ভারতের পর টিকটক সহ চীনা অ্যাপ ব্যান করতে চলেছে আমেরিকা ও অস্ট্রেলিয়া

বিপদ যেনো পিছু ছাড়ছে না জনপ্রিয় ভিডিও মেকিং অ্যাপ Tiktok-র। এবার ভারতের দেখানো পথে হাঁটতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আপনারা সবাই জানেন, সম্প্রতি ভারত সরকার টিকটকসহ ৫৯টি চীনা অ্যাপ্লিকেশন ব্যান করেছে। সূত্রের খবর, যুক্তরাষ্ট্র টিকটকের মতো বিভিন্ন চীনা অ্যাপকে নিষিদ্ধ করার কথা বিবেচনা করছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, যুক্তরাষ্ট্র টিকটক সহ চীনা সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলি নিষিদ্ধ করার বিষয়ে ভাবছে।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারেও পম্পেও জানান, এই বিষয়টি নিয়ে তারা বিচার বিবেচনা করছেন।

এদিকে টিকটক সংস্থা জানিয়েছে কয়েক দিনের মধ্যেই তারা হংকংয়ের বাজার থেকে বেরিয়ে আসবে। ইতিমধ্যেই ফেসবুকসহ অন্যান্য বড় প্রযুক্তি সংস্থাগুলি ওই অঞ্চলের ইউজারদের তথ্য সরকারকে দিতে অস্বীকার করেছে। টিকটকের কাছে চীন সরকার, হংকংয়ের ইউজারদের তথ্য চাওয়াও টিকটক ওই অঞ্চলে ব্যবসা করবেনা বলে জানিয়ে দিয়েছে।

প্রসঙ্গত দেশের ইউজারদের ডেটা চীন সরকারের সাথে শেয়ার করে নেওয়ার আশঙ্কায় টিকটককে ব্যান করে ভারত সরকার। এই একই কারণ দেখাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও। তবে শুধু যুক্তরাষ্ট্রেই নয় অ্যাপটি বন্ধ হতে পারে অস্ট্রেলিয়াতেও। এই ঘটনাক্রম নিঃসন্দেহে চীনের জন্য বড়-সড় ধাক্কা হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *