বিরাট ছাড়ে Redmi, OnePlus সহ বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন, চলছে Amazon Fab Phones Fest সেল

Amazon Fab Phones Fest Sale: নতুন মাসের আগমনের সাথেই অনলাইন শপিং সাইট Amazon ‘Fab Phones Fest’ নামের আরেকটি নতুন সেলের সাথে হাজির হয়ে গেল। এই সেলটি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং চলবে আগামী ১৪ই মার্চ পর্যন্ত। সেলটির নামকরণের ধাঁচ দেখেই আশা করি বুঝতে পেরেছেন, এটিকে বিশেষত স্মার্টফোন ক্রেতাদের জন্যই নিয়ে আসা হয়েছে। সেক্ষেত্রে এই সেলটি চলাকালীন, OnePlus, Xiaomi, Redmi, Samsung, Tecno, Kodak, Oppo এবং Realme সহ একাধিক শীর্ষস্থানীয় টেক ব্র্যান্ডের স্মার্টফোনকে অবিশ্বাস্য ৪০% ডিসকাউন্টের সাথে বিক্রি করা হবে। সাথে, ব্যাঙ্ক অফারের লাভ ওঠাতে পারলে আরো ১০% অফ এবং প্রাইম মেম্বাররা ধার্য মূল্যের উপর অতিরিক্ত ২০,০০০ টাকা পর্যন্ত সাশ্রয় করা যাবে। জানিয়ে রাখি, অফারের সাথে উপলভ্য স্মার্টফোনের তালিকায় সদ্য লঞ্চ হওয়া Redmi Note 11S, OnePlus Nord CE 5G সহ একাধিক ‘বেস্ট সেলিং’ স্মার্টফোন সামিল আছে। চলুন Amazon আয়োজিত ‘Fab Phones Fest’ সেলে কোন কোন স্মার্টফোনের সাথে কিরূপ অফার দেওয়া হচ্ছে তা জেনে নেওয়া যাক।

Amazon Fab Phones Fest Sale -এ উপলব্ধ অফারের তালিকা

ক্রেতারা, Bank of Baroda এবং HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে এনলিস্টেড স্মার্টফোনের একটি কিনলে ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন। এছাড়া, কিস্তিতে টাকা শোধ করতে চাইলে ১২ মাসের বৈধতা সম্পন্ন নো-কস্ট ইএমআই অপশনের সুবিধা উপলব্ধ থাকছে। আবার, অ্যামাজনের প্রাইম মেম্বাররা ‘জাস্ট ফর প্রাইম’ (Just for Prime) স্কিমের অধীনে ২০,০০০ টাকা পর্যন্ত সঞ্চয় করতে পারবেন। একই সাথে, ৬ মাসের জন্য বিনামূল্যে স্ক্রিন রিপ্লেসমেন্ট এবং HDFC ব্যাঙ্কের ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে খরিদ্দারী করার ক্ষেত্রে নো-কস্ট ইএমআইয়ের সময়সীমা, নির্ধারিত মেয়াদের থেকে ৩ মাস বা তারও বেশি এক্সটেন্ড করে দেওয়া হবে।

OnePlus স্মার্টফোন অফার

সেলে, OnePlus ব্র্যান্ডের বেশ কয়েকটি স্মার্টফোনের সাথে লোভনীয় অফার দেওয়া হচ্ছে। যেমন, OnePlus 9R ফোনকে ১৫% পর্যন্ত ছাড়ের সাথে মাত্র ৩৩,৯৯৯ টাকায় কেনা যাবে। একইভাবে, OnePlus 9 Pro ফোনকে ১২% ডিসকাউন্টের সাথে ৫৬,৯৯৯ টাকায় এনলিস্ট করা হয়েছে। একই সাথে, SBI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড বা ইএমআই ট্র্যানজেকশনের মাধ্যমে উক্ত হ্যান্ডসেটটি কিনলে অতিরিক্ত ভাবে আরো ৮,০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে৷ আবার, ১৪% ডিসকাউন্টের পর OnePlus 9 স্মার্টফোনের দাম গিয়ে দাঁড়াবে ৪২,৯৯৯ টাকায়। তদুপরি, নবাগত OnePlus Nord CE 2 5G স্মার্টফোনকে SBI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড বা ইএমআই ট্র্যানজেকশনের মাধ্যমে কিনলে ফ্ল্যাট ১,৫০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে। যারপর, ফোনটিকে মাত্র ২৩,৯৯৯ টাকায় কেনা যাবে।

Realme স্মার্টফোন অফার

অ্যামাজন ফ্যাব ফোনস ফাস্ট সেলে, Realme Narzo 50A এবং Realme Narzo 50 স্মার্টফোনকে ডিসকাউন্টের সাথে যথাক্রমে ১১,৪৯৯ টাকায় এবং ১২,৯৯৯ টাকায় বিক্রি করা হবে।

Xiaomi স্মার্টফোন অফার

চলমান সেলে, Xiaomi Redmi 9A Sport স্মার্টফোনকে মাত্র ৬,৯৯৯ টাকায় বিক্রি করা হচ্ছে। আবার, নতুন লঞ্চ হওয়া Redmi Note 11T ফোনকে কেবল ১৩,৪৯৯ টাকা খরচ করে কেনা যাবে। Redmi Note 10s স্মার্টফোনকে ১৪,৪৯৯ টাকায় এনলিস্ট করা হয়েছে। এই মডেলটিকে যদি HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনা হয়, তবে ১০% বা ১,০০০ টাকা পর্যন্ত ছাড় অফার করা হবে। অন্যদিকে, Xiaomi 11 Lite NE 5G -কে HDFC ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে কিনলে ফ্ল্যাট ৪,৫০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে। যারপর, ফোনটিকে ২৬,৯৯৯ টাকায় পকেটস্থ করা যাবে।

Oppo স্মার্টফোন অফার

ফ্যাব ফোনস ফাস্ট সেলে, গ্রাহকেরা Oppo A15, Oppo A31, Oppo A74 5G সহ আরো বেশ কয়েকটি বাছাই করা Oppo স্মার্টফোনকে ডিসকাউন্ট ও উপলব্ধ ব্যাঙ্ক অফারের সাথে মাত্র ৯,৪৪১ টাকার প্রারম্ভিক মূল্যে বাড়ি নিয়ে আসতে পারবেন।