অবিশ্বাস্য, কেবল ১৫০০ টাকায় নতুন ওয়্যারলেস ইয়ারবাড Snoker iRocker আনলো Infinix

সকলেই এখন স্মার্টফোনে গান শুনতে অথবা ভিডিও দেখতে পছন্দ করেন। তবে এই গান শোনা বা ভিডিও দেখার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ হলো একটি ভালো ইয়ারফোন অথবা হেডফোন। তবে, যদি আপনি কোন কাজ করার সময় গান শুনতে চান অথবা গাড়ি চালানোর সময় ফোন কল ধরতে চান তাহলে সব থেকে ভাল অপশন ইয়ারবাড ব্যবহার করা। এই কারণেই বর্তমানে প্রত্যেক কোম্পানি নিজেদের ইয়ারবাড তৈরি করার পরিকল্পনা নিচ্ছে। ইতিমধ্যেই ভারতে রেডমি, রিয়েলমি, ভিভো প্রভৃতি স্মার্টফোন কোম্পানি ওয়্যারলেস ইয়ারবাড এনেছে। এবার স্মার্টফোন কোম্পানি Infinix ভারতে লঞ্চ করে দিয়েছে নিজেদের প্রথম ট্রু ওয়ারলেস ইয়ারবাড।

এই ইয়ারফোন লঞ্চ করা হয়েছে, Snoker ব্র্যান্ডের সাথে। এই ইয়ারবাড এর নাম দেওয়া হয়েছে Snoker iRocker। এই নতুন ইয়ারফোন ( Goose Egg ) হাঁসের ডিমের মতো আকারে দেখতে হবে। এই হেডফোন আপনার কানে অত্যন্ত ভালো ভাবে বসবে এবং আপনাকে একটি কম্ফোর্টেবল ফিট দেবে। Infinix Snoker iRocker TWS Earbuds এ আপনারা ২০ ঘন্টার ব্যাটারি লাইফ পেয়ে যাবেন, এবং এই ইয়ারবাড ওয়াটার রেসিস্টেন্ট। আসুন এই ইয়ারবাড সম্পর্কে বিস্তারিত জেনে নিই।

Infinix Snoker iRocker TWS Earbuds স্পেসিফিকেশন –

এই ইয়ারবাডে দেওয়া মাল্টি ফাংশনাল বাটনের মাধ্যমে আপনারা মিউজিক কন্ট্রোল করতে পারবেন, ফোন কল রিসিভ করতে পারবেন অথবা রিজেক্ট করতে পারবেন। এছাড়া আপনারা ভয়েস অ্যাসিস্ট্যান্ট এর সাপোর্ট পেয়ে যাবেন এই ইয়ারবাডের সঙ্গে। এখানে অসাধারণ সাউন্ড কোয়ালিটির জন্য Hi-Fi স্পিকার এবং ডাইনামিক বেস বুস্ট ড্রাইভার দেওয়া হয়েছে। এই ইয়ারবাড অত্যন্ত হালকা, প্রত্যেকটি অংশের ওজন মাত্র ৪.৬ গ্রাম।

প্রত্যেকটি ইয়ারবাডে ৪০ – ৪০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি আপনাকে ৪ ঘন্টার মিউজিক প্লে ব্যাক টাইম এবং ৪ ঘন্টার কলিং টাইম দেবে। এছাড়া, চার্জিং কেসে আপনারা ৩০০ মিলি অ্যামপিয়ার ব্যাটারী পেয়ে যাবেন। এই ব্যাটারির মাধ্যমে আপনারা আপনার ইয়ারবাড চারবার চার্জ করতে পারবেন। তবে একবার চার্জ করতে আপনার মোটামুটি ১.২ ঘন্টা সময় লাগবে। এবং যদি আপনি চার্জিং কেসের মাধ্যমে চার্জ করেন তাহলে সেই সময় ১.৫ ঘন্টা হয়ে যাবে।

এই ইয়ারবাডে কানেকটিভিটির জন্য এখানে ব্লুটুথ ভার্সন ৫.০ সাপোর্ট দেওয়া হয়েছে। এই ইয়ারবাডে IPX4 রেটিং রয়েছে, যার অর্থ হলো, সামান্য একটু ঘাম অথবা জল পড়লে এই ইয়ারবাড এর কোনো ক্ষতি হবে না।

Infinix Snoker iRocker TWS Earbuds দাম –

Infinix Snoker iRocker TWS Earbuds এর দাম রাখা হয়েছে ১,৪৯৯ টাকা। আগামী ৩১ জুলাই থেকে অনলাইন শপিং ওয়েবসাইট ফ্লিপকার্টে এই ইয়ারবাডের বিক্রি শুরু হবে। সেল এর সময় স্টক শেষ হওয়া অবধি আপনারা এই ইয়ারবাড কিনতে পারবেন। আপনারা এই ইয়ারবাডের ৩টি রঙের বিকল্প পাবেন – কালো, নীল এবং সাদা।