জিবি প্রতি 4G-র তুলনায় 5G-তে ১০ গুণ কম খরচ হবে অপারেটরদের, জানালো এরিকসন ইন্ডিয়া

বছর পাঁচ-ছয় আগেও বাফারিংয়ের সঙ্গে সময় কাটাতে অভ্যস্ত ছিল ভারতবাসী। ঘণ্টার পর ঘন্টা ঘুরেই চলেছে ইন্টারনেটের চাকা। এরপর ধীরে ধীরে বেড়েছে চাকার গতি, 2G থেকে কয়েকবছরের মধ্যে 4G-র স্বাদ পেয়েছে আমজনতা। আবার আমরা এটাও জানি যে খুব শীঘ্রই আসতে চলেছে 5G জামানা। তবে অনেককেই মনে করছেন 4G এর তুলনায় 5G অনেকটাই ব্যয়বহুল হবে। কিন্তু এই ভাবনা যে সঠিক নয় তা স্পষ্ট করলো এরিকসন ইন্ডিয়া। তারা জানিয়েছে যে, নেক্সট জেনারেশন কানেক্টিভিটি টেকনোলজি 5G, অপারেটরদের প্রতি জিবি ডেটার খরচ 4G -এর তুলনায় ১০ গুণ কমাতে সাহায্য করবে।

BW-এর এক প্রতিবেদন অনুসারে, এরিকসন ইন্ডিয়ার প্রধান নিতিন বানসাল বলেছেন, 5G ভারতের ক্রমবর্ধমান ডেটার চাহিদা এবং ডিজিটালাইজেশনে ব্যাপকভাবে সাহায্য করবে। বানসাল উল্লেখ করেছেন যে, স্মার্টফোন পিছু প্রতি মাসে ডেটা ব্যবহারের ক্ষেত্রে ভারত বিশ্বে শীর্ষ স্থান অধিকার করে। এক সমীক্ষায় দেখা গেছে, ২০২০ সালে ভারতে স্মার্টফোন পিছু প্রতি মাসে ডেটা ব্যবহারের পরিমাণ ১৫.৭ জিবি, যা ২০১৯ সালে ছিল ১৩.৫ জিবি। তিনি বলেন, খুব তাড়াতাড়ি ভারতকে একটি আপাদমস্তক ‘ডিজিটাল নেশন’-এ পরিণত করার জন্য ভারতীয় অপারেটরদের সাশ্রয়ী মূল্যের 5G প্রয়োজন, এবং তার জন্য ভারতকে সবরকম সাহায্য করতে এরিকসন সর্বদাই প্রস্তুত।

বানসালের মতে, 5G অপারেটরদের তাদের ডেটা খরচ কমাতে এবং নতুন রেভিনিউ স্ট্রিমে ট্যাপ করতে সাহায্য করবে। ভারতে 5G নেটওয়ার্ক চালু হওয়ার সাথে সাথে 4K স্ট্রিমিং এবং AR কার্যক্রমের জন্য ভোক্তাদের চাহিদা বহুগুণ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। সময়ের সাথে সাথে, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং ম্যানুফ্যাকচারিং সেক্টরগুলিও 5G দ্বারা চালিত হাই-ব্যান্ডউইথ এবং লো-ল্যাটেন্সি নেটওয়ার্ক ব্যবহার করতে সক্ষম হবে।

তিনি আরও বলেছেন যে, 5G ভারতীয় অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। 5G প্রতিযোগিতায় বিশ্বে সবার চেয়ে এগিয়ে থাকার জন্য প্রয়োজনীয় সবরকম সুযোগসুবিধা ও অনুকূল পরিস্থিতিও ভারতে বর্তমান।

এদেশে এরিকসনের রেডিও সিস্টেম হার্ডওয়্যার ইতিমধ্যে ২০১৫ সাল থেকে 5G সাপোর্ট করার জন্য প্রস্তুত আছে। বানশালের মতে, একটি সহজ সফটওয়্যার আপডেট করলেই এটি অপারেটরদের 5G পরিষেবা প্রদানে সহায়তা করতে পারে। উল্লেখ্য যে, এরিকসন বিশ্বব্যাপী ৭৯টিরও বেশি 5G নেটওয়ার্ক মোতায়েন করতে অপারেটরদের সাহায্য করেছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন