Huawei Nova 9, Nova 9 Pro পিছনে চারটি ক্যামেরা‌ সহ লঞ্চ হল, রয়েছে দুর্দান্ত ডিসপ্লে ও শক্তিশালী ব্যাটারি

চীনা টেক ব্র্যান্ড Huawei সম্প্রতি তাদের ঘরেলু বাজারে Huawei Nova 9 এবং Nova 9 Pro নামের দুটি নতুন মিড-রেঞ্জ স্মার্টফোন লঞ্চ করলো। সদ্য আগত স্মার্টফোনগুলির ফিচারে বিশেষ কোনো রকমফের দেখা যাবে না। Nova 9 সিরিজের এই হ্যান্ডসেট দুটিতে পাওয়া যাবে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি চিপসেট, কোয়াড-রিয়ার ক্যামেরা সেটআপ, ১২০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত OLED ডিসপ্লে। তবে পার্থক্যের কথা যদি বলি, Huawei Nova 9 মডেলে একটি সেলফি ক্যামেরা এবং ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। যেখানে, Huawei Nova 9 Pro, ডুয়েল সেলফি ক্যামেরা এবং ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ এসেছে। আসুন Huawei Nova 9 এবং Nova 9 Pro এর দাম ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Huawei Nova 9, Nova 9 Pro দাম

হুয়াওয়ে নোভা ৯ স্মার্টফোন দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে লঞ্চ হয়েছে। যার মধ্যে, ৮ জিবি + ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম ২,৬৯৯ ইউয়ান বা প্রায় ৩০,৮০০ টাকা এবং ৮ জিবি + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২,৯৯৯ ইউয়ান বা প্রায় ৩৪,২০০ টাকা।

অন্যদিকে, হুয়াওয়ে নোভা ৯ প্রো স্মার্টফোনটিও দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। এটির ৮ জিবি + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট এবং ৮ জিবি + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে, ৩,৪৯৯ ইউয়ান (প্রায় ৪০,০০০ টাকা) ও ৩,৮৯৯ ইউয়ান (প্রায় ৪৪,৫০০ টাকা) ধার্য করা হয়েছে। দুটি স্মার্টফোনই ব্ল্যাক, ব্লু, গ্রীন এবং পার্পেল কালারে উপলব্ধ। বিশ্ব বাজারে ফোনগুলি কবে আসবে তা এখনও জানা যায়নি।

Huawei Nova 9 স্পেসিফিকেশন

হুয়াওয়ে নোভা ৯ স্মার্টফোনে, একটি ৬.৫৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৩৪০ পিক্সেল) OLED ডিসপ্লে আছে। কার্ভড এজ ডিজাইনের এই ডিসপ্লে, ১৯.৫:৯ এসপেক্ট রেশিও, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৩০০ হার্টজ টাচ-স্যাম্পলিং রেট সহ এসেছে। হুয়াওয়ের এই ফোনে থাকছে, আড্রিনো ৬৪২এল জিপিইউ সহ অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর। এটি সংস্থার নিজস্ব অপারেটিং সিস্টেম হারমোনিওএস (HarmonyOS) দ্বারা চালিত হবে। এতে, ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি / ২৫৬ জিবি অনবোর্ড স্টোরেজ পাওয়া যাবে।

হুয়াওয়ে নোভা ৯ ফোনের ব্যাক প্যানেলে থাকা ক্যামেরা মডিউলে LED ফ্ল্যাশ লাইট সমেত চারটি সেন্সর দেখা যাবে। এগুলি হলো, ৫০ মেগাপিক্সেল (অ্যাপারচার : এফ/১.৯) প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড শুটার, ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। একই সাথে, সেলফি বা ভিডিও চ্যাটিংয়ের জন্য ৩২ মেগাপিক্সেলের (অ্যাপারচার : এফ/২.০) একটি ফ্রন্ট-ফেসিং সেন্সর দেওয়া হয়েছে।

Huawei Nova 9 ফোনের কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল থাকছে, ৪জি LTE, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ভি৫.২, জিপিএস / এ-জিপিএস, এনএফসি, ডুয়েল ন্যানো সিম, এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট। আবার পাওয়া যাবে অ্যাক্সেলেরোমিটার, আম্বিয়েন্ট লাইট, জাইরোস্কোপ, ম্যাগনেটোমিটার, প্রক্সিমিটি এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। অন্যান্য ফিচারের কথা বললে, মাল্টি-ক্যামেরা শুটিং, ক্রস-ডিভাইস ফাইল ম্যানেজমেন্ট এবং হুয়াওয়ের স্মার্টওয়াচ বা ট্যাবলেটের সাথে হ্যান্ডসেটকে কানেক্ট করার জন্যই উন্নত কানেক্টিভিটি ফিচার প্রি-লোডেড থাকবে এই নয়া ফোনে।

Huawei Nova 9 ফোনে আছে ৪,৩০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি, যা ৬৬ ওয়াট সুপার ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এই ফোনের পরিমাপ ১৬০x৭৩.৭x৭.৭৭ মিমি এবং ওজন ১৭৫ গ্রাম।

Huawei Nova 9 Pro স্পেসিফিকেশন

হুয়াওয়ে নোভা ৯ প্রো স্মার্টফোনে তুলনামূলক বড় ডিসপ্লে দেখা যাবে। এতে, ৬.৭২ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,২৩৬x২,৬৭৬ পিক্সেল) OLED ডিসপ্লে আছে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ২০ হার্টজ এবং টাচ-স্যাম্পলিং রেট ৩০০ হার্টজ। এই নয়া ফোনে, অ্যাড্রিনো ৬৪২এল জিপিইউ সহ স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটির অপারেটিং সিস্টেম, স্টোরেজ এবং কানেক্টিভিটি অপশন পূর্ববর্তী হুয়াওয়ে নোভা ৯ স্মার্টফোনের অনুরূপ।

ক্যামেরার কথা বললে, হুয়াওয়ে নোভা ৯ প্রো -তে কোয়াড-রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ক্যামেরাগুলি হলো, ৫০ মেগাপিক্সেল (অ্যাপারচার : এফ/১.৯) প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড সেন্সর, ২মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৩২ মেগাপিক্সেল (অ্যাপারচার : এফ/২.৪) আলট্রা-ওয়াইড শুটার এবং ৩২ মেগাপিক্সেল (অ্যাপারচার : এফ/২.০) পোট্রেট সেন্সর সহ ডুয়েল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

হুয়াওয়ে নোভা ৯ প্রো ফোনে, ৪,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ১০০ ওয়াট সুপার ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এই ফোনের পরিমাপ, ১৬৩.৪x৭৪.৪x৭.৯৭ মিমি এবং ওজন ১৮৬ গ্রাম।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন