Vivo X70 Pro+ আগামী মাসেই Mi 11 Ultra-র মতো ডিজাইন সহ আসছে, দেখা গেল Google Play Console-এ

শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল না হলে সামনের মাসে আত্মপ্রকাশ ঘটছে Vivo X70 সিরিজের স্মার্টফোনের। পরিষ্কার করে বললে, সেপ্টেম্বরেই Vivo X70, X70 Pro, ও X70 Pro+ ফোন তিনটি লঞ্চ হতে পারে। গত কয়েক সপ্তাহ ধরে এই সিরিজের আসন্ন ফোনগুলি সম্পর্কে নানা তথ্যের আগমন হচ্ছে। কখনও বেঞ্চমার্ক প্ল্যাটফর্ম, কখনও সার্টিফিকেশন সাইট, বা কখনও টিপস্টারদের থেকে মিলছে বিভিন্ন তথ্য৷ এবার গুগল প্লে কনসোলে লিস্টেড হওয়ার ফলে Vivo X70 Pro+ -এর প্রধান স্পেসিফিকেশনগুলি সামনে এল।

Vivo X70 Pro+ কে দেখা গেল Google Play Console-এ

গুগল প্লে কনসোলের লিস্টিং অনুযায়ী, Vivo X70 Pro+ স্মার্টফোনে দেওয়া হবে ২৪০০x১০৮০ পিক্সেলের ফুল-এইচডি প্লাস ডিসপ্লে। স্ক্রিন হবে কার্ভড এবং ফ্রন্ট-ফেসিং ক্যামেরার জন্য উপরের দিকে থাকবে পাঞ্চ-হোল কাটআউট। সব মিলিয়ে ফোনটি Mi 11 Ultra-র মতো ডিজাইন সহ আসবে।

ভিভো এক্স৭০ প্রো প্লাস -এর ভেতরে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ সিরিজের প্রসেসর ব্যবহার করা হবে। এটি স্ট্যান্ডার্ড স্ন্যাপড্রাগন ৮৮৮ নাকি নতুন লঞ্চ হওয়া স্ন্যাপড্রাগন ৮৮৮ প্লাস, এখন সেটাই দেখার। লিস্টিং থেকে আরও জানা গিয়েছে যে অ্যাড্রিনো ৬৬০ জিপিইউ-সহ আসবে ভিভো এক্স৭০ প্রো প্লাস। আবার এখানে ফোনটিকে ৮ জিবি র‌্যাম সহ দেখা গেছে। তবে ডিভাইসটি ১২ জিবি মেমরি ভ্যারিয়েন্টেও উপলব্ধ হবে বলে আশা করা যায়।

ভিভো এক্স৭০ প্রো প্লাস ৪,৫০০ এমএএইচ ব্যাটারি-সহ আসতে পারে। এটি ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। প্রসঙ্গত, যেহেতু ক্রিকেটের মহোৎসব আইপিএল-এর প্রাইমারি স্পনসর ভিভো, তাই আইপিএল শুরু (১৯ সেপ্টেম্বর) হওয়ার সময় ভিভো এক্স ৭০ প্রো প্লাস-সহ, ভিভো এক্স৭০ ও ভিভো এক্স৭০ অফিসিয়ালি লঞ্চ হয়ে যাবে বলে মত টেকমহলের।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন