Aadhaar card: আধার কার্ড নিয়ে নয়া ঘোষণা, একটি ফোন নম্বর দিয়ে হবে গোটা পরিবারের PVC Card

বর্তমান ডিজিটাল যুগে সরকারি পরিচয়পত্র হিসেবে Aadhaar Card (আধার কার্ড) যে কতটা গুরুত্বপূর্ণ, সেকথা আর কাউকে নতুন করে বুঝিয়ে বলার প্রয়োজন নেই। ভারতের যে-কোনো জায়গায় কোনো ব্যক্তির পরিচয় এবং ঠিকানার প্রমাণ হিসেবে কাজ করে এই আধার কার্ড। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) কর্তৃক জারি করা এই ১২ সংখ্যার কার্ডে নাগরিকদের নাম, ঠিকানা, জন্মতারিখ, মোবাইল নম্বরের মতো একাধিক ব্যক্তিগত বিবরণ সহ বায়োমেট্রিক তথ্যাদি মজুত থাকে। কোভিড-১৯ ভ্যাকসিন নেওয়া থেকে শুরু করে ফোনের সিম কার্ড কিংবা রেশন তোলা – বিভিন্ন সরকারি এমনকি বেসরকারি ক্ষেত্রেও এখন এই ডকুমেন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সবসময়ই এই কার্ডটিকে সঙ্গে রাখা এখন একান্ত আবশ্যক।

কিন্তু যেহেতু লম্বাটে গোছের এই জিনিসটিকে সাথে করে নিয়ে ঘুরে বেড়ানো একটু ঝামেলার ব্যাপার, তাই UIDAI কয়েক বছর আগে জানিয়েছিল যে, কোনো ভারতীয় নাগরিক এখন অনলাইনে পকেট সাইজের পিভিসি আধার (PVC Aadhaar) অর্ডার করতে পারেন। তবে ইউজারদের সুবিধার্থে এখন এই কাজটি আর-একটু সহজ করে দিল UIDAI। সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী, যদি কোনো পরিবারের প্রতিটি সদস্যই আধার পিভিসি কার্ড (Aadhaar PVC Card) পেতে চান, তবে একে একে আবেদন করার পরিবর্তে এখন একইসাথে পুরো পরিবারের জন্য আধার পিভিসি কার্ড অর্ডার করতে পারা যাবে। এবং এর জন্য রেজিস্টার্ড মোবাইল নম্বর ব্যবহার করাও আবশ্যক নয়।

UIDAI জানিয়েছে যে, এখন কেবল একটি মোবাইল নম্বরের সাহায্যেই গোটা পরিবারের জন্য গ্রাহকরা আধার পিভিসি কার্ড অর্ডার করতে পারবেন। আধারের অফিসিয়াল অ্যাকাউন্টের মাধ্যমে এই ঘোষণাটি করা হয়েছে। আসুন কীভাবে আধার পিভিসি কার্ড অনলাইনে অর্ডার করা যাবে জেনে নেওয়া যাক।

আধার পিভিসি কার্ডটি ডিজিটালি সাইনড সিকিওর QR কোড সহ এসেছে। একাধিক সিকিউরিটি ফিচারের পাশাপাশি এই কার্ডে ইউজারের ফটো সহ অন্যান্য একাধিক ব্যক্তিগত ডিটেলস মজুত থাকে। অনলাইনে ভার্চুয়াল আইডি অর্থাৎ VID, আধার নম্বর বা এনরোলমেন্ট আইডির (Enrolment ID) মাধ্যমে অর্ডার করা যাবে এই কার্ড। অর্ডার করার জন্য গ্রাহকদের এই লিঙ্কটি ব্যবহার করতে হবে – myaadhaar.uidai.gov.in/genricPVC। এই পরিষেবার জন্য ৫০ টাকা চার্জ লাগবে, এবং এটি স্পিড পোস্টের মাধ্যমে ইউজারদের কাছে পাঠানো হবে।

কীভাবে অনলাইনে Aadhaar PVC Card-এর জন্য আবেদন করতে হবে

১) প্রথমে UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট https://uidai.gov.in-এ যান।

২) এরপর সাইটের হোমপেজে My Aadhaar সেকশনে “Order Aadhaar PVC Card”-এ ক্লিক করুন এবং তারপরে আপনার ১২ ডিজিটের আধার নম্বর বা ২৮ ডিজিটের এনরোলমেন্ট আইডি এন্টার করুন।

৩) এরপর সিকিউরিটি কোড এন্টার করুন, এবং “If you do not have a registered mobile number, please check in the box” লেখা বক্সের পাশে থাকা চেক বক্সে ক্লিক করুন।

৪) এরপর নন-রেজিস্টার্ড বা যে কোনো অন্য মোবাইল নম্বর এন্টার করে তারপর “Send OTP”-তে ক্লিক করুন।

৫) “Submit” বাটনটিতে ট্যাপ করুন এবং OTP এন্টার করে ভেরিফিকেশন স্টেপটি কমপ্লিট করুন।

৬) এরপর “Make payment” অপশনে ক্লিক করুন; আপনি আপনার সুবিধামতো ডেবিট বা ক্রেডিট, UPI বা নেটব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।

৭) পেমেন্ট করার পরে, ডিজিটাল সিগনেচার সমেত রিসিপ্টটি জেনারেট হবে, যা আপনি PDF ফর্ম্যাটে ডাউনলোড করতে পারবেন।