Oppo K10 ফোনের সাথে 23 মার্চ ভারতে আসছে Oppo Enco Air 2 ইয়ারফোন

আগামী ২৩ মার্চ ভারতের বাজারে পা রাখতে চলেছে বাজেট রেঞ্জের Oppo K10 স্মার্টফোন। তবে এখন সংস্থাটি নিশ্চিত করেছে যে, এই ফোনটির পাশাপাশি Oppo Enco Air 2 ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাডও ওইদিন ভারতে আসবে। উল্লেখ্য, গত জানুয়ারি মাসে দেশীয় বাজারে ইয়ারফোন লঞ্চ করেছিল টেক জায়ান্ট ওপ্পো। এটি ওপ্পো এনকো এয়ার ইয়ারফোনের উত্তরসূরী। নতুন ইয়ারফোনটি ট্রান্সলুসেন্ট জেলি লাইক কেস সমেত আসছে এবং এটি অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন ফিচার সাপোর্ট করবে। সংস্থার দাবি, একবার চার্জে এটি ২৪ ঘন্টা পর্যন্ত প্লেব্যাক টাইম অফার করতে সক্ষম। চলুন Oppo Enco Air 2 ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাড সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।

Oppo Enco Air 2 ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাডের ফিচার ও স্পেসিফিকেশন

চীনে আগেই লঞ্চ হওয়ার সুবাদে ওপ্পো এনকো এয়ার ২ ইয়ারবাডের ফিচার আমাদের জানা। সেক্ষেত্রে, থামবিং বেস উৎপন্ন করার জন্য থাকবে ১৩.৪ এমএম কম্পোজিট টাইটানাইজ ডায়াফ্রাম ড্রাইভার। এটি অ্যান্ড্রয়েড এবং অ্যাপেল আইফোন, উভয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। শুধু তাই নয়, দ্রুত কানেক্টিভিটির জন্য এতে ব্যবহার করা হয়েছে ব্লুটুথ ভি ৫.২ ভার্সন। সাথে রয়েছে ৯৪ ডেসিবেল লো ল্যাটেন্সি সরবরাহকারী গেম মোড।

তদুপরি, আসন্ন ওপ্পো এনকো এয়ার ২ ইয়ারফোনটির ফ্রিকোয়েন্সি রেসপন্স রেঞ্জ ২০ থেকে ২০,০০০ হার্টজ এবং এটি এএসি এবং এসবিসি ব্লুটুথ কোডেক সাপোর্ট সহ এসেছে।

অন্যদিকে, সহজেই কল রিসিভ, রিজেক্ট, মিউজিক প্লে, পজ করার জন্য এতে টাচ প্যানেল উপলব্ধ। উপরন্তু, এতে থাকছে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন ফিচার যা ক্রিস্টাল ক্লিয়ার শব্দ সরবরাহ করতে সক্ষম। সংস্থাটি দাবি করেছে, একক চার্জে এর প্রত্যেকটি ইয়ারবাড একটানা ৪ ঘন্টা পর্যন্ত প্লেব্যাক টাইম অফার করতে সক্ষম।

পরিশেষে জানিয়ে রাখি, Oppo Enco Air 2 ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাড ইউএসবি টাইপ সি পোর্টের মাধ্যমে মাত্র দু ঘন্টায় পুরোপুরি চার্জ হয়ে যাবে।