আজই শেষ দিন, Redmi 10 Prime, Samsung Galaxy M32, Oppo A74 বিরাট সস্তায় কেনার সুযোগ হাতছাড়া করবেন না

আজ অন্তিম দিনে পদার্পন করলো Amazon Great Indian Festival Sale। তবে বেলাশেষেও ই-কমার্স সাইটটি স্মার্টফোন সেগমেন্টে ধামাকাদার অফার নিয়ে হাজির হয়েছে, যা নিশ্চিত ভাবে নজর কাড়বে ক্রেতাদের। সেক্ষেত্রে, আজ টেকগাপের এই প্রতিবেদনে সেলে উপলব্ধ এমন কয়েকটি স্মার্টফোনের প্রসঙ্গে আপনাদের জানাবো, যেগুলিকে অফারের সাথে ২০,০০০ টাকারও কমে কিনে নেওয়া যাবে। এই তালিকায় সামিল থাকছে Xiaomi, Samsung, IQOO এর মতো স্মার্টফোন ব্র্যান্ডের হ্যান্ডসেট। তাই দেরি না করে চটপট দেখে নিন কোন কোন স্মার্টফোন এই সেলে কত দামে পাওয়া যাচ্ছে।

Amazon Great Indian Festival Sale থেকে ২০,০০০ টাকার নীচে উপলব্ধ স্মার্টফোন

iQOO Z3 5G : আইকো জেড ৫জি ফোনের ৮ জিবি র‌্যাম ভ্যারিয়েন্ট এখন অ্যামাজনে ২৪% ডিসকাউন্টের সাথে ১৮,৯৯৯ টাকায় বিক্রি করা হচ্ছে। এর প্রকৃত মূল্য ২৪,৯৯০ টাকা। এই ফোনের সাথে ২,৫০০ টাকার ব্যাঙ্ক ডিসকাউন্টও দেওয়া হচ্ছে। সাথে পুরোনো হ্যান্ডসেটের পরিবর্তে এই নয়া স্মার্টফোন কিনলে ১৫,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস অফার করা হবে।

ফিচার : অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম চালিত iQOO Z3 5G স্মার্টফোনে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত একটি ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৬৮জি প্রসেসর সহ এসেছে। ফটোগ্রাফির জন্য এতে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেন্সর ৬৪ মেগাপিক্সেলের। সেলফি তোলার জন্য ফোনে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট সেন্সর উপলব্ধ। এতে, ৪,৪০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে।

Redmi 10 Prime : ১৬,৯৯৯ টাকা দামের রেডমি ১০ প্রাইম স্মার্টফোনের হাই-এন্ড ভ্যারিয়েন্ট আজ ১৩,৯৯৯ টাকায় পাওয়া যাবে। অর্থাৎ ফোনটির সাথে পুরো ৩,০০০ টাকার (১৮%) অফ দেওয়া হচ্ছে। একই সাথে, ১০% বা ১,০০০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্ট মিলবে। আর, পুরোনো হ্যান্ডসেট এক্সচেঞ্জ করে এই স্মার্টফোনটি কেনার ক্ষেত্রে ১২,৩০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার দেওয়া হবে।

ফিচার : Redmi 10 Prime স্মার্টফোনে রয়েছে একটি ৬.৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। উন্নত পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসর ব্যবহার করা হয়েছে। আর অপারেটিং সিস্টেম হিসাবে ফোনে অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এমআইইউআই ১২.৫ কাস্টম ওএস পাওয়া যাবে। এতে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স, এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। আর ডিসপ্লের উপরিভাগে থাকছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এতে ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৯ ওয়াট রিভার্স চার্জিং এবং ১৮ ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে।

oppo A74 5G : ওপ্পোর এই ৫জি কানেক্টিভিটির স্মার্টফোনের উপর ২৪% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। যার দরুন ২০,৯৯৯ টাকার পরিবর্তে মাত্র ১৫,৯৯০ টাকা খরচ করে ফোনটি আজ পকেটস্থ করা যাবে। খরিদ্দারীর ক্ষেত্রে, নির্বাচিত ব্যাঙ্কের কার্ড ব্যবহার করলে ১০% বা ১,০০০ টাকার সমান ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়া, কিস্তিতে পেমেন্ট করতে চাইলে মাসিক ৭৫৩ টাকার ইএমআই শোধ করার অপশনও থাকছে। এটির সাথে ১৫,১৯০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার দেওয়া হবে।

ফিচার : Oppo A74 5G স্মার্টফোন, একটি ৬.৫ ইঞ্চির ফুল এইচডি LCD ডিসপ্লে সহ এসেছে। থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৮০ ৫জি প্রসেসর। এটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক কালারওএস ১১.১ কাস্টম স্কিনে রান করবে। ওপ্পোর এই হ্যান্ডসেটের রিয়ার প্যানেলে তিনটি ক্যামেরা দেখা যাবে। এগুলি হল, ৪৮ মেগাপিক্সেল এআই (AI) প্রাইমারি সেন্সর, ২মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। আবার, ডিসপ্লের উপরিভাগে দেওয়া হয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। এতে, ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে।

Samsung Galaxy M32 5G : স্যামসাং গ্যালাক্সি এম৩২ ৫জি স্মার্টফোনটির ৬ জিবি ভ্যারিয়েন্ট ভারতের বাজারে ২৩,৯৯০ টাকায় লঞ্চ করা হয়েছিল। এখন সেলে এটি পুরো ২৯% ডিসকাউন্টের সাথে মাত্র ১৬,৯৯৯ টাকায় বিক্রি করা হচ্ছে। আবার এর সাথে ১,০০০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্ট পেয়ে যাবেন ক্রেতারা। সাথে পুরোনো হ্যান্ডসেট বদলি করার ক্ষেত্রে ১৫,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস অফার করা হবে।

ফিচার : মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০ প্রসেসর সহ আসা Samsung Galaxy M32 5G স্মার্টফোনে একটি ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস ইনফিনিটি-ভি ডিসপ্লে দেওয়া হয়েছে। ফটো তোলার জন্য থাকছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেন্সর ৪৮ মেগাপিক্সেলের। সেলফি তোলার জন্য পাওয়া যাবে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা। এই স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

Redmi Note 10 Pro Max : আজ রাত ১১.৫৯টা পর্যন্ত রেডমি নোট ১০ প্রো ম্যাক্স স্মার্টফোন ফ্লাট ১৭% ছাড়ের সাথে মাত্র ১৮,৯৯৯ টাকায় কিনে নেওয়া যাবে। জানিয়ে রাখি এই ফোনের ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি ২২,৯৯৯ টাকা। ক্রেতারা নির্দিষ্ট ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে এই ফোন কিনলে, তাদের ১,২৫০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে।

ফিচার : Redmi Note 10 Pro Max স্মার্টফোনে আছে একটি ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডট ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ফোনের ক্যামেরা মডিউলে চারটি সেন্সর দেখা যাবে। এগুলি হল, ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, ২ মেগাপিক্সেল পোট্রেট সেন্সর এবং ৫ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। ফোনে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান। এটি, ৫,০২০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যার সাথে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।