Acer Loot Our Store Sale: বিনামূল্যে ৩ হাজার টাকার হেডফোন! অবিশ্বাস্য দামে ল্যাপটপ, ট্যাব কেনার সুযোগ

বর্ষশেষে ল্যাপটপ, ট্যাব সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস কেনার দুর্দান্ত সুযোগ চলে এল আপনার সামনে। আসলে গতকাল থেকে শুরু হয়েছে জনপ্রিয় কম্পিউটার প্রস্তুতকারী সংস্থা, Acer-এর ইয়ার এন্ড সেল, Loot Our Store Sale, যা চলবে আজ, অর্থাৎ ১৭ ডিসেম্বর পর্যন্ত। যারফলে আজ রাত ১২টা পর্যন্ত এসারের অনলাইন স্টোর থেকে সংস্থার কিছু প্রোডাক্ট সাশ্রয়ী মূল্যে কেনা যাবে। কোম্পানির গেমিং ডিভাইস, অ্যাক্সেসরিজ, ট্যাব সস্তায় পকেটস্থ করার সুযোগ পাবেন আপনি।

এসার একটি প্রেস বিবৃতিতে জানিয়েছে, “অফিশিয়াল কাজ এবং শিক্ষার ক্ষেত্রে ল্যাপটপ এবং ইলেকট্রনিক্স গ্যাজেটগুলি এখন আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। নিজেকে কিংবা আপনার প্রিয়জনকে একটি এসার ডিভাইস উপহার দেওয়ার জন্য এখনকার চেয়ে ভাল সময় আর আসবে না৷ ২০২১ সালকে স্মরণীয় রাখার জন্য এবং বছরটিকে আরও সুন্দরভাবে শেষ করার জন্য এসার তাদের অনলাইন স্টোরে বিভিন্ন ক্যাটাগরির ল্যাপটপ, মনিটর, ট্যাবলেট এবং অ্যাক্সেসরিজের ওপর এই অফারগুলি দিচ্ছে।”

Acer Loot Our Store Sale অফার

‘লুট আওয়ার স্টোর সেল’ চলাকালীন, এসার ২৩,৯৯০ টাকার কম দামে ল্যাপটপ অফার করছে। কোম্পানির গেমিং ল্যাপটপে পাওয়া যাচ্ছে ৪০,০০০ টাকা পর্যন্ত ছাড়। ৭,৬৯০ টাকা থেকে শুরু হচ্ছে এসার ট্যাবলেট। মনিটর কেনার সাথে বিনামূল্যে এসার নাইট্রো হেডসেট অফার করছে সংস্থাটি। এই সীমিত সময়ের সেলে ক্রেতারা পাবেন নো কস্ট ইএমআই এর সুবিধা। সাথে ২ বছরের বর্ধিত ওয়ারেন্টি এবং এক বছরের দুর্ঘটনাজনিত ক্ষতির সুরক্ষা।

উপরন্তু, লুট আওয়ার স্টোর সেল থেকে ট্যাব কিনলে ক্রেতারা ২,৯৯৯ টাকার Acer Nitro হেডফোন পাবেন সম্পূর্ণ বিনামূল্যে। তবে এরজন্য Acer One 8 T4 ট্যাবটি কিনতে হবে। এটি একটি ৮-ইঞ্চি ডিসপ্লের সাথে এসেছে। এছাড়া এতে পাওয়া যাবে কোয়াড-কোর মিডিয়াটেক MT8766WA প্রসেসর, ২ জিবি র‍্যাম, ৩২ জিবি স্টোরেজ। এসারের এই ট্যাবলেটটি ফোরজি কানেক্টিভিটি সাপোর্ট করে।

উল্লেখ্য, এই মাসের শুরুর দিকে, সংস্থাটি ভারতে এসার প্রিডেটর হেলিওস ৫০০ লঞ্চ করে তার গেমিং ল্যাপটপ লাইনআপ প্রসারিত করেছে। এতে ১১ তম প্রজন্মের ইন্টেল কোর আই৯ প্রসেসর এবং একটি ৪কে মিনি-এলইডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এছাড়া, সম্প্রতি সংস্থাটি ভারতে Acer Aspire Vero মডেলের একটি ল্যাপটপও এনেছে, যাতে একটি পুনর্ব্যবহৃত প্লাস্টিকের চ্যাসিস এবং ১১ তম প্রজন্মের ইন্টেল কোর প্রসেসর উপলব্ধ।