রোজ 3GB ডেটা সহ OTT বেনিফিট, Airtel-এর এই দুটি জনপ্রিয় রিচার্জ প্ল্যান আপনার পছন্দ হবে

এখনকার ডিজিটাল যুগে দৈনন্দিন জীবনে অন্ন, বস্ত্র, বাসস্থানের মতোই অপরিহার্য হয়ে উঠেছে ইন্টারনেট। সাম্প্রতিকালে করোনা পরিস্থিতির দরুন ওয়ার্ক ফ্রম হোম ও অনলাইন পঠনপাঠন, এবং সেইসাথে অবসর সময়ে OTT প্ল্যাটফর্মে আনাগোনা করার জন্য দেশের একাংশ মানুষ এখন এই অন্তর্জালের মায়ায় সারাদিনই আচ্ছন্ন থাকছেন। এর ফলে মোবাইলে ডেটার চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং টেলিকম অপারেটররাও গ্রাহকদের প্রয়োজনের উপযুক্ত বিভিন্ন রিচার্জ প্ল্যান সরবরাহ করে চলেছে, যাতে ভয়েস কল, ডেটা, এসএমএস-এর পাশাপাশি OTT (ওটিটি) প্ল্যাটফর্মের বেনিফিটও উপলব্ধ।

সেক্ষেত্রে আপনি যদি Airtel (এয়ারটেল)-এর গ্রাহক হন, এবং এমন কোনো রিচার্জ প্ল্যানের সন্ধানে থাকেন, যাতে দৈনিক ৩ জিবি ডেটার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মের বেনিফিটও মিলবে, তাহলে আমাদের আজকের এই প্রতিবেদনটি শুধুমাত্র আপনারই জন্য! কারণ এখানে আমরা Airtel-এর ১,০০০ টাকার কমে উপলব্ধ এমন দুটি প্ল্যানের কথা জানাতে চলেছি, যেগুলিতে দৈনিক ৩ জিবি ডেটা, ওটিটি প্ল্যাটফর্ম অ্যাক্সেসের পাশাপাশি আরও একাধিক সুবিধা মিলবে। তাহলে চলুন, প্ল্যান দুটির সম্পর্কে একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Airtel-এর ৫৯৯ টাকার প্রিপেইড প্ল্যান

এয়ারটেলের ৫৯৯ টাকার প্রিপেইড প্ল্যানে Disney+ Hotstar Mobile-এর ১ বছরের ফ্রি সাবস্ক্রিপশন এবং Amazon Mobile Edition-এর ৩০ দিনের ফ্রি ট্রায়ালের সুবিধা দেওয়া হয়েছে। এর পাশাপাশি এই প্ল্যানটিতে ২৮ দিনের মেয়াদে আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন ১০০ টি এসএমএস, এবং দৈনিক ৩ জিবি করে ডেটা পাওয়া যাবে। এছাড়া Apollo 24/7 Circle, Shaw Academy-র ফ্রি অনলাইন কোর্স, FASTag-এ ১০০ টাকা ক্যাশব্যাক, Free Hellotunes এবং Wynk Music-এর অ্যাক্সেসের সুবিধাও এই প্ল্যানের অন্তর্ভুক্ত।

Airtel-এর ৬৯৯ টাকার প্রিপেইড প্ল্যান

এয়ারটেলের ৬৯৯ টাকার প্রিপেইড প্ল্যানে ৫৬ দিনের জন্য Amazon Prime মেম্বারশিপের সুবিধা দেওয়া হয়েছে। এই প্ল্যানটির মেয়াদ ৫৬ দিন এবং এতে প্রতিদিন ১০০ টি এসএমএস, আনলিমিটেড ভয়েস কলিং সহ দৈনিক ৩ জিবি করে ডেটা পাওয়া যাবে। এছাড়া, এই প্ল্যানটির অ্যাডিশনাল বেনিফিটগুলির মধ্যে রয়েছে Apollo 24/7 Circle, Shaw Academy-র ফ্রি অনলাইন কোর্স, FASTag-এ ১০০ টাকা ক্যাশব্যাক, Free Hellotunes, এবং Wynk Music-এর অ্যাক্সেস।