ত ডাউনলোড স্পিড উপভোগ করা। একথা আর বলার অপেক্ষা রাখে না যে, ৫জি স্মার্টফোন ব্যবহারকারীদের রকেটের গতির ডাউনলোড স্পিড অফার করবে। শোনা যাচ্ছে যে এতে, চোখের পলক ফেলতে না ফেলতেই ডাউনলোড হবে একটা আস্ত সিনেমা! অর্থাৎ এককথায় বললে, আগামী নেটওয়ার্ক এমন সব অত্যাশ্চর্য ঘটনা ঘটাবে যা হয়তো আগে আপনি কোনোদিন কল্পনাও করতে পারেননি। আপনি শুনলে অবাক হবেন যে, ৫জি-র মাধ্যমে কোনো বাফারিং ছাড়াই স্মার্টফোন, ট্যাবলেট বা কম্পিউটারে ৪কে (4K), এমনকি ৮কে (8K) ভিডিও-ও স্ট্রিম করা যাবে।

প্রসঙ্গত জানিয়ে রাখি, অন্তর্জাল বা ইন্টারনেটে এক বিন্দু থেকে অন্য-একটি বিন্দুতে নির্দিষ্ট তথ্যের পরিবহনে যে পরিমাণ সময় লাগে, তা ল্যাটেন্সি নামে পরিচিত। এই পরিমাপটি ইন্টারনেট-গতি নিরপেক্ষ। তবে গবেষণা বলছে, ৪জি নেটওয়ার্ক ব্যবহারের ক্ষেত্রে ল্যাটেন্সি ৫০ এমএস (ms) হলে ৫জি-তে এই সময় মাত্র ১ এমএস (ms)-এ নেমে আসবে।

আবার, 4G-র তুলনায় 5G-র নেটওয়ার্ক ক্যাপাসিটি অনেক বেশি হওয়ায় এটি ১০০ গুণ বেশি ট্র্যাফিক সাপোর্ট করতে পারে। এর অর্থ হল, 4G-র বদলে 5G নেটওয়ার্ক ব্যবহার করলে আরও অনেক বেশি মানুষ এবং ডিভাইসকে একসাথে কানেক্ট করা যাবে। সোজা কথায় বললে, 4G-র তুলনায় আরও উন্নত, কার্যকর তথা দুরন্ত পরিষেবা প্রদান করবে 5G। সুতরাং এই কানেক্টিভিটিযুক্ত হ্যান্ডসেটও যে এর পূর্বসূরির তুলনায় চমকপ্রদ পারফরম্যান্স অফার করবে – সে কথা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না!

Tech Gup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

Moto G Stylus: মোটোরোলার নয়া চমক, মন জয় করবে স্টাইলাস পেনের স্মার্টফোন

Moto G Stylus (2025) খুব তাড়াতাড়ি Moto G Stylus (2024)-এর উত্তরসূরী হিসাবে বাজারে পা রাখতে…

20 mins ago

স্প্লেন্ডরের দ্বিগুণ! 23 লিটারের ফুয়েল ট্যাংক এই মোটরসাইকেলে, লঞ্চের আগে শুরু বুকিং

BMW Motorrad ভারতে একজোড়া দুর্দান্ত বাইক লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। জার্মান সংস্থাটির লেটেস্ট মডেল হিসাবে BMW…

44 mins ago

8199 টাকা থেকে পাওয়া যাচ্ছে LED Smart TV, 12 হাজার টাকার কমে সেরা 5 টিভি দেখুন

বাজেটের মধ্যে নতুন Smart TV খোঁজ করলে এই প্রতিবেদন আপনার জন্য। এখানে আমরা অ্যামাজনে বিক্রি…

1 hour ago

Samsung এর বর্ষার অফার, Galaxy A15 5G পাওয়া যাচ্ছে লোভনীয় অফারে

20 হাজার টাকার মধ্যে অত্যাধুনিক ফিচারের ফোন খোঁজ করলে দারুণ খবর। স্যামসাংয়ের ওয়েবসাইটে, গ্যালাক্সি এ…

2 hours ago

Shakib Al Hasan: সিরিজ ছেড়ে তৎক্ষণাৎ দেশে ফিরতে হবে শাকিবকে, বাংলাদেশ বোর্ডকে নোটিশ দিল ICC

গতকাল বাংলাদেশে একটি হত্যা মামলায় অভিযুক্ত হিসাবে উঠে এসেছে বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার শাকিব আল…

2 hours ago

“ক্রিকেটের মাঠ…” অবসর নেওয়ার পর শিখরকে স্পেশাল মেসেজ দিলেন শচীন তেন্ডুলকার

ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের ওপেনার শিখর ধাওয়ান। শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে…

3 hours ago