Amazon Grand Gaming Days: ল্যাপটপ ও এই সমস্ত প্রোডাক্টে কাল অবধি পাবেন ৫০%-এর বেশি ছাড়!

অনলাইন গেমিংয়ের নেশায় এখন দেশের তরুণ প্রজন্মের একাংশই বুঁদ! সেক্ষেত্রে আপনিও যদি গেম খেলতে ভালোবাসেন এবং এই মুহূর্তে আপনার গেমিংয়ের জন্য কোনো ডিভাইস বা সরঞ্জাম কেনার পরিকল্পনা থাকে, তাহলে এখন আপনার এই ইচ্ছে খুব কম খরচেই পূরণ হতে পারে! আসলে Amazon India (অ্যামাজন ইন্ডিয়া)-য় সম্প্রতি ‘Grand Gaming Days’ (গ্র্যান্ড গেমিং ডেজ) নামক নতুন একটি সেল লাইভ রয়েছে। সুবিধা বলতে এই সেলে গেমিং ল্যাপটপ, ডেস্কটপ, মনিটর, গেমিং কনসোলের মত অনেক প্রোডাক্টের ওপর ৫০ শতাংশেরও বেশি ছাড় দেওয়া হচ্ছে। তাছাড়া ক্রেতারা ফেডারেল (Federal) ব্যাঙ্কের ক্রেডিট এবং ডেবিট কার্ড ব্যবহার করলে ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট এবং নো-কস্ট ইএমআইয়ের মত অপশনও পাবেন। তবে আগামীকাল অর্থাৎ ২৪শে আগস্ট এই Amazon Grand Gaming Days-এর শেষদিন; তাই গেমিং ল্যাপটপ বা অ্যাক্সেসরিজ কিনতে হলে আপনাকে চটপট কাজ সেরে ফেলতে হবে! আসুন এখন এই সেলের কিছু বিশেষ অফার একনজরে দেখে নিই।

Amazon Grand Gaming Days-এর অফার

১. গেমিং ল্যাপটপ (Gaming laptop): অ্যামাজনের গ্র্যান্ড গেমিং ডেজ সেলে ল্যাপটপের ওপর দুর্দান্ত অফার মিলছে। যেমন এই সেলে, ASUS TUF Gaming F15 Laptop (2021) মডেলটি ৫৪,৯৯০ টাকায় কেনা যাবে। এই ল্যাপটপে ইন্টেলের ১০ম জেনারেশনের আই৫-১০৩০০এইচ (i5-10300H) প্রসেসর, ৮ জিবি র‌্যাম, ৫১২ জিবি এসএসডি স্টোরেজ এবং ১৫.৬ ইঞ্চি ডিসপ্লে রয়েছে। একইভাবে ১৫.৬ ইঞ্চি ডিসপ্লে, ১০ম জেনারেশনের ইন্টেল আই৫ (i5) প্রসেসর এবং ৮ জিবি র‌্যাম সম্বলিত Lenovo IdeaPad কিনতে ৬৪,৯৯০ টাকা লাগবে; এটিতে ৯.৭ ঘন্টার দীর্ঘ ব্যাটারি লাইফ অফার করবে।

তবে ল্যাপটপের পাশাপাশি কম্পিউটার মনিটরেও এখন ডিসকাউন্ট দিচ্ছে অ্যামাজন। ফলত এই সেলে Lenovo Gaming G-Series মনিটর ১৫,৯৯৯ টাকায় কেনা যাবে। বদলে মিলবে ২৪ ইঞ্চি ফুল এইচডি+ ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১৬৫ হার্টজ।

২. গেমিং অ্যাক্সেসরিজ: এক্ষেত্রে HyperX Streamer Starter Pack কিনতে গেলে মাত্র ৫,৯৯০ টাকা দাম পড়বে, এমনিতে এই গেমিং কিটের দাম ১৪,০০০ টাকার বেশি। সুবিধা বলতে এই স্টার্টার প্যাকে কন্টেন্ট স্ট্রিমাররা একটি ইউএসবি মাইক এবং একটি গেমিং হেডফোন দেখতে পাবেন, যা তাদের জন্য সেরা বিকল্প হতে পারে।

এছাড়াও, চলমান সেলে Ant Esports MK1000 Multicolour LED Backlit Wired TKL মেকানিক্যাল গেমিং কীবোর্ড মাত্র ২,০৯৯ টাকায় বিক্রি হচ্ছে। এই কীবোর্ডটি বিশেষভাবে গেমারদের জন্য ডিজাইন করা হয়েছে। এটি ছয়টি রঙের ব্যাকলাইট এবং ন-টি প্রিসেট লাইট এফেক্ট সাপোর্ট করে। শুধু তাই নয়, এই কিবোর্ডটি অত্যন্ত টেকসই এবং জল প্রতিরোধী।