Airtel-এর ৬৬৬ টাকার নাকি ৬৯৯ টাকার প্ল্যানে মেলে বেশি সুবিধা? Jio, Vi এই মূল্যে কী বেনিফিট দিচ্ছে

বছরের প্রায় শেষদিকে এসে দেশের সুপরিচিত প্রাইভেট নেটওয়ার্ক কোম্পানি Bharti Airtel (সেইসাথে Reliance Jio ও Vodafone Idea) তাদের প্রিপেইড রিচার্জ প্ল্যানগুলির দাম ২০% থেকে ২৫% পর্যন্ত বাড়িয়েছে, সেকথা আমাদের সকলেরই জানা। তবে গ্রাহকদের খুশি করতে সংস্থাটি এখন মার্কেটে নিত্যনতুন প্ল্যান লঞ্চ করছে, যেগুলিতে আনলিমিটেড ভয়েস কল, এসএমএস, ডেটা বেনিফিটের পাশাপাশি OTT প্ল্যাটফর্মেরও অ্যাক্সেস মেলে। সম্প্রতি Airtel-এর চালু করা দুটি প্রিপেইড রিচার্জ প্ল্যানের দাম ৬৬৬ টাকা এবং ৬৯৯ টাকা, যেগুলিতে এই সমস্ত সুবিধাগুলি উপলব্ধ। তাহলে আসুন, প্ল্যান দুটির সম্পর্কে একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Airtel-এর ৬৬৬ টাকার প্রিপেইড প্ল্যান

এয়ারটেলের ৬৬৬ টাকার প্রিপেইড প্ল্যানে ৭৭ দিনের মেয়াদে দৈনিক ১.৫ জিবি ডেটা, আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০ টি এসএমএস-এর সুবিধা দেওয়া হয়‌। এছাড়া এই প্ল্যানের অতিরিক্ত বেনিফিটগুলির মধ্যে রয়েছে Amazon Prime Video Mobile Edition-এর অ্যাক্সেস, Shaw Academy-র ফ্রি অনলাইন কোর্স, Fastag-এ ১০০ টাকা ক্যাশব্যাক, free hellotunes, এবং Wynk music-এর সাবস্ক্রিপশন। উল্লেখ্য যে, Jio এবং Vodafone Idea বা Vi-ও ৬৬৬ টাকা দামের প্রিপেইড প্ল্যান অফার করে। Jio-র ৬৬৬ টাকার প্রিপেইড প্ল্যানটি ৮৪ দিনের মেয়াদে আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন ১.৫ জিবি ডেটা এবং রোজ ১০০ টি করে এসএমএস ব্যবহার করতে দেয়। অতিরিক্ত বেনিফিট হিসেবে গ্রাহকরা এই প্ল্যানে Jio অ্যাপগুলির বিনামূল্যে অ্যাক্সেস পাবেন। অন্যদিকে, Vi-এর ৬৬৬ টাকার প্রিপেইড প্ল্যানে ৭৭ দিনের মেয়াদে দৈনিক ১.৫ জিবি ডেটা সহ প্রতিদিন ১০০ টি এসএমএস এবং আনলিমিটেড কলের সুবিধা পাওয়া যাবে।

Airtel-এর ৬৯৯ টাকার প্রিপেইড প্ল্যান

এয়ারটেলের ৬৯৯ টাকার প্রিপেইড প্ল্যানে ৫৬ দিনের জন্য আনলিমিটেড কল, দৈনিক ১০০ টি এসএমএস, প্রতিদিন ৩ জিবি ডেটা সহ Amazon Prime মেম্বারশিপের অ্যাক্সেস পাওয়া যায়। এই প্ল্যানের অতিরিক্ত বেনিফিটগুলি ৬৬৬ টাকার প্রিপেইড প্ল্যানের অনুরূপ।

তাই এবার পাঠকরাই সিদ্ধান্ত নিন যে কোন প্ল্যানটি রিচার্জ করা আপনাদের পক্ষে আদর্শ হবে। প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি যে, Airtel যে মার্কেটে শুধু নতুন প্রিপেইড প্ল্যান লঞ্চ করছে তাই নয়, ব্যবহারকারীদের খুশি করতে সংস্থাটি তাদের বেশ কিছু প্ল্যানের সাথে ডিসকাউন্ট কুপনও অফার করছে, যেখানে গ্রাহকরা Airtel Thanks অ্যাপের মাধ্যমে রিচার্জ করলে ৫০ টাকা পর্যন্ত ছাড় পাবেন। ৩৫৯ টাকা এবং ৫৯৯ টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যানে এই ৫০ টাকার ডিসকাউন্ট অফারটি পাওয়া যাচ্ছে। ফলে এখন Airtel Thanks অ্যাপের মাধ্যমে ইউজাররা ৩০৯ টাকা এবং ৫৪৯ টাকায় এই প্ল্যানগুলি রিচার্জ করতে পারবেন। এছাড়া, অ্যাপের মাধ্যমে প্ল্যান সাবস্ক্রাইব করা হলে Airtel অ্যাডিশনাল ডেটা কুপনও দেয়।