সস্তায় কেনা যাবে Apple iPhone, MacBook, Airpods, শুরু হচ্ছে অ্যাপল ডেজ সেল

জনপ্রিয় ই-কমার্স সংস্থা অ্যামাজন (Amazon) আরো একবার ক্রেতাদের জন্য নিয়ে এলো ‘Apple Days’ সেল। আগামী ১৭ই মার্চ থেকে শুরু হওয়া এই সেল এবার একটানা ছ’দিন চলবে। ফলে আকর্ষণীয় ছাড় সহ অনেক কম দামে অ্যাপল (Apple) প্রোডাক্ট কিনতে হলে, এই মুহূর্তে অ্যামাজনের (Amazon.in) শরণাপন্ন হওয়া প্রকৃত বুদ্ধিমানের কাজ হবে। কারণ, সেল চলাকালীন iPhone, MacBook বা অ্যাপলের অন্যান্য প্রোডাক্ট বাজার অপেক্ষা অনেক সস্তা দরে বিকোবে। সুতরাং দেরী না করে এক্ষুনি ‘Apple Days’ সেল উপলক্ষ্যে অ্যামাজনের সেরা অফারগুলি দেখে নিন।

প্রথমেই চোখ রাখা যাক আইফোনের তালিকায়। এক্ষেত্রে সবথেকে প্রথমে রয়েছে iPhone 12 Mini ডিভাইস, অ্যামাজনে যার বেস প্রাইসের দাম পড়বে ৬৭,১০০ টাকা। এটি ৬৪ জিবি র‌্যাম ভ্যারিয়েন্টে উপলব্ধ যা কিনলে ক্রেতা প্রায় ২,৮০০ টাকার ছাড় পেয়ে যাবেন। অন্যদিকে একই ফোনের ১২৮ জিবি ভ্যারিয়েন্টটি কিনলে মিলবে পুরো ৩,০০০ টাকার ছাড়। জানিয়ে রাখি, ফোনটি ব্ল্যাক, হোয়াইট, রেড, ব্লু এবং গ্রীন রঙের বিকল্পে উপলব্ধ।

এরপর যে ডিভাইস সম্পর্কে খবর দেবো সেটি হলো iPhone 12 Pro Max, যা সেল চলাকালীন ১,২৪,৭০৪ টাকার প্রাথমিক মূল্য থেকে বিকোবে। এক্ষেত্রে ১২৮ ও ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট দুটি ক্রয় করলে ক্রেতা যথাক্রমে ৫,১৯৬ ও ৫,৫৯৬ টাকা সাশ্রয় করতে পারবেন।

সেরা অফারের তালিকায় এর পরের নাম iPhone 11 Pro, যা ৫.৮ ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর ওএলইডি (XDR OLED) ডিসপ্লে সহ এসেছে। অ্যাপল ডে’জ উপলক্ষ্যে অ্যামাজনে এই ফোনের দাম পড়বে ৭৯,৯৯৯ টাকা। এক্ষেত্রেও ক্রেতা সর্বোচ্চ ৩৫,৪০০ টাকা পর্যন্ত ছাড়ের ফায়দা তুলতে পারেন।

এবার বলি iPhone 11 Pro Max এর কথা। সেল উপলক্ষ্যে এর ৬৪, ২৫৬ এবং ৫১২ জিবি ভ্যারিয়েন্ট তিনটিতে যথাক্রমে ২৬,২০০, ২৮,০০০ ও ২৮,৯০১ টাকার ছাড় মিলবে। আইফোনের এই সংস্করণটি ৬.৫ ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর ওএলইডি ডিসপ্লে ও এ১৩ বায়োনিক চিপ সহ এসেছে।

এছাড়া অ্যাপলের জনপ্রিয় iPhone 7 মডেলটিও খুব অল্প দামে কেনা সম্ভব। সেল চলাকালীন ২০০০ টাকা ছাড় থাকায় অ্যামাজনে ফোনটির দাম হবে ২৯,৫০০ টাকা। উল্লেখ্য, ফোনটিতে রয়েছে ১২ মেগাপিক্সেলের সিঙ্গেল ব্যাক ক্যামেরা।

অফারের ক্ষেত্রে পরবর্তী সংযোজন Apple MacBook Air, যার অন্যতম বৈশিষ্ট্য হলো এর দশম প্রজন্ম ইন্টেল কোর আই৩ প্রসেসর (10th-generation Intel Core i3 Processor)। অ্যাপল ডে’জ সেলে ডিভাইসটি সর্বোচ্চ ১৩,০৯০ টাকার ছাড় সহ কেনা যাবে। সেক্ষেত্রে এর দাম পড়বে ৮৩,৯৯০ টাকা।

আবার সেলের সময় ওয়্যারলেস চার্জিং কেস সহ উপলব্ধ Apple Airpods -এর উপরেও মিলবে ২,৯০১ টাকার ছাড়। এইচ১ হেডফোন চিপ সমন্বিত এই প্রোডাক্টটি কেনা যাবে মাত্র ১৫,৯৯০ টাকায় যা ২৪ ঘন্টার ব্যাটারি লাইফের প্রতিশ্রুতি প্রদান করে।

সবশেষে বলবো Apple Smart Cover সংক্রান্ত অফারের কথা। অ্যামাজনের সেলে অ্যাপলের এই অ্যাকসেসরি প্রায় ৩৫ শতাংশ ডিসকাউন্ট সহ মাত্র ২,৯৪৬ টাকায় বিকোবে যা আক্ষরিক অর্থেই ফাটাফাটি অফার! এই অ্যাকসেসরি অষ্টম প্রজন্ম আইপ্যাড (8th-generation iPad), iPad Air বা iPad Pro -এর মতো ডিভাইসের সঙ্গে ব্যবহারযোগ্য।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Soumojit Chatterjee

Share
Published by
Soumojit Chatterjee

Recent Posts

Electric Bike: এক চার্জে চলবে 250 কিমি, লঞ্চ হল দেশীয় প্রযুক্তির ইলেকট্রিক স্পোর্টস বাইক Prana 2.0

2021 সালে তামিলনাড়ুর সংস্থা Srivaru Motors তাদের প্রথম ইলেকট্রিক মোটরসাইকেল লঞ্চ করে সাড়া ফেলে দিয়েছিল।…

30 mins ago

Vivo Y300 Pro: এই প্রথম ভিভোর ফোনে 6500mah ব্যাটারি, সঙ্গে স্পেশাল ফিচার্স

Vivo Y300 Pro ফোনটি খুব তাড়াতাড়ি বাজারে পা রাখতে চলেছে। ইতিমধ্যেই ফোনটির বিষয়ে নানা তথ্য…

39 mins ago

Shikhar Dhawan Retirement: সমাপ্তি ঘটলো এক সোনালী অধ্যায়ের, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা শিখর ধাওয়ানের

Shikhar Dhawan Retirement: সমাপ্তি ঘটলো এক সোনালী অধ্যায়ের, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা শিখর ধাওয়ানের

55 mins ago

Samsung এর এই ডিভাইস কেনার আগে দুবার ভাবুন, ব্যাটারি নষ্ট হলেও সরাই হবে না

Samsung একের পর এক নতুন নতুন প্রোডাক্ট বাজারে আনছে। সম্প্রতি সংস্থাটি Samsung Galaxy Ring নামে…

59 mins ago

Best smartphone under 20000: 20 হাজার টাকার মধ্যে ভালো ফোন 2024 লিস্ট

গত কয়েক বছরে স্মার্টফোনে অভূতপূর্ব বদল এসেছে। কারণ, স্মার্টফোনে একসময় সাধারণ এলসিডি স্ক্রিন, বেসিক ক্যামেরা…

2 hours ago

লঞ্চের দোরগোড়ায় পৌঁছে গেল Samsung Galaxy G Fold 6 Slim

Samsung Galaxy Z Fold 6 Slim ফোনটিকে বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে স্যামসাং। তবে তার আগেই…

3 hours ago