আয় বাড়াতে চাল Airtel-এর, নেই ৩৬৫ দিনের ভ্যালিডিটি সহ কোনো দৈনিক ১.৫ জিবি ডেটা প্ল্যান
গতবছরের শেষ পর্বে দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম অপারেটর সংস্থা Bharati Airtel তাদের ট্যারিফ মাশুল বৃদ্ধির সিদ্ধান্তকে...গতবছরের শেষ পর্বে দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম অপারেটর সংস্থা Bharati Airtel তাদের ট্যারিফ মাশুল বৃদ্ধির সিদ্ধান্তকে কার্যকর করে। এর ফলে সমস্যায় পড়েন Airtel ব্যবহারকারীদের একটা বড় অংশ। তবে সেদিকে নজর না দিয়ে Airtel -এর তরফ থেকে ভবিষ্যতে পুনরায় পরিষেবা মূল্য বাড়ানোর ইঙ্গিত দেওয়া হয়েছে যা নিয়ে এই মুহূর্তে সরগরম টেলিকম মহল। এয়ারটেলের পাশাপাশি অন্যান্য বেসরকারি টেলকোগুলিও আগামীদিনে পরিষেবার দাম বাড়াতে পারে বলে সামনে এসেছে।
এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বহু এয়ারটেল ব্যবহারকারী দীর্ঘমেয়াদী রিচার্জ বিকল্পের সন্ধানে রয়েছে, যা পরিষেবা ব্যবহারের খরচ কিছুটা হলেও কমাতে সাহায্য করবে। কিন্তু এক্ষেত্রে আশ্চর্যের কথা এই যে বর্তমানে কোনো এয়ারটেল প্রিপেইড প্ল্যান ৩৬৫ দিনের ভ্যালিডিটি সহ দৈনিক ১.৫ জিবি খরচের সুবিধা প্রদান করেনা। যদিও অন্যান্য বেসরকারি টেলকোগুলি গ্রাহক স্বার্থের কথা ভেবে উক্ত সুবিধা বিশিষ্ট প্রিপেইড প্ল্যান নিয়ে বাজারে হাজির।
গ্রাহক পিছু আয়ের ধারাবাহিকতা বজায় রাখতে কৌশলী Airtel
বাজারে ৩৬৫ দিনের পরিষেবা মেয়াদে দৈনিক ১.৫ জিবি ডেটা সুবিধা সহ উপলব্ধ এয়ারটেল প্রিপেইড প্ল্যানের অনুপস্থিতির কারণ হিসেবে অনেকেই সংস্থার নতুন কৌশলকে দায়ী করছেন। আসলে গ্রাহক পিছু আয়ের ধারাবাহিকতা বজায় রাখতে এয়ারটেল নিজস্ব উপভোক্তাদের দীর্ঘ মেয়াদের ডেটা প্রিপেইড প্ল্যান প্রদানে অনাগ্রহী। কারণ এই ধরনের প্ল্যান অমিল হলে এয়ারটেল গ্রাহকেরা অপেক্ষাকৃত অল্প সময়ের ব্যবধানে বারবার মোবাইল রিচার্জে বাধ্য হবেন। এর ফলে সংস্থার গ্রাহক পিছু মুনাফা অর্জনের ধারাবাহিকতা বজায় থাকবে, যা এয়ারটেলের মূল কৌশল বলে অভিজ্ঞ মহলের অনুমান। যদিও এজন্য গ্রাহকদের ভোগান্তি যে আরো বাড়বে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই।
দৈনিক ১.৫ জিবি ডেটা সুবিধার সঙ্গে উপলব্ধ Airtel প্রিপেইড প্ল্যান
এক্ষেত্রে আগ্রহীরা ২৯৯, ৪৭৯, ৬৬৬ এবং ৭১৯ টাকার বিনিময়ে রিচার্জযোগ্য মোট চারটি রিচার্জ প্ল্যান বেছে নেওয়ার সুযোগ পাবেন। দৈনিক ১.৫ জিবি ডেটা ও দৈনিক ১০০টি এসএমএস খরচের পাশাপাশি এই প্ল্যানগুলি রিচার্জ করলে যে কোনো নেটওয়ার্কে অফুরন্ত ভয়েস কল করার সুযোগ মিলবে। এছাড়া Airtel Thanks বেনিফিটের অধীনে উক্ত সবক'টি প্ল্যান এক মাসের Amazon Prime Video Mobile Edition সহ Apollo 24/7 Circle, Wynk Music সাবস্ক্রিপশন প্রদান করবে। উপরোক্ত প্ল্যানগুলির ভ্যালিডিটি যথাক্রমে ২৮, ৫৬, ৭৭ এবং ৮৪ দিন।