অ্যামাজনে শুরু হল ধনতেরাস স্টোর সেল, পুজোর সামগ্রী থেকে স্মার্টফোন সবই কিনুন সস্তায়

উৎসবের মরসুমে দেশের বিভিন্ন প্রান্তের গ্রাহকদের খুশি করতে ইতিমধ্যেই কয়েকটি বিশেষ সেলের আয়োজন করেছে Amazon India। তবে এবার সংস্থাটি আসন্ন ধনতেরাস উৎসব তথা দীপাবলি উপলক্ষে…

উৎসবের মরসুমে দেশের বিভিন্ন প্রান্তের গ্রাহকদের খুশি করতে ইতিমধ্যেই কয়েকটি বিশেষ সেলের আয়োজন করেছে Amazon India। তবে এবার সংস্থাটি আসন্ন ধনতেরাস উৎসব তথা দীপাবলি উপলক্ষে ভারতে আরো একটি বিশেষ অফার চালু করেছে। গতকাল অর্থাৎ শুক্রবার থেকে Amazon India চালু করেছে ‘ধনতেরাস স্টোর’ সেল, যার সাহায্যে গ্রাহকরা অ্যামাজন থেকে সোনা ও রুপোর মুদ্রা, পুজোর সামগ্রী, ইলেক্ট্রনিক্স অ্যাপ্লায়েন্স, স্মার্টফোন, অ্যাক্সেসরিজ এবং আরো অনেক কিছু কিনতে পারবেন বিশেষ ছাড়ে।

পাশাপাশি অ্যামাজন ইন্ডিয়ার কাস্টমাররা Citi ব্যাংক, ICICI ব্যাংক, Kotak ব্যাংক এবং RuPay-র ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে বা ইএমআই ট্রানজাকশন করলে পাবেন ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। উপরন্তু, ৩০ হাজার টাকা বা তারও বেশি অ্যামাউন্টের কেনাকাটা করলে,
আমাজন পে ব্যালেন্স হিসেবে অতিরিক্ত ১,৫০০ টাকা পাওয়া যাবে।

এছাড়া এই বিশেষ অফারের আওতায় অ্যামাজন বিজনেস গ্রাহকরা, তাদের দীর্ঘ বা স্বল্প মেয়াদ ব্যবসার জন্য বিভিন্ন শীর্ষস্থানীয় ব্র্যান্ডের ল্যাপটপ, প্রিন্টার, টিভি, নেটওয়ার্কিং ডিভাইস, ডিপ ফ্রিজার, ভ্যাকুয়াম ক্লিনার ইত্যাদি অ্যাপ্লায়েন্স সাশ্রয়ী মূল্যে কিনতে পারবেন। আসুন দেখে নিই ‘ধনতেরাস স্টোর’-এর বিশেষ অফারগুলি কী কী।

ধনতেরাস সেলে অ্যামাজন ইন্ডিয়া, Samsung M51 ডিভাইসটি দিচ্ছে ২২,৪৯৯ টাকায়। একইভাবে জনপ্রিয় Redmi Note 9 Pro মোবাইলটি ১২,৯৯৯ টাকায় কেনা যাবে। ল্যাপটপের কথা বললে, HP Pavilion DK0268TX ডিভাইসটি ৬২,৯৯০ টাকায় পাওয়া যাবে। আবার Lenovo ThinkPad E14 কিনতে পড়বে ৫৯,৯৯০ টাকা। স্মার্টওয়াচ বা স্মার্টব্যান্ড কিনতে চাইলে, Mi Smart Band পাবেন ২,৪৯৮ টাকায়। অন্যদিকে Samsung Galaxy Watch কিনতে চাইলে ১৭,৯৯০ টাকা ব্যয় করতে হবে।

এছাড়া টিভি কেনার ক্ষেত্রে প্রায় ৩০% অবধি ছাড় পাওয়া যাবে। যেমন ৩২ ইঞ্চির LG HD Ready Smart LED TV কিনতে দাম পড়বে ১৪,৪৯০ টাকা। অ্যামাজনের নিজস্ব প্রোডাক্টের ওপরেও বেশ কিছু ছাড় রয়েছে। সংস্থার তৃতীয় Echo Dot Smart Speaker কিনতে দাম পড়বে ২,২৪৯ টাকা। আবার দশমতম অ্যামাজন কিন্ডল বা e-reader Kindle কিনতে লাগবে ৬,৪৯৯ টাকা।