কেন Amazon, Flipkart-এ সস্তায় মিলে বিভিন্ন জিনিস? জেনে নিন কোম্পানিগুলির লাভের রহস্য

বিগত কয়েক বছরে সাধারণ মানুষের কেনাকাটার ধরনে ব্যাপক পরিবর্তন এনেছে অনলাইন সেল। অফলাইন মার্কেটে বা বাজারে গিয়ে জিনিস কেনা, দরাদরি করা এখন অনেকেই ছেড়ে দিয়েছেন। বাড়ি বসে প্রয়োজনের জিনিস কেনাকাটা করার সুযোগ তাও আবার সস্তায় এবং নগদহীন (ক্যাশলেস) উপায়ে – এইসব নানা সুবিধার জন্য অধিকাংশই বিভিন্ন অনলাইন শপিং প্ল্যাটফর্ম বেছে নিচ্ছেন। আবার বিশেষ বিশেষ সেল চলাকালীন Flipkart, Amazon-এর মত কোম্পানি এত বেশি সাশ্রয়ী অফার দিচ্ছে যে, যারা কোনো কিছু কেনার আগে চারদিক ভালো করে দেখে নিতেন, তারাও এখন চোখ বুজে অনলাইনে জামাকাপড়, বিউটি প্রোডাক্ট থেকে শুরু করে স্মার্টফোন, ইলেকট্রনিক্স, অ্যাপ্লায়েন্স ইত্যাদি কেনাকাটা করছেন। বলতে গেলে, অনলাইন মার্কেট প্লেসের সমার্থক শব্দ এখন ডিসকাউন্ট, আর সেই জন্যই ঝাঁকে ঝাঁকে মৌমাছির মত এই সমস্ত সংস্থার কাছে ছুটে যাচ্ছেন মানুষ। কিন্তু প্রশ্ন হচ্ছে, কীভাবে এই অনলাইন শপিং প্ল্যাটফর্মগুলি কম দামে প্রোডাক্ট বিক্রি করে? কোথা থেকে তারা প্রোডাক্টের জোগান দেয় কিংবা সস্তা অফার সরবরাহ করে তাদের লাভই বা কী করে হয়? এই কৌতূহল শুধু আমার বা আপনার নয়, অনেকেরই। সেক্ষেত্রে আজ আমরা এই পুরো প্রক্রিয়াটির ব্যবসায়িক ধারণা সম্পর্কেই আলোচনা করব।

Flipkart, Amazon-এ ব্যাপক সস্তা নানাবিধ প্রোডাক্ট, কিন্তু কীভাবে?

যারা আকছার অনলাইন শপিং করে থাকেন, তারা জানেন যে কত শত প্রোডাক্ট বাড়িতে বসেই বাজারের চেয়েও কম দামে কেনা যায় – বিশেষ করে ফ্লিপকার্ট এবং অ্যামাজনে। যেমন, কিছুদিন আগে চলা ফেস্টিভ সেলে ফ্লিপকার্ট-অ্যামাজনে ৫০,০০০ টাকারও কম দামে বিক্রি হয়েছে আইফোন ১৩ (iPhone 13)। সেক্ষেত্রে বলি, ছোটো ব্যবসা বা এমএসএমই (MSMEs/ মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস) গুলিকে উৎসাহিত করার কারণেই ফ্লিপকার্ট বা অ্যামাজনের মত প্ল্যাটফর্মের বাড়বাড়ন্ত। উভয় ই-কমার্স প্ল্যাটফর্মই সস্তায় প্রোডাক্ট বিক্রি করার জন্য লোকাল বিজনেস এবং বিভিন্ন এমএসএমই-এর সাথে যোগাযোগ করে। আর এই ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাগুলিকে বৃদ্ধির বা প্রচারের সুযোগ করে তারা নিজেদের ব্যবসা চালিয়ে যায় এবং ক্রেতাদের সস্তায় প্রোডাক্ট অফার করে।

কীভাবে সস্তায় প্রোডাক্ট বিক্রি করেও লাভের মুখ দেখে Flipkart, Amazon?

সস্তায় প্রোডাক্ট বিক্রি করলেও ফ্লিপকার্ট বা অ্যামাজন প্রতিমাসে ব্যাপক লাভ করে, তার কারণ তাদের স্ট্যাট্রেজি হচ্ছে বেশি প্রোডাক্ট বিক্রি করে বেশি মুনাফা অর্জন করা। এক্ষেত্রে ব্র্যান্ডগুলি তাদের মার্জিন কমিয়ে দেয়, যাতে তারা বেশি বেশি প্রোডাক্ট বিক্রি করতে পারে। আর দীর্ঘ সময় ধরে এই পন্থায় চলার কারণে সংস্থাগুলির গ্রাহক সংখ্যা বেশ বিস্তৃত। তাই বেশি বিক্রি হওয়ার দরুন প্রতি প্রোডাক্ট পিছু লাভ কম হলেও ফ্লিপকার্ট-অ্যামাজনের সামগ্রিক লাভ বৃদ্ধি পায়। 

এছাড়া ফ্লিপকার্ট এবং অ্যামাজন, উভয়েই প্রোডাক্ট বিক্রির জন্য বিভিন্ন ব্যাঙ্কের সাথে পার্টনারশিপ চালায়। এতে, নির্দিষ্ট ব্যাঙ্কের গ্রাহকরা বেশি ছাড় বা সুবিধা পেয়ে থাকেন। অন্যদিকে কোম্পানিগুলিও এই পার্টনারশিপে প্রভূত সুবিধা পায়। অতএব আপনি যদি এই প্ল্যাটফর্মগুলিতে প্রায়ই কিছু না কিছু কিনে থাকেন, তাহলে আপনার সংস্থাগুলির অফারগুলি নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই! বরঞ্চ সেরা অফারের আপডেট পেতে চোখ রাখুন আমাদের টেকগাপে।