৪০০০ টাকা ডিসকাউন্ট, সবচেয়ে কমে কিনুন OnePlus Nord CE 5G, Redmi Note 11S, Samsung Galaxy M32 5G

Amazon Fab Phones Fest Sale: আপনি যদি সাশ্রয়ী মূল্যে অ্যাডভান্স ফিচারে ভরা স্মার্টফোন কিনতে চান, তবে ই-কমার্স সাইট Amazon আয়োজিত ‘Fab Phones Fest’ সেল আপনার ইচ্ছা পূরণ করতে তৈরি। কেননা, এই সেলে, সদ্য লঞ্চের মুখ দেখা Redmi Note 11S থেকে শুরু করে OnePlus Nord CE 5G, Samsung Galaxy M32 5G -এর মতো একাধিক স্মার্টফোনকে তুলনায় কম দামে বিক্রি করা হচ্ছে। একই সাথে, Bank Of Baroda এবং HDFC ব্যাঙ্কের কার্ড ব্যবহারের ক্ষেত্রে ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্টও দেওয়া হচ্ছে। এই সেলটি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং চলবে আগামী ১৪ই মার্চ পর্যন্ত। তাই, এমন লোভনীয় অফার হাতছাড়া করতে না চাইলে এক্ষুনি একবার অনলাইন শপিং সাইটটির অন্দরে ঢুঁ মেরে আসতে পারেন। তবে তার আগে আমাদের এই প্রতিবেদন থেকে Amazon Fab Phones Fest সেলে অফারের সাথে উপলব্ধ ৫টি সেরা স্মার্টফোনের দাম ও ফিচার সম্পর্কে জেনে নিতে পারেন।

Amazon Fab Phones Fest Sale স্মার্টফোন অফার

iQOO Z5 5G: ২১,৪৯০ টাকা (২,৫০০ টাকা ডিসকাউন্ট)

এই দাম আইকো জেড৫ ৫জি ফোনের ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। ফিচার হিসাবে, ডিভাইসে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের একটি ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস পাঞ্চ-হোল ডিসপ্লে দেখা যাবে। এতে স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই ফোনে এক্সটেন্ডেড র‌্যাম সাপোর্ট করবে। ফটোগ্রাফির জন্য উক্ত ৫জি হ্যান্ডসেটে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এগুলি হল, ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স, এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। আবার, ফোনের সামনে রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সিকিউরিটির জন্য এতে সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে। এছাড়া, ২৮৮৩৭এমএম২ (28837mm2) লিকুইড কুলিং সিস্টেমও থাকছে এই স্মার্টফোনে।

OnePlus Nord CE 5G: ২৪,৯৯৯ টাকা

ওয়ানপ্লাস নোর্ড সিই ৫জি ফোনের ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ অপশনের দাম দেওয়া হল এখানে। ফিচারের কথা বললে, এই ৫জি ফোনে আছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের একটি ৬.৪৩ ইঞ্চির AMOLED ডিসপ্লে (১০৮০x ২৪০০ পিক্সেল)। সিকিউরিটির জন্য ডিসপ্লের মধ্যে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার উপস্থিত। উন্নত পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৫০জি প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক অক্সিজেন ওএস ১১ দ্বারা চালিত। ক্যামেরা সেটআপের কথা বললে, এর পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এগুলি হল, ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল মোনো ক্যামেরা। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনের পাঞ্চ হোল কাটআউটের মধ্যে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকছে। ওয়ানপ্লাসের এই ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে ৪,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি, যা ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Redmi Note 11S: ১৬,৯৯৯ টাকা

এই দামে রেডমি নোট ১১এস ফোনের ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ অপশনকে কিনতে পারবেন আপনারা। ফিচারের কথা বললে, রেডমি নোট ১১এস ফোনে আছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০ x ২,৪০০পিক্সেল) AMOLED ডট ডিসপ্লে। এতে ব্যবহার করা হয়েছে অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৯৮ প্রসেসর। ক্যামেরা ফ্রন্টের কথা বললে, নোট ১১এস সিরিজের এই ফোনে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল, এফ/১.৯ অ্যাপারচার সহ ১০৮ মেগাপিক্সেল স্যামসাং এইচএম২ (Samsung HM2) প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স, ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেথ সেন্সর। আবার ফোনের সামনে এফ/২.৪ অ্যাপারচার সহ ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেন্সর উপস্থিত। নিরাপত্তার জন্য এই ফোনে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বিদ্যমান। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ৩৩ ওয়াট প্রো ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি।

Samsung Galaxy M32 5G: ১৬,৯৯৯ টাকা (৪,০০০ টাকা ছাড়)

উল্লেখিত দাম স্যামসাং গ্যালাক্সি এম৩২ ৫জি ফোনের ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ অপশনের। ফিচার হিসাবে এতে, স্যামসাং গ্যালাক্সি এম ৩২ ৫জি স্মার্টফোনে রয়েছে কর্নিং গরিলা গ্লাস ৫ প্রোটেকশন ও ৬০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস (৭২০x১,৬০০ পিক্সেল) TFT ইনফিনিটি-ভি ডিসপ্লে। এই ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক ওয়ানইউআই ৩.১ কাস্টম ওস-এ চলবে‌। ফটোগ্রাফির জন্য এই ৫জি ফোনে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ আছে। এই ক্যামেরাগুলি হল, ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ৫ মেগাপিক্সেল ম্যাক্রো শুটার ও ২ মেগাপিক্সেল লাইভ ফোকাস লেন্স। সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে রয়েছে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য স্যামসাং গ্যালাক্সি এম ৩২ ৫জি স্মার্টফোনে, ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যার সাথে ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। পরিশেষে, সিকিউরিটির জন্য এতে Knox সিকিউরিটির সাপোর্ট পাওয়া যাবে।‌

Tecno POVA 5G: ২১,৯৯৯ টাকা (২,০০০ টাকা ডিসকাউন্ট)

এই দাম টেকনো পোভা ৫জি -এর ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। ফিচারের কথা বললে, এটি ৬.৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডট-ইন ডিসপ্লে সহ এসেছে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ ও টাচ স্যাম্পলিং রেট ১৮০ হার্টজ। টেকনোর এই ৫জি কানেক্টিভিটির স্মার্টফোনে ৬এনএম প্রসেসিং নোড ভিত্তিক মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। অন্যদিকে, ছবি তোলার জন্য এই ফোনে রয়েছে ৫০‌ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। সাথে সেলফি তোলার জন্য থাকছে ১৬ মেগাপিক্সেরল ফ্রন্ট-ফেসিং সেন্সর। টেকনো পোভা ৫জি স্মার্টফোনে ১৮‌ ওয়াট চার্জিং সাপোর্ট সমেত ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে। এই ব্যাটারি ৩৩ মিনিটে ৫০% পর্যন্ত চার্জ হবে বলে সংস্থার দাবি।