Royal Enfield এর দুই নতুন 350cc বাইক 2023-এ বাজারে আসতে পারে, কেমন ফিচার

এটি আর অজানা নেই যে ভারতের অন্যতম রেট্রো বাইক নির্মাতা রয়্যাল এনফিল্ড (Royal Enfield) বর্তমানে একাধিক সেগমেন্টের বাইক তৈরিতে হাত লাগিয়েছে। যার মধ্যে ৩৫০, ৪৫০ ও ৬৫০ সিসির একাধিক মডেল রয়েছে। ইতিমধ্যেই এ বছর ইতালির মিলানে অনুষ্ঠিত EICMA ও ভারতের রাইডার ম্যানিয়া-তে ক্রুজার ফ্ল্যাগশিপ বাইক Super Meteor 650-এর ঝলক দেখানো হয়েছে। নতুন বছরের প্রারম্ভেই বাজারে পা রাখবে এটি।

এদিকে ২০২৩-এ রয়্যাল এনফিল্ড ৩৫০ সিসির একজোড়া মোটরসাইকেল লঞ্চ করবে বলে এক প্রতিবেদনে দাবি করা হয়েছে। Hunter 350-এর পর সংশ্লিষ্ট সেগমেন্টের পরবর্তী মডেল হিসেবে Royal Enfield Bullet 350 বাজারে হাজির হবে। সামনের বছরের মাঝামাঝিতে এটি আনা হতে পারে। ইতিমধ্যেই ট্রায়াল চলাকালীন একাধিকবার দর্শন মিলেছে নতুন বুলেটের। যা এটি লঞ্চের জল্পনায় ঘৃতাহুতি দিয়েছে।

বুলেটের এবারের মডেলটি ডবল ক্র্যাডেল ফ্রেমের উপর ভিত্তি করে আসবে। যা নতুন Classic, Hunter এবং Meteor-এও দেখা মেলে। ফলে ভাইব্রেশন কমার পাশাপাশি পারফরম্যান্স বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। বুলেট ৩৫০ হল বর্তমানে রয়্যাল এনফিল্ডের সবচেয়ে সস্তার মোটরসাইকেল। তবে নয়া সংস্করণটির স্থান কোথায় হয়, এখন তাই দেখার।

2023 Bullet 350-ও যদি সংস্থার এন্ট্রি-লেভেল মোটরবাইক হিসেবে বাজারে পদার্পণ করে, তবে সেটি যে ক্রেতাদের কাছে বিশেষ আকর্ষণীয় হয়ে উঠবে, তা নিঃসন্দেহে বলা যায়। এর ৩৪৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার, SOHC এয়ার-অয়েল কুল্ড ইঞ্জিনটি থেকে সর্বোচ্চ ২০.২ বিএইচপি শক্তি এবং ২৭ এনএম টর্ক উৎপন্ন হবে। সাথে সংযুক্ত থাকবে একটি ৫-স্পিড ট্রান্সমিশন।

বুলেট ছাড়া ৩৫০ সিসির অপর যেই মোটরসাইকেলটি আনার পরিকল্পনা করছে রয়্যাল এনফিল্ড, সেটি হল Classic 350-এর সিঙ্গেল সিট ভার্সন। যা প্রধানত Jawa 42 Bobber এবং Jawa Perak-এর সাথে টেক্কা নিতে আনা হবে। এতে ফুটপেগটি নতুন পজিশনে দেওয়া হতে পারে। এছাড়া দীর্ঘ হ্যান্ডেলবার সেটআপের দেখা মিলবে।