Ethanol: শীঘ্রই ইথানলে চালাতে পারবেন গাড়ি, তেল খরচ তো কমবেই, পরিবেশও থাকবে সতেজ

খুব শীঘ্রই দেশের সমস্ত গাড়িই চালানো যাবে ইথানলে (Ethanol), সম্প্রতি এক ইভেন্ট থেকে এমনটাই আশ্বাস দিলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নিতিন গডকড়ী (Nitin Gadkari)। আসলে দেশে ইথানল জ্বালানি চালিত বা ফ্লেক্স-ফুয়েল (Flex-Fuel) ইঞ্জিন চালু হলে একদিকে যেমন পরিবেশ দূষণ কমবে অন্যদিকে এর ফলে সরকার এবং জনসাধারণ উভয়েরই সাশ্রয় হবে বলে ধারণা মন্ত্রীর। ইতিমধ্যেই তিনি এ বিষয়ে প্রাথমিক পর্যায়ের পদক্ষেপ নিয়েছেন। দেশের সমস্ত গাড়ি সংস্থার সাথে ফ্লেক্স-ফুয়েল ইঞ্জিনের যানবাহন নির্মাণের জন্য কথা বলেছেন তিনি।

এই মর্মে ভারতে আগামী দিনে আরও বেশি সংখ্যক ইথানল পাম্প তৈরি করা হবে বলেও গডকড়ী জানান। তাঁর কথায়, পেট্রোলের চাইতে বায়ো-ইথানলের (Bio-Ethanol) দাম কম, তাই এতে বাস্তবে গাড়ির মালিকরাই লাভবান হবেন। পাশাপাশি ইথানল জ্বালানি চালিত গাড়ির থেকে দূষণের মাত্রা কম হাওয়াই পরিবেশ সতেজ হবে বলে তিনি জানিয়েছেন।

গডকড়ী আরও বলেছেন, দেশের অটোরিকশা থেকে ভারী যানবাহন, খুব শীঘ্রই ইথানলে চলতে সক্ষম হবে। তবে এটি সফল করতে অধিক ইথানল উৎপাদনের প্রয়োজন। তাই দেশের কৃষকদের প্রচলিত খাদ্যশস্যের পরিবর্তে ইথানল উৎপাদনের জন্য সহায়ক শস্য চাষ করার পরামর্শ দিলেন তিনি। এর ফলে কৃষকদের আর্থিক উপার্জন অধিক পরিমাণে বাড়বে বলেই আশা কেন্দ্রীয় মন্ত্রীর। এই প্রসঙ্গে তিনি বলেছিলেন, “বর্তমানে দেশের কৃষকরা আমাদের খাদ্যশস্য দেয়। কিন্তু তাঁদের শক্তিও প্রদান করা উচিত।”

এছাড়াও গডকড়ী যে কথাটি বারবার বলে এসেছেন তা হল, বর্তমানে পেট্রোল-ডিজেল আমদানি করতে প্রতি বছরে কেন্দ্রের খরচ হয় ৮ লক্ষ কোটি টাকা। দেশে ইথানল উৎপাদন বৃদ্ধি পাওয়ার সাথে সমস্ত যানবাহনে যদি এই জ্বালানি ব্যবহার করা যায় সে ক্ষেত্রে এই খরচ অনেকটাই কমিয়ে আনা যাবে বলে মত প্রকাশ করেন তিনি।

প্রসঙ্গত, গত সপ্তাহে দেশের কারমেকারদের ফ্লেক্স-ফুয়েল (Flex-Fuel) ইঞ্জিন সহ গাড়ি প্রস্তুত করার পরামর্শ দিয়েছিলেন নিতিন গডকড়ী (Nitin Gadkari)। সেজন্য একটি নথিপত্রে স্বাক্ষর করেন তিনি। মন্ত্রী বলেছিলেন কেন্দ্রীয় সরকার পরিবেশবান্ধব (Green Hydrogen) এবং বিকল্প জ্বালানির প্রতি উৎসাহ জোগানোর কাজ করে চলেছে। তিনি আরো জানান, ইতিমধ্যেই টিভিএস (TVS) এবং বাজাজ অটো (Bajaj Auto) তাদের ফ্লেক্স-ফুয়েল (Flex-Fuel) ইঞ্জিন সহ দুই এবং তিন চাকার গাড়ি প্রস্তুতের কাজ শুরু করে দিয়েছে।