Adidas: ঘরে বসে কেনাকাটা করুন, পাবেন ২০ শতাংশ ডিসকাউন্ট, নতুন অ্যাপ আনল অ্যাডিডাস

ভারতীয় ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে এবার মোবাইল শপিং অ্যাপ লঞ্চ করল স্পোর্টসওয়্যার জায়েন্ট Adidas India। সংস্থার দাবি, এই অ্যাপের মাধ্যমে সারা দেশ জুড়ে তাদের…

ভারতীয় ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে এবার মোবাইল শপিং অ্যাপ লঞ্চ করল স্পোর্টসওয়্যার জায়েন্ট Adidas India। সংস্থার দাবি, এই অ্যাপের মাধ্যমে সারা দেশ জুড়ে তাদের কাস্টমাররা ডিজিটাল শপিং এক্সপেরিয়েন্স লাভ করতে পারবেন। গুগল প্লেস্টোর এবং অ্যাপ স্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে এই Adidas অ্যাপটি। এর লঞ্চ সেরিমনি উদযাপন করতে সংস্থাটি তার গ্রাহকদের দিচ্ছে কুড়ি শতাংশ ডিসকাউন্ট অফার।

অ্যাডিডাস এর তরফ থেকে জানানো হয়েছে, তাদের এই অ্যাপ কাস্টমারদের মনোরম পার্সোনালাইজ শপিং এক্সপেরিয়েন্স দিতে সক্ষম। এআই টেকনলজি দ্বারা পরিচালিত এই অ্যাপে থাকবে উন্নততর উইশলিস্ট, লাইভ চ্যাট অপশন এবং এআর ট্রাই-অন্স। কাস্টমারদের জন্য এতে থাকবে খুবই সহজ এবং সুরক্ষিত চেক আউট অপশন। যার সাহায্যে কাস্টমাররা স্পেশাল অফার, রিওয়ার্ড গিফট এবং এক্সক্লুসিভ ইভেন্ট সম্পর্কে ওয়াকিবহাল থাকবেন।

শুধু তাই নয়, এই অ্যাপের মাধ্যমে অ্যাডিডাসের কাস্টমাররা ‘ক্রিয়েটর ক্লাব’ নামক গ্লোবাল মেম্বারশিপ প্রোগ্রামের অংশীদার হতে পারবেন। এই প্রোগ্রামে অংশগ্রহণকারী সদস্যরা একদিকে যেমন কোম্পানি থেকে প্রোডাক্ট কিনতে পারবেন, ঠিক তেমনই সেখানে তাদের রিভিউ দিতে পারবেন এবং রিওয়ার্ড পয়েন্ট অর্জন করতে পারবেন। এই রিওয়ার্ডের আবার বিভিন্ন রকমফের রয়েছে। যেমন, শুধুমাত্র মেম্বারদের জন্য কিছু প্রোডাক্ট লঞ্চ করা হবে। আবার এখান থেকে পাওয়া ভাউজারের মাধ্যমে সদস্যরা প্রোডাক্ট কিনতে পারবেন অথবা সংস্থার নির্দিষ্ট কিছু জুতো এবং জামা কাপড়ের ওপর স্পেশাল ডিসকাউন্ট পাবেন সদস্যরা।

Adidas অ্যাপটির ফিচারের কথা বললে, এতে পাওয়া যাবে অপ্ট- ইন ইনস্ট্যান্ট নোটিফিকেশন, যা গ্রাহকদের নয়া পারফরম্যান্স সম্পর্কে অবগত করবে। আশা করা যায়, ভবিষ্যতে ওয়েজি, পেরিফেরাল উইলিয়াম, লেগো এবং ডিজনির মতো জনপ্রিয় ব্র্যান্ডগুলির সঙ্গে Adidas -এর কোলাবরেশন প্রচারের অন্যতম মাধ্যম হয়ে উঠবে এই অ্যাপটি।