Best Value Plan: ৮৪ দিনের মেয়াদে রিচার্জ করুন Jio, Airtel এবং Vi-এর এই প্রিপেইড প্ল্যানগুলি

এখন বেশিরভাগ প্রিপেইড ইউজারই পয়সা উশুল করা প্ল্যান খোঁজে। আবার অনেকের পছন্দের তালিকায় থাকে ত্রৈমাসিক প্ল্যানগুলি। কারণ এগুলি নির্দিষ্ট সময়ের জন্য ডেটা এবং কলিং সুবিধা নিশ্চিত করে৷ বর্তমানে ভারতীয় টেলিকম কোম্পানির ক্ষেত্রে সবচেয়ে সাধারণ প্ল্যানগুলির মধ্যে একটি হল ৮৪ দিনের বৈধতাযুক্ত প্রিপেইড প্ল্যান৷ সেক্ষেত্রে আপনি যদি এই জাতীয় কোনো প্ল্যানের সন্ধান করে থাকেন, তবে আজকের প্রতিবেদনে আমরা Reliance Jio (রিলায়েন্স জিও), Bharti Airtel (ভারতী এয়ারটেল) এবং Vi বা Vodafone Idea (ভোডাফোন আইডিয়া) প্রদত্ত ৮৪ দিনের বৈধতাসহ সমস্ত প্রিপেইড প্ল্যানের কথা বলব, যাতে আপনার রিচার্জের সিদ্ধান্ত নেওয়া সহজ হয়ে যাবে।

Jio-র ৮৪ দিন মেয়াদী প্রিপেইড প্ল্যান

ভারতের শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর দ্বারা প্রস্তাবিত তালিকার প্রথম প্ল্যান হল প্রতিদিন ১.৫ জিবি ডেটা অফারকারী প্ল্যান যার দাম ৬৬৬ টাকা। এটি উক্ত ডেটা বেনিফিট ছাড়া আনলিমিটেড ভয়েস কল এবং ১০০টি এসএমএস/রোজ ব্যবহার করতে দেয়। সাথে থাকে Jio Cinema, Jio TV ইত্যাদি অ্যাপ্লিকেশনের ফ্রি অ্যাক্সেস৷ জিওর ২ জিবি ডেইলি ডেটা প্ল্যানটির দাম ৭১৯ টাকা যা আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০টি করে এসএমএসের সুবিধা দেয়। এটিও নির্বাচিত জিও অ্যাপ ফ্রি-তে অ্যাক্সেস করতে দেয়।

উল্লেখ্য, সংস্থার ১,০৬৬ টাকার প্ল্যানের সুবিধা ৭১৯ টাকার প্ল্যানের অনুরূপ। তবে অতিরিক্ত বলতে এটি ডিজনি+হটস্টার ওটিটি বেনিফিট এবং অ্যাডিশনাল ৫ জিবি ডেটা সরবরাহ করে। অন্যদিকে টেলকো ১,১৯৯ টাকার প্ল্যান অফার করে যা একই বৈধতায় প্রতিদিন ৩ জিবি করলো ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন ১০০টি এসএমএসের পাশাপাশি কিছু জিও অ্যাপ্লিকেশনের অ্যাক্সেস দেয়।

Airtel-এর ৮৪ দিন মেয়াদী প্রিপেইড প্ল্যান

এক্ষেত্রে সংস্থার পোর্টফোলিও শুরু হয় ৭১৯ টাকার একটি প্ল্যান দিয়ে যা ১.৫ জিবি ডেইলি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং রোজ ১০০টি এসএমএস অফার করে। এছাড়া এতে থাকে উইঙ্ক মিউজিকের অ্যাক্সেস এবং অ্যামাজন প্রাইম ভিডিও মোবাইল এডিশনের ফ্রি ট্রায়ালের সুবিধা। এরপর আসে এয়ারটেলের ২ জিবি/দিন প্রিপেইড প্ল্যানের প্রসঙ্গ যার দাম ৮৩৯ টাকা। এটিও আনলিমিটেড কল, ১০০টি এসএমএসের সাথে অ্যামাজন প্রাইম ভিডিও মোবাইল এডিশনের ফ্রি ট্রায়াল সরবরাহ করে। তবে এই দুটি ছাড়াও এয়ারটেল তুলনামূলক সস্তা একটি প্ল্যান অফার করে যার দাম ৪৫৫ টাকা। সেক্ষেত্রে বলি এই প্ল্যান আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০টি করে এসএমএস অফার করলেও দৈনিক ডেটা অফার করে না। বরঞ্চ এতে মোট ৬ জিবি ডেটা পাওয়া যায়। যদিও এতে উইঙ্ক মিউজিকের অ্যাক্সেস এবং অ্যামাজন প্রাইম ভিডিও মোবাইল এডিশনের ফ্রি ট্রায়ালের সুবিধা উপলব্ধ।

Vodafone Idea-র ৮৪ দিন মেয়াদী প্রিপেইড প্ল্যান

ভোডাফোন আইডিয়া অনেকটাই এয়ারটেলের মত প্ল্যান অফার করে। এই সংস্থারও ৭১৯ টাকা মূল্যের প্রিপেইড প্ল্যান রয়েছে যাতে দৈনিক ১.৫ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং ১০০টি এসএমএস/প্রতিদিন পাওয়া যায়। এরপর আসে ৮৩৯ টাকার প্ল্যান যা রোজ ২ জিবি ডেটা প্রদান করে, এর সাথে থাকে আনলিমিটেড কল এবং ১০০টি করে এসএমএসের সুবিধা। প্রসঙ্গত, এয়ারটেলের মতই ভিআই-এরও একটি সস্তা প্ল্যান রয়েছে যার সুবিধা এয়ারটেলের ৪৫৫ টাকার প্ল্যানের অনুরূপ তবে এর দাম ৪৫৯ টাকা।

এদিকে সংস্থার উল্লিখিত প্ল্যানগুলির সাথে কিছু বাড়তি সুবিধা যেমন বিঞ্জ অল নাইট, উইকেন্ড রোল ওভার, ২ জিবি পর্যন্ত অতিরিক্ত ব্যাকআপ ডেটা এবং Vi Movies & TV-র অ্যাক্সেস পাওয়া যায়।

Tech Gup অ্যাপ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন