কলিং ও ডেটার সাথে সিনেমা, ওয়েব সিরিজ, Airtel-এর ৭০০ টাকার কমে সেরা প্ল্যান দেখে নিন

ট্যারিফ শুল্ক বাড়ানোর পর Reliance Jio (রিলায়েন্স জিও), Bharti Airtel (ভারতী এয়ারটেল) বা Vi (ভোডাফোন আইডিয়া) একের পর এর নতুন প্ল্যান নিয়ে আসছে। আবার অনেকগুলি…

ট্যারিফ শুল্ক বাড়ানোর পর Reliance Jio (রিলায়েন্স জিও), Bharti Airtel (ভারতী এয়ারটেল) বা Vi (ভোডাফোন আইডিয়া) একের পর এর নতুন প্ল্যান নিয়ে আসছে। আবার অনেকগুলি প্ল্যান তারা বন্ধও করে দিয়েছি। ফলত এখন কোন প্ল্যানে কী সুবিধা পাওয়া যাচ্ছে তা নিয়ে দ্বন্দ্বে অনেক গ্রাহক।

সেক্ষেত্রে, এই মুহূর্তে আপনিও যদি Airtel গ্রাহক হন এবং কলিং ও ডেটার পাশাপাশি Disney+Hotstar (ডিজনি+হটস্টার) বা Amazon Prime Video (অ্যামাজন প্রাইম ভিডিও)-র মত স্ট্রিমিং প্ল্যাটফর্মের অ্যাক্সেস চান, তাহলে নির্দিষ্ট কয়েকটি প্ল্যান রিচার্জ করে সহজেই এক ঢিলে দুই পাখি মারতে পারবেন। আর এর জন্য আপনার খরচ হবে ৭০০ টাকারও কম। তো আসুন দেখে নিই এই সংস্থার কোন প্ল্যানে এই ধরণের ফায়দা মিলবে।

৭০০ টাকার কমে Airtel এই প্ল্যানগুলিতে ওটিটি বেনিফিট দেবে

১. Airtel-এর ৬৯৯ টাকার প্ল্যান: জনপ্রিয় টেলিকম সংস্থার এই প্ল্যানে ৫৬ দিনের বৈধতায় দৈনিক ৩ জিবি হাই-স্পিড ডেটা, আনলিমিটেড কল এবং ১০০টি এসএমএস পাওয়া যায়। এর সাথে থাকে অ্যামাজন প্রাইম মেম্বারশিপ, ফ্রি হ্যালোটিউন, ১০০ টাকা FASTag ক্যাশব্যাক এবং বিনামূল্যে উইঙ্ক মিউজিক ব্যবহারের সুবিধা।

২. Airtel-এর ৪৫৫ টাকার প্ল্যান: এই প্রিপেইড প্ল্যানে ৬ জিবি ডেটা, আনলিমিটেড কল এবং ৯০০টি এসএমএস দেওয়া হয়; বৈধতা ৮৪ দিন। এতে অতিরিক্ত সুবিধা বলতে অ্যামাজন প্রাইম ভিডিও মোবাইল এডিশনের অ্যাক্সেস এবং ৬৯৯ টাকার প্ল্যানটির অন্যান্য অনুরূপ বিকল্প মিলবে।

. Airtel-এর ৫৯৯ টাকার প্ল্যান: এই প্ল্যানটি দৈনিক ৩ জিবি ডেটা, রোজ ১০০টি করে এসএমএস এবং ২৮ দিনের মেয়াদে আনলিমিটেড কল করতে দেয়। এছাড়াও এতে মেলে ডিজনি+হটস্টারের এক বছরের ফ্রি সাবস্ক্রিপশন, অ্যামাজন প্রাইম ভিডিও মোবাইল এডিশনের অ্যাক্সেস, বিনামূল্যে উইঙ্ক মিউজিক ব্যবহার ইত্যাদি সুবিধা। শুধু তাই নয়, সংস্থার ‘থ্যাঙ্কস’ অ্যাপের মাধ্যমে এটি রিচার্জ করা হলে, ৫০ টাকা অফ পাওয়া যাবে।

৩. Airtel-এর ৫৪৯ টাকার প্ল্যান: ২ জিবি ডেইলি ডেটা, আনলিমিটেড কল এবং ৫৬ দিনের বৈধতা সরবরাহকারী এই প্ল্যানটিতে অ্যামাজন প্রাইম ভিডিও মোবাইল এডিশনের ফ্রি ট্রায়াল, উইঙ্ক মিউজিকের অ্যাক্সেস এবং অ্যাপোলো ২৪/৭-এর মত প্ল্যাটফর্ম ব্যবহারের সুবিধা উপভোগ করা যাবে। এটি অতিরিক্তভাবে ৪ জিবি ডেটা কুপন অফার করবে।

বলে রাখি, এয়ারটেলের সম্প্রতি লঞ্চ করা ৬৬৬ টাকার প্ল্যানটি ৭৭ দিনের বৈধতায় জন্য রোজ ১.৫ জিবি করে ডেটা, আনলিমিটেড কল এবং ১০০টি করে এসএমএস দেবে। তাছাড়া এতেও প্রাইম ভিডিও মোবাইল এডিশনের ফ্রি ট্রায়াল, উইঙ্ক মিউজিক, অ্যাপোলো ২৪/৭ ইত্যাদি প্ল্যাটফর্ম বিনামূল্যে ব্যবহারের সুবিধা পাওয়া যাবে।