Airtel গ্রাহকদের জন্য সুখবর, ৩৬০ টাকা কম খরচে সারাবছর ডেটা ও কলিংয়ের সুবিধা

বর্তমান ডিজিটাল যুগে প্রিপেইড রিচার্জ প্ল্যানগুলি এককথায় অপরিহার্য বললেও খুব ভুল বলা হবে না। জরুরী কাজের পাশাপাশি রোজকার অবসর সময় কাটাতে এই প্ল্যানগুলি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ইউজারদের সুবিধার্থে দেশের শীর্ষস্থানীয় টেলিকম কোম্পানিগুলি একাধিক বেনিফিট এবং ভ্যালিডিটিসহ রিচার্জ প্ল্যান অফার করে থাকে। তবে বারংবার রিচার্জের ঝামেলা থেকে মুক্ত হতে অনেকেই দীর্ঘমেয়াদী, অর্থাৎ সারা বছরের মেয়াদযুক্ত রিচার্জ প্ল্যানের সন্ধান করেন। এক রিচার্জেই সারাবছর নির্ভাবনায় কাটিয়ে দিতে এই ধরনের প্ল্যানগুলি নেহাত মন্দ নয়।

সেক্ষেত্রে আপনি যদি দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম অপারেটর এয়ারটেল (Airtel)-এর গ্রাহক হন, এবং সংস্থার কোনো দীর্ঘমেয়াদী প্ল্যানের সন্ধানে থাকেন, তাহলে আমাদের আজকের এই প্রতিবেদনটি শুধুমাত্র আপনারই জন্য। কারণ আজ এই প্রতিবেদনে আমরা আপনাদের দুটি দীর্ঘমেয়াদী এয়ারটেল প্রিপেইড প্ল্যানের কথা জানাতে চলেছি, যেগুলিতে এক বছরের ভ্যালিডিটির পাশাপাশি কল, ডেটা, এসএমএস, এবং অন্যান্য একাধিক সুবিধা মিলবে। এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টি হল, আমরা যে শুধু আপনাদেরকে এই দুটি রিচার্জ প্ল্যানের সন্ধান দেবো তাই নয়, সেইসাথে ৩৬০ টাকা সাশ্রয় করার একটি উপায়ের কথাও জানাবো। কীভাবে, চলুন জেনে নিই।

আসলে এয়ারটেল সম্প্রতি ভারতে তাদের ২,৯৯৯ টাকার রিচার্জ প্ল্যানটি আপগ্রেড করেছে। এটি এখন ৩,৩৫৯ টাকার প্ল্যানের মতো একই সুবিধা প্রদান করে। তবে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপারটি হল, সুবিধা একই থাকলেও এয়ারটেল কিন্তু এখনও ৩,৩৫৯ টাকার প্ল্যানটি বন্ধ বা পরিবর্তন করেনি। ২,৯৯৯ টাকা এবং ৩,৩৫৯ টাকার দুটি প্ল্যানই বর্তমানে এয়ারটেলের ওয়েবসাইট এবং অ্যাপে তালিকাভুক্ত করা রয়েছে। এই দুটি প্ল্যানের সুবিধা, ভ্যালিডিটি, এবং স্ট্যান্ডার্ড সার্ভিসে কোনো পার্থক্য নেই। ফলে দুটি প্ল্যানে যেহেতু একই সুবিধা উপলব্ধ, তাই আপনি অনায়াসেই ৩,৩৫৯ টাকার বদলে ২,৯৯৯ টাকার প্ল্যানটি রিচার্জ করিয়ে ৩৬০ টাকা সাশ্রয় করতে পারেন। তাহলে চলুন, এবার এই প্ল্যান দুটির সম্পর্কে একটু বিশদে জেনে নেওয়া যাক।

আগেই বলেছি যে, এয়ারটেলের ২,৯৯৯ টাকার এবং ৩,৩৫৯ টাকার রিচার্জ প্ল্যান দুটির মধ্যে ৩৬০ টাকার ফারাক থাকলেও প্ল্যানজোড়ায় উপলব্ধ সুবিধাগুলি কিন্তু একইরকম। এয়ারটেলের এই প্ল্যান দুটিতে ৩৬৫ দিনের মেয়াদে প্রতিদিন ২ জিবি করে ডেটা পাওয়া যায়। সেইসাথে যে-কোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন ১০০ টি করে এসএমএস করার সুযোগ মিলবে। উপরন্তু এক্সট্রা বেনিফিট হিসেবে, এই প্ল্যান দুটিতে রয়েছে ৩০ দিনের জন্য Amazon Prime Video Mobile Edition-এর ফ্রি ট্রায়াল, Disney+ Hotstar Mobile-এর ফ্রি সাবস্ক্রিপশন, FASTag-এ ১০০ টাকা ক্যাশব্যাক, ৩ মাসের জন্য Apollo 24/7 Circle-এর অ্যাক্সেস, Shaw Academy-র ফ্রি অনলাইন কোর্স, ফ্রি Hello Tunes, এবং Wynk Music-এর ফ্রি সাবস্ক্রিপশনের সুবিধা।