Alcatel 1V 2021 ট্রিপল ক্যামেরা এবং 5000mAh ব্যাটারির সাথে লঞ্চ হল

বছর দুয়েক আগে লঞ্চ হওয়া Alcatel 1V স্মার্টফোনের আপডেটেড মডেল বাজারে এল৷ নতুন Alcatel 1V 2021 আরও বড় ডিসপ্লে, ট্রিপল ক্যামেরা, এবং ব্যাটারি ইমপ্রুভমেন্টের সাথে এসেছে৷ ডিভাইসটির দাম এখনও ঘোষণা হয়নি৷ তবে অনুমান, সেটি শীঘ্রই প্রকাশ করা হবে৷ Alcatel 1V 2021 স্পেস গ্রে ও অ্যাটলান্টিক ব্লু কালার অপশনে পাওয়া যাবে৷

Alcatel 1V 2021 স্পেসিফিকেশন ও ফিচার

অ্যালকাটেল ১ভি ২০২১ স্মার্টফোনে ওয়াটারড্রপ নচযুক্ত ৬.৫২ ইঞ্চি ডিসপ্লে আছে, যার আসপেক্ট রেশিও ২০:৯ এবং স্ট্যান্ডার্ড রিফ্রেশ রেট ৯০ হার্টজ৷ এর স্ক্রিনে আই-কমফোর্ট এবং রিডিং মোডের মতো চোখের জন্য উপকারী ফিচার রয়েছে৷ মোবাইল থেকে নির্গত হওয়া নীল আলো চোখ তথা শরীরের জন্য খুব ক্ষতিকারক। তবে অ্যালকাটেল ১ভি ২০২১-এর আই-কমফোর্ট মোড সে ক্ষতি কমিয়ে দেবে৷

অ্যালকাটেল ১ভি ২০২১ ট্রিপল রিয়ার ক্যামেরার সাথে এসেছে৷ যেগুলি হল, ফেজ ডিটেকশন অটোফোকাসযুক্ত ১৩ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা + ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর + ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর৷ সেলফি ও ভিডিও কলের জন্য ডিসপ্লের নচের ভিতরে একটি ৫ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে৷

অ্যালকাটেল ১ভি ২০২১ অক্টা কোর মিডিয়াটেক হেলিও এ২২ প্রসেসর দ্বারা পরিচালিত৷ ডিভাইসটি ২ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ কনফিগারেশনে উপলব্ধ। এর ৫,০০০ এমএএইচ ব্যাটারি ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করবে৷ সিকিউরিটির জন্য ব্যাক প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে৷ সবশেষে, স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১১ গো এডিশনে রান করবে৷