Airtel Payments Bank: ফোনের রিচার্জ থেকে কেনাকাটা, সবকিছুতেই ক্যাশব্যাক দিচ্ছে এয়ারটেল

Airtel Payments Bank গ্রাহকদের জন্য সুখবর। বছরের শেষ সপ্তাহে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক নিয়ে এল একাধিক ক্যাশব্যাক এবং ডিসকাউন্ট অফার। এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপের মাধ্যমে বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্মগুলিতে এই অফার পাওয়া যাবে। ভ্রমণ, বিনোদন, স্বাস্থ্য থেকে শুরু করে রিচার্জ, বিল পেমেন্ট একাধিক ক্ষেত্রে মিলবে দুর্দান্ত সব ছাড়। অফার পাওয়া যাবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। আসুন জেনে নেওয়া যাক Airtel Payments Bank গ্রাহকরা কোন কোন ক্ষেত্রে কী পরিমাণ অফার পাবেন।

বছর শেষের শপিং

Airtel Payments Bank গ্রাহকেরা অ্যামাজন (Amazon) থেকে নূন্যতম ১,০০০ টাকার কেনাকাটার ওপর পেয়ে যাবেন ৫০ টাকার ক্যাশব্যাক। এছাড়া প্রথমবারের জন্য মিন্ত্রা (Myntra) থেকে কেনাকাটায় আকর্ষণীয় অফার মিলবে। সেখানে নূন্যতম ২,০০০ টাকার শপিংয়ের ওপর দেওয়া হবে ২০০ টাকার ক্যাশব্যাক।

বিনোদন, ভ্রমণ এবং ডাইনিং

প্রথম বারের জন্য, যে কোনো পিভিআর (PVR) অ্যাপে সিনেমার টিকিট কাটার সময় এয়ার১১০ (AIR110) প্রোমো কোডটি ব্যবহার করলে ১১০ টাকা ছাড় পাওয়া যাবে। মনে রাখবেন, পিভিআর অ্যাপে টিকিট, খাবার ইত্যাদি মিলিয়ে ৪,০০ টাকার বেশি খরচ করলে তবেই অফারটি মিলবে।

ভ্রমণের ক্ষেত্রে, ট্রেন টিকিটের ওপর ১০% ছাড় পাওয়া যাবে। তবে, সেক্ষেত্রে, টিকিটের মূল্য অন্তত ৩,০০ টাকার বেশি হতে হবে। ৩১ ডিসেম্বরের মধ্যে দু’বার এই অফারটিকে কাজে লাগাতে পারবেন।

এছাড়া, ডমিনোজে (Domino’s) কেনাকাটার ওপর ১৫% ছাড় পাওয়া যাবে। বিলের পরিমাণ অন্তত ৬০০ টাকা হলে তবেই অফারটি কার্যকরী হবে।

ইজি বিল পেমেন্ট

এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের মাধ্যমে ৮০০ বা তার বেশি টাকার বিদ্যুতের বিল পেমেন্ট করলে সরাসরি ২০ টাকা ছাড় পাওয়া যাবে।

এছাড়া, ৭০০ বা তার বেশি টাকার এয়ারটেল পোস্টপেইড মোবাইল বিলের ক্ষেত্রে ৪০ টাকার ক্যাশব্যাক মিলবে। একই সঙ্গে এয়ারটেল ব্রডব্যান্ড/ল্যান্ডলাইন বিলের ক্ষেত্রেও ৪০ টাকা ছাড় পাওয়া যাবে। তবে, মনে রাখবেন, সেক্ষেত্রে বিলের পরিমাণ অন্তত ৮,০০ টাকা বা তার বেশি হতেই হবে। প্রিপেইড ইউজাররা তাঁদের প্রথম রিচার্জের ক্ষেত্রে ১০ টাকা ছাড় পাবেন। রিচার্জটি নূন্যতম ১৪৯ টাকা বা তার বেশি হলে তবেই পাওয়া যাবে ক্যাশব্যাক।

মুদিখানা এবং ওষুধ

কমপক্ষে ১,০০০ টাকা বিগ বাস্কেটে কেনাকাটার ওপর ১,০০ টাকার ক্যাশব্যাক পাওয়া যাবে।

উপরন্তু, এয়ারটেল১এমজি (AIRTEL1MG) প্রোমো কোডটি ব্যবহার ওষুধ কিনলে ২৩% ছাড় পাওয়া যাবে। এছাড়া চিকিৎসকের পরামর্শ নিয়ে অর্থাৎ প্রেসক্রাইবড ওষুধের ক্ষেত্রে www.1mg.com ওয়েবসাইট থেকে কেনাকাটা করলে ১৮% ছাড় পাওয়া যাবে, সঙ্গে আরও ৫% (সর্বোচ্চ ১০০ টাকা) ডিসকাউন্ট দেওয়া হবে।