5Gi না 5G – দ্বন্দ্বে ভারত! দেশে কবে চালু হচ্ছে 5G নেটওয়ার্ক? বিশদে জেনে নিন

ভারতে কবে 5G আসবে সেই নিয়ে এখনও পর্যন্ত ধোঁয়াশার অন্ত নেই। সমগ্র ভারতবাসী অধীর আগ্রহে 5G-র অপেক্ষায় দিন গুনছেন। রিপোর্টকে বিশ্বাস করলে, আগামী বছরে ভারতে পঞ্চম প্রজন্মের এই নেটওয়ার্ক চালু হবে। ২০২২ সালের ১৫ আগস্ট ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবসকে সাক্ষী রেখে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5G নেটওয়ার্কের সূচনা করবেন বলে জানা গেছে। কিন্তু কীভাবে নিজেদের 5G নেটওয়ার্কের স্ট্যান্ডার্ড নির্ধারণ এবং রোল আউট করবে, সে বিষয়ে ভারতের চিন্তাভাবনায় এখনও খুব বেশি স্পষ্টতা নেই।

সারা বিশ্ব, দেশ এবং সরকার 3GPP দ্বারা বিকশিত 5G স্ট্যান্ডার্ডের পথে হাঁটছে। কিন্তু ভারতের পরিকল্পনা একটু অন্যরকম ছিল। স্বনির্ভর হওয়ার জন্য TSDSI, 5Gi নামক নিজস্ব 5G স্ট্যান্ডার্ড তৈরি করেছিল। দেশে 5G প্রযুক্তির উন্নতির লক্ষ্যে অনেকেই 5Gi-কে সঠিক উপায় বলে মনে করেন। আবার, 3GPP-র সহায়তায় 5G স্ট্যান্ডার্ড ঠিক করাই অনেকে যুক্তিযুক্ত বলে ভাবেন। কিন্তু মূল বিষয়টি হল, এই বিতর্ক যত বেশি সময় নেবে, অপারেটরদের 5G নেটওয়ার্ক রোলআউট করতে তত বেশি সময় লাগবে।

উল্লেখ্য, ভারতের টেলিকম অপারেটররা ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে 5G নেটওয়ার্ক টেস্ট করা শুরু করেছে। তবে কোনো অপারেটরই ট্রায়ালের জন্য কোন স্ট্যান্ডার্ড ব্যবহার করেছে, সে সম্পর্কে কোনো মন্তব্য করেনি। কেননা সরকার যতক্ষণ না অফিশিয়াল স্ট্যান্ডার্ডের কথা ঘোষণা করছে, ততক্ষণ পর্যন্ত টেলিকম অপারেটররা কোন স্ট্যান্ডার্ড নিয়ে টেস্ট করছেন সে সম্পর্কে কোনো তথ্য প্রকাশ্যে আনতে পারবেন না।

ভারত এবং বিশ্বের অন্যান্য অংশের 5G নেটওয়ার্কগুলি 3GPP স্ট্যান্ডার্ড দ্বারা চালিত হওয়া উচিত কারণ এর ফলে বিশ্বায়ন এবং 5G-কে কেন্দ্র করে বিদ্যমান অন্যান্য প্রযুক্তি এবং পণ্যগুলির মান নির্ধারণ করা যাবে। দেশে 5G নেটওয়ার্ক আনয়নের জন্য যদি ভারত 5Gi-এর হাত ধরে এগিয়ে যায়, তাহলে নির্মাতাদের জন্য স্মার্টফোন উৎপাদনের ব্যয় বৃদ্ধি পাবে।

ইতিমধ্যেই ভারতের টেলিকম সেক্টরের সাথে সম্পর্কিত অনেক সংস্থা 5G স্ট্যান্ডার্ড সম্পর্কিত বিষয়ে সতর্ক করেছে। সরকার যদি 5Gi-এর হাত ধরে এগিয়ে যায়, তাহলে ভারত একটি বিচ্ছিন্ন রাষ্ট্রে পরিণত হবে। ভারতের 5G নেটওয়ার্কের জন্য নির্মিত স্মার্টফোনগুলি আন্তর্জাতিক রোমিংয়ে থাকাকালীন অন্যান্য 5G নেটওয়ার্কের সাথেও কাজ করবে না। তাই 3GPP দ্বারা বিকশিত 5G স্ট্যান্ডার্ডের দিকেই ভারত সরকার ঝুঁকবে বলে মনে করা হচ্ছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন