বর্ষশেষে ধামাকা, 108MP ক্যামেরা ও দুর্ধর্ষ প্রসেসরের সঙ্গে লঞ্চ হল Honor X50 Pro

চলতি বছরে তাদের শেষ স্মার্টফোন নিয়ে হাজির হল অনর। সংস্থার তরফে আজ চুপিসারে X50 Pro নামে একটি সুন্দর মডেল লঞ্চের ঘোষণা করা হয়েছে। তবে ঢাকঢোল না পিটিয়েই ফোনটি রিলিজ করেছে তারা। যার অন্যতম কারণ অনলাইনের বদলে অফলাইনে এটি বিক্রির লক্ষ্য। হ্যান্ডসেটটি ওলেড (OLED) ডিসপ্লে, Qualcomm Snapdragon 8+ Gen 1 প্রসেসর, ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং বিশাল ৫,৮০০ এমএএইচ ব্যাটারির মতো ফিচার অফার করে। আসুন তাহলে Honor X50 Pro-এর স্পেসিফিকেশন, ফিচার এবং দাম সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Honor X50 Pro-এর স্পেসিফিকেশন

অনর এক্স৫০ প্রো-তে ১.৫কে রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭৮ ইঞ্চির কার্ভড ওলেড (OLED) ডিসপ্লে রয়েছে। এই ১০-বিট স্ক্রিনটি ১৯২০ হার্টজ পিডাব্লিউএম ডিমিং সাপোর্ট করে ও নিরাপত্তার জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। অনর এক্স৫০ প্রো-তে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ২ প্রসেসরের আন্ডারক্লকড ভার্সন ব্যবহার করা হয়েছে। ফোনের তাপ নিয়ন্ত্রণে রাখার জন্য, কোম্পানি একটি ৫,১০০ বর্গ মিলিমিটারের ভেপার কুলিং সিস্টেমও যুক্ত করেছে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৩-এর ওপর ভিত্তিক ম্যাজিক ওএস ৭.২ (Magic OS 7.2) কাস্টম স্কিনে রান করে।

ফটোগ্রাফির জন্য, অনর এক্স৫০ প্রো-এর রিয়ার প্যানেলে বৃত্তাকার ক্যামেরা মডিউলটিতে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স উপস্থিত রয়েছে৷ আর সেলফির জন্য, ফোনের সামনে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা অবস্থান করছে। পাওয়ার ব্যাকআপের জন্য, অনর এক্স৫০ প্রো-এ ৫,৮০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ৩৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে৷ এছাড়াও, ফোনটিতে নিয়ার ফিল্ড কমিউনিকেশন (NFC), ব্লুটুথ ৫.২ এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট মিলবে।

Honor X50 Pro-এর দাম

Honor X50 Pro স্মার্টফোনটি শুধু ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে চীনে লঞ্চ হয়েছে, যার দাম ২,৭৯৯ ইউয়ান (প্রায় ৩৩,০০০ টাকা)। ফোনটি গ্রীন এবং ব্ল্যাক এই দুই কালার অপশনে বেছে নেওয়া যাবে। এটি গ্লোবাল মার্কেটে আসবে কিনা, তা এখনও নিশ্চিত করেনি অনর।