সাথে Aadhaar কার্ড না থাকলেও হবে কাজ! UIDAI নিয়ে এল নতুন Aadhaar FaceRD অ্যাপ্লিকেশন

বর্তমান ডিজিটাল যুগে আধার কার্ড (Aadhaar Card) ছাড়া জীবন একপ্রকার অন্ধকার বললেই চলে। আসলে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা UIDAI (ইউআইডিএআই) কর্তৃক জারি করা এই ১২ সংখ্যার কার্ডে (পড়ুন পরিচয়পত্রে) কার্ডধারীর নাম, ঠিকানা, জন্মতারিখের মতো ব্যক্তিগত তথ্যাদি ছাড়াও বায়োমেট্রিক ডেটা মজুত থাকে। আর চলতি সময়ে জন্মের শংসাপত্র সংগ্রহ করা থেকে শুরু করে করোনার ভ্যাকসিন নেওয়া, ফোনের সিম কার্ড কিংবা রেশন তোলা – বিভিন্ন সরকারি এমনকি বেসরকারি ক্ষেত্রেও এই গুরুত্বপূর্ণ ডকুমেন্টটির প্রয়োজন পড়ে। তাই এখনকার দিনে সবসময় আধার কার্ড সঙ্গে রাখা ভারতীয় নাগরিকদের জন্য একরকম আবশ্যক হয়ে উঠেছে। তবে UIDAI-এর তরফে সম্প্রতি ঘোষণা করা হয়েছে যে, এখন আর ইউজারদেরকে সর্বদা আধার কার্ড সঙ্গে রাখার ঝক্কি পোহাতে হবে না, কারণ এবার এই কার্ডটিতে যুক্ত হতে চলেছে ফেস অথেন্টিকেশনের (Face Authentication) ব্যবস্থা। হ্যাঁ ঠিকই পড়েছেন! এর জন্য একটি অ্যাপও চালু করেছে সংস্থাটি, যার নাম ‘Aadhaar FaceRD’ (আধার ফেসআরডি)।

Aadhaar ভেরিফিকেশনের জন্য ফোনে রাখুন এই অ্যাপ্লিকেশন

উক্ত আধার ফেসআরডি অ্যাপের মাধ্যমে ইউজারদের ফেস অথেন্টিকেশন সম্পন্ন হবে। অর্থাৎ, এই অ্যাপের মাধ্যমে কার্ডের বদলে কোনো ব্যক্তির মুখের ছবি থেকেই তার আধারের যাবতীয় তথ্য জানা যাবে। আরো সোজা ভাষায় বললে, কোনো জায়গায় আধার কার্ডের প্রয়োজন হলে ইউজারদের এখন আর আসল কার্ডটি দেখানোর প্রয়োজন পড়বে না, বরঞ্চ উল্লিখিত অ্যাপ মারফত তাদের ফেস স্ক্যান করলেই যাবতীয় আধার ডিটেইলস জেনে ফেলা যাবে। এর ফলে কার্ডধারীর আসল পরিচয়ের পাশাপাশি তার আধার কার্ডটি আসল নাকি নকল, সে বিষয়টিও স্পষ্টভাবে জেনে নেওয়া সম্ভবপর হবে।

এছাড়া গত ১২ জুলাই এক টুইট মারফত ইউআইডিএআই জানিয়েছে যে, জীবনপ্রমাণ, রেশন ডিস্ট্রিবিউশন (পিডিএস), কোউইন ভ্যাকসিনেশন অ্যাপ, স্কলারশিপ স্কিম, কৃষক কল্যাণ স্কিমের মতো অ্যাপেও এই ফেস অথেন্টিকেশন ফিচার ব্যবহার করা যেতে পারে। প্রসঙ্গত জানিয়ে রাখি, আধার কার্ড যাচাইকরণের জন্য ফেস অথেন্টিকেশন প্রযুক্তির সাহায্যে কোনো ব্যক্তির মুখ লাইভ ক্যাপচার করতে সক্ষম এই অ্যাপ। আর এই আধার ফেস অথেন্টিকেশন প্রযুক্তিটি ইউআইডিএআই নিজেই তৈরি করেছে।

এই প্রসঙ্গে বলে রাখি, উল্লিখিত অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে চাইলে ইউজারদেরকে Google Play Store থেকে Aadhaar FaceRD ডাউনলোড করতে হবে। এরপর স্ক্রিনে প্রদর্শিত ফেস অথেন্টিকেশন গাইড অনুসরণ করে ‘Proceed’ (প্রোসিড) অপশনে ক্লিক করতে হবে। তবে এক্ষেত্রে একটা কথা মনে রাখা খুবই জরুরি – ফেস অথেন্টিকেশনের জন্য ক্লিয়ার ব্যাকগ্রাউন্ডসহ মুখে বেশ ভালোমতো আলো পড়ছে, এমন জায়গায় দাঁড়িয়ে ইউজারদের নিজের মুখটি ক্যামেরার সামনে আনতে হবে। এভাবে স্ক্যান হয়ে গেলেই ফেস অথেন্টিকেশন পর্ব সম্পন্ন হবে।