SearchGPT: গুগলের বুকে কাঁপুনি ধরিয়ে AI সার্চ ইঞ্জিন সার্চজিপিটি নিয়ে এল ওপেনএআই

গুগলের বুকে কাঁপুনি ধরিয়ে এবার সার্চ ইঞ্জিনের জগতে পা রাখল চ্যাটজিপিটি। এই এআই চ্যাটবটের নির্মাতা ওপেনএআই সার্চজিপিটি নামে একটি নতুন সার্চ ইঞ্জিন লঞ্চ করেছে, যা…

After Chatgpt Openai Unveils Searchgpt To Take On Google Search Heres How It Will Work

গুগলের বুকে কাঁপুনি ধরিয়ে এবার সার্চ ইঞ্জিনের জগতে পা রাখল চ্যাটজিপিটি। এই এআই চ্যাটবটের নির্মাতা ওপেনএআই সার্চজিপিটি নামে একটি নতুন সার্চ ইঞ্জিন লঞ্চ করেছে, যা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা পরিচালিত। একটি ব্লগ পোস্টে কোম্পানি জানিয়েছে, তারা নতুন সার্চ ফিচার্সের প্রোটোটাইপ পরীক্ষা করছে। “এটি তাদের এআই মডেলগুলির সাহায্যে ইন্টারনেট থেকে পাওয়া তথ্য একত্রিত করে দ্রুত ও প্রাসঙ্গিক উত্তর দিতে পারবে।”

এই মুহূর্তে, মতামত গ্রহণের জন্য সার্চজিপিটি ব্যবহারকারীদের একটি ছোট অংশ ও প্রকাশকদের কাছে উপলব্ধ হবে। নতুন সার্চ ইঞ্জিনটি নিয়ে ওপেনএআই’র বড় পরিকল্পনা রয়েছে। তাদের লক্ষ্য, চ্যাটজিপিটি’তে সরাসরি সার্চের ক্ষমতা যুক্ত করা। কোম্পানি জানিয়েছে, যদিও এই প্রোটোটাইপটি সাময়িক, আমরা ভবিষ্যতে এই বৈশিষ্ট্যগুলির মধ্যে সেরাটি সরাসরি চ্যাটজিপিটি’তে যুক্ত করার প্ল্যান করছি।

সার্চজিপিটি কীভাবে কাজ করবে

ওপেনএআই বলেছে, বর্তমানে প্রশ্নের জন্য প্রাসঙ্গিক উত্তর খোঁজার জন্য ব্যবহারকারীদের একাধিক বার সার্চ করতে হয়। তারা ওয়েব থেকে রিয়েল টাইম ইনফরমেশন নিয়ে এই অনুসন্ধান দ্রুত ও সহজ করতে নিজেদের এআই মডেলগুলির কথোপকথন ক্ষমতা বাড়াবে। সার্চজিপিটি ওয়েব থেকে আপ-টু-ডেট তথ্য সহ প্রশ্নের দ্রুত ও সরাসরি উত্তর দেবে এবং প্রাসঙ্গিক সূত্রের স্পষ্ট লিঙ্ক দেবে।। সার্চজিপিটি ওয়েব থেকে আপ-টু-ডেট তথ্য সহ প্রশ্নের দ্রুত ও সরাসরি উত্তর দেবে এবং প্রাসঙ্গিক সূত্রের স্পষ্ট লিঙ্ক দেবে।

ওপেনএআই বিভিন্ন প্রকাশকদের সাথে হাত মিলিয়েছে এবং তারা সার্চজিপিটি-তে কীভাবে উপস্থিত হবে তা পরিচালনা করার একটি উপায় দিচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, সার্চজিপিটি ওপেনএআই’র জেনারেটিভ এআই ফাউন্ডেশন মডেল ট্রেনিংয়ের থেকে আলাদা। আপনিও যদি সার্চজিপিটি ব্যবহার করতে চান, তাহলে ওয়েটলিস্টে সাইন আপ করতে পারেন। সকলের জন্য এটি কবে রোলআউট হবে তা স্পষ্ট নয়।