Amazon Prime গ্রাহকরা Uber এ চড়লে পাবেন বিশেষ ছাড়, কম খরচেই এবার দারুণ সুবিধা ভোগ, জানুন কীভাবে

গ্রাহকদের সুবিধা দিতে নতুন করে গাঁটছড়া বাঁধল ই-কমার্স সংস্থা অ্যামাজন (Amazon) ও অ্যাপ ক্যাব প্রতিষ্ঠান উবের (Uber)। তবে সকলের জন্য নয়, অ্যামাজন-এর ওটিটি প্ল্যাটফর্মের গ্রাহক হলে উবার ক্যাবে চড়লে বিশেষ সুযোগ-সুবিধা পাওয়া যাবে। Amazon Prime এর সদস্য হলে এবার থেকে UberGo-এর মূল্যে UberPremier পরিষেবা মিলবে। এছাড়াও, থাকবে আরও অনেক ছাড়৷

প্রতি মাসে তিনটি আপগ্রেড সহ মিলবে UberPremier। সহজ ভাবে বললে, প্রতি মাসে উবেরের অটো, মোটো, রেন্টাল ও ইন্টারসিটির তিনটি ট্রিপে UberGo-এর গ্রাহকরা পাবেন ২০% ডিসকাউন্ট, যার সর্বোচ্চ সীমা ৬০ টাকা। এই অফারের সুবিধা পাওয়ার শর্ত হিসেবে বলা হয়েছে Uber অ্যাপের সাথে Amazon Pay Wallet সংযুক্ত থাকতে হবে এবং এখান থেকেই ভাড়া প্রদান করতে হবে। অন্য ইউপিআই অ্যাপ বা নগদ অর্থের ক্ষেত্রে কোনও ছাড় নেই। কেবলমাত্র ভারতে উবের ও অ্যামাজন প্রাইম  গ্রাহকদের জন্য এই অফার বৈধ।

এই প্রসঙ্গে অ্যামাজন ইন্ডিয়ার ডিরেক্টর (প্রাইম অ্যান্ড ডেলিভারি এক্সপিরিয়েন্স) অক্ষয় সাহি বলেন, “ব্যতিক্রমী হিসেবে আমাদের প্রাইম সদস্যদের প্রতিদিনের অভিজ্ঞতা আরও ভালো করতে গ্রাহকদের জন্য ফ্রি ফাস্ট ডেলিভার, এক্সক্লুসিভ শপিং, ব্লকবাস্টার এন্টারটেইনমেন্ট বা অ্যাড ফ্রি মিউজিক দিয়ে অ্যামাজন নিত্য পরিষেবা দিয়ে যাচ্ছে। ভারতে আমাদের প্রাইম দিবসের ষষ্ঠ দিনে প্রতি প্রাইম সদস্যের জন্য রয়েছে আরও বৃহত্তর, উন্নততর এবং অতুলনীয় কেনাকাটা ও বিনোদন দিয়ে পরিপূর্ণ অফার। Uber Premier-এ আপগ্রেড হয়ে উবের রাইডে ২০% ডিসকাউন্ট পান আর এই প্রাইম দিবস আরও বিশেষ করে তুলুন।”

অবগতির জন্য জানিয়ে রাখি, আগামী ২৩ ও ২৪ জুলাই এই দুই দিন অ্যামাজন প্রাইম দিবস পালন করবে। অর্থাৎ এই দুইদিন কেনাকাটায় মিলবে আকর্ষণীয় ডিসকাউন্ট। তার আগেই এই নতুন অফার নিয়ে এলো ই-কমার্স সংস্থাটি। অ্যামাজন প্রাইমে বিভিন্ন ক্যাটেগরি যেমন স্মার্টফোন, ল্যাপটপ, পিসি, ট্যাবলেট, ওয়াশিং মেশিন, রেফ্রিজারেটর, স্মার্ট ওয়াচ, ফিটনেস ট্র্যাকার সহ অন্যান্য পণ্যের ওপর ডিসকাউন্ট দেওয়া হবে।