Aadhaar Card: এবার আধার কার্ড বাংলাতেই, জেনে নিন কীভাবে আধার কার্ডের ভাষা পরিবর্তন করবেন

এখন চাইলেই আপনার মাতৃভাষায় পেতে পারেন আপনার আধার কার্ড। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা আউআইডিএআই (UIDAI) সম্প্রতি জানিয়েছে যে, এখন বিভিন্ন আঞ্চলিক ভাষায় ইউজাররা তাদের আধার কার্ড বানাতে পারবেন। উল্লেখ্য, এতদিন আধার কার্ডে ইংরেজি ভাষাকে প্রাধান্য দেওয়া হত।

তবে UIDAI জানিয়েছে, আধার কার্ড এখন পাঞ্জাবি, তামিল, তেলুগু, উর্দু, হিন্দি, বাংলা, গুজরাটি, মালয়ালম, মারাঠি, ওড়িয়া এবং কন্নড় ভাষায় পাওয়া যাবে। আপনি যদি আপনার আধার কার্ডের ভাষা পরিবর্তন করতে চান, তবে আপনি অফলাইনে স্থানীয় আধার কেন্দ্রে গিয়ে, নতুবা বাড়িতে বসেই অনলাইনে ফর্ম ফিল-আপ করেও এই কাজটি করতে পারেন।

অনলাইনে কীভাবে আপনার আধার কার্ডের ভাষা পরিবর্তন করবেন?

ধাপ ১: প্রথমে UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান।

ধাপ ২: তারপর ‘Update Aadhaar’ সেকশনে গিয়ে ‘Update Demographic Data Online’-এ ক্লিক করুন।

ধাপ ৩: এখন আপনি আধার সেলফ সার্ভিস আপডেট পোর্টাল দেখতে পাবেন।

ধাপ ৪: এখানে আপনাকে আপনার আধার নম্বর এবং ক্যাপচা কোড এন্টার করতে হবে।

ধাপ ৫: তারপরে আপনাকে সমস্ত প্রয়োজনীয় তথ্য এন্টার করতে হবে এবং ‘Generate OTP’ বাটনে ক্লিক করতে হবে।

ধাপ ৬: আপনার OTP দিয়ে লগ ইন করুন।

ধাপ ৭: তারপর ড্রপ-ডাউন মেনু থেকে ‘Update Demographic Data Online’-এ ক্লিক করুন।

ধাপ ৮: এরপর আপনাকে আপনার প্রিয় আঞ্চলিক ভাষাটি বেছে নিতে হবে।

ধাপ ৯: নিজের Demographic ডিটেলস আপডেট করে সেন্ড করুন।

ধাপ ১০: আপনার এন্টার করা যাবতীয় ডিটেলসের প্রিভিউ দেখে চেক করে নিয়ে Submit করুন।

ধাপ ১১: এবার আপনার ফোনে একটি OTP আসবে।

ধাপ ১২: এই OTP-টি এন্টার করুন। এরপর আপনাকে ৫০ টাকা ফি দিতে হবে। ফি দেওয়া হয়ে গেলে সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পন্ন হবে।

ধাপ ১৩: আপডেট ঠিকঠাক হয়ে গেলে আপনি আপনার আধার কার্ডটি ডাউনলোড করে নিতে পারেন, তবে এর জন্য ১-৩ সপ্তাহ সময় লাগতে পারে।