Airtel গ্রাহকদের জন্য খারাপ খবর, বন্ধ হল ১০০ টাকার কমের জনপ্রিয় আনলিমিটেড প্ল্যান

কে বেশি অফার বা উন্নত পরিষেবা দেবে – সেই নিয়ে ভারতের প্রাইভেট টেলিকম সংস্থাগুলির মধ্যে প্রতিযোগিতার শেষ নেই! ফলত, প্রায় প্রতিদিনই Reliance Jio, Airtel এবং…

কে বেশি অফার বা উন্নত পরিষেবা দেবে – সেই নিয়ে ভারতের প্রাইভেট টেলিকম সংস্থাগুলির মধ্যে প্রতিযোগিতার শেষ নেই! ফলত, প্রায় প্রতিদিনই Reliance Jio, Airtel এবং Vi (Vodafone-Idea)-র মত জনপ্রিয় টেলকোগুলির রিচার্জ সংক্রান্ত নতুন অফার বা সুবিধার কথা আমাদের সামনে আসে। সেক্ষেত্রে এবার, এই চলতি স্রোতের বিপরীতে হেঁটে বেশ বড় একটি পদক্ষেপ নিয়ে বসলো Airtel। রিপোর্ট অনুযায়ী, দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম কোম্পানিটি চুপিসাড়ে নির্বাচিত সার্কেলে তার ৯৯ টাকার প্রিপেড প্ল্যানটি বন্ধ করে দিয়েছে। ফলে গ্রাহকরা এখন আর ১০০ টাকার নিচে আনলিমিটেড প্ল্যান উপভোগ করতে পারবেন না, কারণ এখন সংস্থার এন্ট্রি-লেভেল আনলিমিটেড প্ল্যানের দাম শুরু হবে ১২৯ টাকা থেকে।

জানিয়ে রাখি, গত বছর অর্থাৎ ২০২০ সালের মে মাসে এই ৯৯ টাকার ট্রুলি আনলিমিটেড প্রিপেড প্ল্যানটি চালু করেছিল Airtel, যা প্রথমে পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং রাজস্থানের মত কয়েকটি নির্বাচিত অঞ্চলের জন্য উপলব্ধ ছিল। পরে বিহার, ঝাড়খন্ড এবং ওড়িশা সার্কেলের গ্রাহকদেরও এই প্রিপেড প্ল্যানটি ব্যবহারের সুযোগ দেয় সংস্থাটি।

কী সুবিধা ছিল এই ৯৯ টাকার প্রিপেড প্ল্যানে?

Airtel-এর এই ১০০ টাকার চেয়ে কম দামের প্ল্যানটি ১৮ দিনের মেয়াদে ১ জিবি হাই-স্পিড ডেটা, ১০০টি এসএমএস এবং যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধা সরবরাহ করত। তাছাড়াও এটি অতিরিক্ত বেনিফিট হিসাবে বিনামূল্যে হ্যালো টিউন সেট করার সুবিধা এবং Wynk Music বা Airtel Xstream অ্যাপের সাবস্ক্রিপশন দিত।

প্রসঙ্গত, Airtel-এর বর্তমান এন্ট্রি-লেভেল আনলিমিটেড প্ল্যানটি অর্থাৎ ১২৯ টাকার প্ল্যানটিও গত বছর চালু হয়েছিল। এটি প্রাথমিকভাবে গুজরাট, হরিয়ানা, কেরালা, মহারাষ্ট্র এবং গোয়া এবং উত্তরপ্রদেশ পশ্চিম এবং উত্তরাখণ্ডের মধ্যে সীমাবদ্ধ ছিল। তবে পরে প্ল্যানটিকে দিল্লি এনসিআর, আসাম, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, মুম্বই, ওড়িশা এবং উত্তর পূর্বাঞ্চলের জন্য প্রসারিত করা হয়। বেনিফিটের কথা বললে, এই প্ল্যানটি ১ জিবি হাই-স্পিড ডেটা, ৩০০টি এসএমএস এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা দেয়; এটির বৈধতা ২৪ দিন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন