Cars Used by Indian Police: টহলদারি হোক বা আততায়ীকে ধরা, এই সব গাড়ি দেশের পুলিস বাহিনীর কাছে খুব ভরসার

ভারতের প্রতিটি রাজ্যের প্রতিরক্ষা দপ্তর অর্থাৎ পুলিশ সে রাজ্যের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বজায় রাখতে বৃহত্তম ভূমিকাটি পালন করে থাকে। তাই অন্যান্য চাকরির থেকে একজন…

ভারতের প্রতিটি রাজ্যের প্রতিরক্ষা দপ্তর অর্থাৎ পুলিশ সে রাজ্যের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বজায় রাখতে বৃহত্তম ভূমিকাটি পালন করে থাকে। তাই অন্যান্য চাকরির থেকে একজন পুলিশকে যে অনেক বেশি দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়, তা আর বলার অপেক্ষা রাখে না। তাঁরা যাতে তাঁদের কর্তব্য সঠিকভাবে পালন করতে পারে সেজন্য পুলিশ বাহিনীতে রাখা হয় বিশেষ ক্ষমতা সম্পন্ন কিছু গাড়ি। কী গাড়ি ব্যবহার করা হয় সেই বিষয়ে কৌতুহল থাকলেও এর সম্পর্কে আমরা সচরাচর জানতে পারি না। আজ এই প্রতিবেদনে তেমন বিশেষ কয়েকটি গাড়ির মডেল নিয়ে আলোচনা করা হল, যা বিভিন্ন রাজ্যের পুলিশের পছন্দের তালিকায় রয়েছে।

Tata Xenon

টাটা জেনন (Tata Xenon) মধ্যপ্রদেশ পুলিশের সংগ্রহে বিশেষভাবে লক্ষ্য করা যায়। যদিও এর মডেলটি বর্তমানে বাজারে কিনতে পাওয়া যায় না। মধ্যপ্রদেশের পাশাপাশি মুম্বই এবং উত্তর প্রদেশের পুলিশও এই গাড়িটি ব্যবহার করে। এমনকি ভারতীয় সেনাবাহিনী এবং এনএসজি কমান্ডোরাও এই গাড়িটি ব্যবহার করে। আসলে চরমভাবাপন্ন রাস্তায় চলার জন্য এর জুড়ি মেলা ভার। এছাড়াও এর বৃহৎ আকারের কারণে নিরাপত্তা বাহিনীর এটি বিশেষ পছন্দ।

Mahindra Scorpio

মাহিন্দ্রা স্করপিও (Mahindra Scorpio) সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। সাধারণ মানুষ থেকে শুরু করে পুলিশ, এমনকি মন্ত্রী মহলেও এই গাড়িটি বহুল পরিমাণে ব্যবহার করা হয়। এই এসইউভি গাড়িতে যেমন রয়েছে শক্তিশালী ইঞ্জিন, তেমন পেশীবহুল ডিজাইন এবং বেশি গ্রাউন্ড ক্লিয়ারেন্স, যে কারণে এর চাহিদা এত বেশি।

Maruti Suzuki Ertiga

ভারতীয় পুলিশের অপর একটি পছন্দের গাড়ি হচ্ছে মারুতি সুজুকি আর্টিগা (Maruti Suzuki Ertiga)। কর্ণাটক, হরিয়ানা এবং দিল্লি পুলিশ বাহিনীতে এই গাড়িটি যথেষ্ট পরিমানে ব্যবহার হয়ে থাকে। মাল্টিপারপাস ভেহিকেল হওয়ার কারণে বিভিন্ন ক্ষেত্রে গাড়িটির ব্যবহার রয়েছে।

Toyota Innova

টয়োটা ইনোভা (Toyota Innova) বিশেষ করে দিল্লি পুলিশ বিভাগে ব্যবহার করতে দেখা যায়। গাড়িটিতে রয়েছে অধিক জায়গা, আরাম এবং বেশি ফিচার। তাই দূরবর্তী যাত্রার ক্ষেত্রে এটি উপযুক্ত। দিল্লির ইন্সপেক্টর এবং উচ্চপদস্থ আধিকারিকরা এই গাড়িটি ভীষণ পছন্দ করেন।

Mahindra TUV300

ভারতীয় সংস্থা মাহিন্দ্রা (Mahindra)-র তৈরি টিইউভি৩০০ (TUV300) ভারতীয় পুলিশ বাহিনীর পছন্দের তালিকায় জায়গা পেয়েছে। টহলদারি চালানোর জন্য এই গাড়িটি তামিলনাড়ু, কেরালা, মহারাষ্ট্র এবং অন্ধ্রপ্রদেশ পুলিশ বাহিনী ব্যবহার করে থাকে।