Airtel গ্রাহকদের জন্য বড় সুখবর, বিনামূল্যে পাবেন Netflix দেখার সুযোগ

মোবাইল বিল পরিশোধ, ওটিটি সাবস্ক্রিপশন ফী সহ অন্যান্য পরিষেবা উপভোগ করতে গিয়ে প্রায় প্রতি মাসেই পকেটে চাপ পড়ে। তবে টাকা সাশ্রয় করতে গিয়ে মোবাইল রিচার্জ করা তো আর বন্ধ করা যায় না। এর পরিবর্তে ওভার-দ্য-টপ বা ওটিটি পরিষেবার বিনোদন ত্যাগ করে থাকেন অনেকেই। তবে, এখন আর মাসিক বাজেট বজায় রাখতে এমনটা করার কোনো প্রয়োজন নেই। কারণ, ভারতের প্রথমসারির নেটওয়ার্ক প্রদানকারী সংস্থা এয়ারটেল (Airtel) গ্রাহক-বেসের জন্য এমন একটি অফার নিয়ে এসেছে, যা টেলিকম পরিষেবার পাশাপাশি বিনামূল্যে বিনোদনও প্রদান করবে। আসলে ব্যাপারটা হল, এয়ারটেল এখন তাদের কয়েকটি পোস্টপেইড প্ল্যানের সাথে নেটফ্লিক্স (Netflix) দেখার সুবিধা দিচ্ছে। যার দরুন, টেলিকম সংস্থাটির পোস্টপেইড গ্রাহকেরা এখন কোনো অতিরিক্ত খরচ ছাড়াই নেটফ্লিক্স এর কনটেন্ট উপভোগ করতে পারবেন।

নির্বাচিত কিছু পোস্টপেইড প্ল্যানের সাথে বিনামূল্যের নেটফ্লিক্স সাবস্ক্রিপশন অফার করছে Airtel

এয়ারটেলের ঘোষণা অনুসারে, ১,১৯৯ টাকা এবং ১,৫৯৯ টাকা দামের মোট দুটি পোস্টপেইড ফ্যামিলি প্ল্যানের সাথে নেটফ্লিক্সের পরিষেবা সম্পূর্ণ নিখরচায় দেওয়া হবে। এক্ষেত্রে, অন্যান্য পোস্টপেইড প্ল্যানের গ্রাহকেরা উপরি-উল্লেখিত যেকোনো একটি পছন্দসই প্ল্যানে নিজেদের আপগ্রেড করতে পারবেন। এক্ষেত্রে, আপনারা ১,১৯৯ টাকা দামের রিচার্জ প্যাকের সাথে নেটফ্লিক্সের বেসিক প্ল্যান অ্যাক্সেস করতে পারবেন। আর, ১,৫৯৯ টাকা ফ্যামিলি প্যাকের অধীনে ওটিটি অ্যাপটির স্ট্যান্ডার্ড প্ল্যান অ্যাক্সেস করা যাবে।

১,৫৯৯ টাকার এয়ারটেল পোস্টপেইড প্ল্যান: এই প্ল্যানের অধীনে, ফ্রি নেটফ্লিক্স পরিষেবা বাদে, অ্যামাজন প্রাইম, ডিজনি+হটস্টার, এয়ারটেল এক্সস্ট্রিম অ্যাপের বিনামূল্যের সাবস্ক্রিপশনও অফার করা হবে। সাথে, ৫০০ জিবি পর্যন্ত ডেটা রোলওভার, আনলিমিটেড লোকাল, STD এবং রোমিং কলের সুবিধা পাওয়া যাবে। আর, হ্যান্ডসেট প্রোটেকশন সহ বিনামূল্যে অ্যাড-অন কানেকশনও প্রদান করা হবে।

১,১৯৯ টাকার এয়ারটেল পোস্টপেইড প্ল্যান: এয়ারটেলের ৯৯৯ টাকার পোস্টপেইড প্ল্যানটির দাম এখন ১,১৯৯ টাকা হয়েছে। এই প্ল্যানে, প্রতিদিন ১৫০ জিবি ডেটা রোলওভার, ১০০টি এসএমএস এবং আনলিমিটেড লোকাল, STD কলিং অফার করা হবে। আর, অতিরিক্ত বেনিফিট হিসাবে, নেটফ্লিক্স সাবস্ক্রিপশন ছাড়াও, ডিজনি+হটস্টার, অ্যামাজন প্রাইম, এয়ারটেল এক্সস্ট্রিম অ্যাপের সাবস্ক্রিপশন সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে এই প্রিপেইড প্ল্যানে। আর পূর্ববর্তী রিচার্জ প্যাকের ন্যায় এতেও হ্যান্ডসেট প্রোটেকশন সহ বিনামূল্যে অ্যাড-অন কানেকশনও প্রদান করা হবে।

এই বিষয়ে স্ট্রিমিং জায়ান্টটির বলেছে, “আপনার রুচি বা মেজাজ যেরূপই হোক না কেন – একা অথবা বন্ধুবান্ধব এবং সপরিবার যার সাথেই বিনোদনমূলক কনটেন্ট উপভোগ করেন না কেন – এয়ারটেলের রিচার্জ প্ল্যানের সাথে একত্রিত নেটফ্লিক্স বান্ডিল প্যাককে এমন ভাবে ভেবেচিন্তে তৈরি করা হয়েছে, যাতে আপনি এবং আপনার পরিবার সারা বিশ্বের সবচেয়ে বিনোদনমূলক কনটেন্টগুলি খুঁজে পেতে এবং উপভোগ করতে পারেন৷ মাধুরী দীক্ষিতের ‘দ্য ফেম গেম’ থ্রিলার সিরিজ থেকে শুরু করে, মালায়লাম সিনেমার প্রথম সুপারহিরো মিনাল মুরালির চলচ্চিত্র, ‘বাধাই দো’, ’83’ এবং ‘সূর্যবংশী’ এমনকি ‘স্কুইড গেম’, ‘মানি হেইস্ট’ এবং ‘দ্য অ্যাডাম প্রজেক্ট’ সহ আরও অনেক ব্লকবাস্টার মুভি দেখতে পারবেন। কারণ, নেটফ্লিক্স ইজ ফর অল।”

Airtel পোস্টপেইড প্ল্যানে এই ভাবে অ্যাক্টিভ করুন নেটফ্লিক্স

১. আপনি যদি একজন নতুন পোস্টপেইড গ্রাহক হন, তাহলে আপনাকে প্রথমেই চলে যেতে হবে এয়ারটেলের অফিসিয়াল ওয়েবসাইট (www.airtel.in) বা ‘ Airtel Thanks’ অ্যাপে। এখান থেকে নেটফ্লিক্স বান্ডেল প্ল্যান সহ এয়ারটেলের দুটি পোস্টপেইড প্যাক দেখতে পাবেন। এর মধ্যে একটি প্যাককে নির্বাচন করুন বা পুরোনো প্ল্যানকে আপগ্রেড করুন।

২. আপনি যে প্ল্যানটি কিনতে চান সেটি নির্বাচন করার পর, প্ল্যানটি সক্রিয় হয়ে যাবে। এবার, আপনার নিবন্ধিত বা রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি অ্যাক্টিভেশন এসএমএস আসবে। জানিয়ে রাখি, প্ল্যান আপগ্রেড করার ক্ষেত্রেও এটি প্রযোজ্য।

৩. এরপর, নেটফ্লিক্স অ্যাকাউন্ট সক্রিয় করতে আপনাকে এসএমএস -এ থাকা লিঙ্কে ট্যাপ করতে হবে।

৪. পরিশেষে, নেটফ্লিক্স অ্যাকাউন্ট সক্রিয় করার পরে, আপনাকে ‘Airtel Thanks’ অ্যাপের ‘Discover Thanks Benefi’ পেজে চলে যেতে হবে। এবার, পেজের নিচে স্ক্রোল করুন এবং ‘Enjoy your rewards’ সেকশনে থাকা ‘Netflix’ বিকল্পে ট্যাপ করুন। এখন, নেটফ্লিক্স প্রোডাক্ট ডেসক্রিপশন পেজের ‘Claim’ অপশন নির্বাচন করুন এবং ‘Proceed’ করুন। সক্রিয়করণ বা অ্যাক্টিভিশন প্রক্রিয়া সম্পন্ন করতে গ্রাহককে নেটফ্লিক্সের ওয়েবসাইটে রি-ডিরেক্ট করা হবে।

Subheccha Das Poddar

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

3 hours ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

3 hours ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

4 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

6 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

6 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

6 hours ago