Teclast P30T: অল্প দামে প্রথম Android 14 ট্যাব বাজারে এল, শক্তিশালী ব্যাটারি সহ আছে 8GB র‍্যাম

চীনের জনপ্রিয় ট্যাবলেট ও পিসি নির্মাতা টেকলাস্ট তাদের সাশ্রয়ী মূল্যের প্রোডাক্ট লাইনআপে আরেকটি নতুন মডেল যুক্ত করেছে। সম্প্রতি ১২ ইঞ্চি ডিসপ্লের ট্যাবলেট Teclast T60 লঞ্চের পর, কোম্পানি এখন Teclast P30T নামে আরেকটি নতুন ট্যাব বাজারে এনেছে। এই বাজেট-ফ্রেন্ডলি ট্যাব কিছু উৎকৃষ্ট মানের স্পেসিফিকেশন সহ এসেছে। আইপিএস ডিসপ্লে, Allwinner A523 চিপসেট, Android 14 অপারেটিং সিস্টেম, ৬,০০০ এমএএইচ ব্যাটারি, ইত্যাদি রয়েছে ট্যাবটিতে।

Teclast P30T-এর স্পেসিফিকেশন এবং মূল্য

টেকলাস্ট পি৩০টি-এ ১০.১ ইঞ্চির আইপিএস ডিসপ্লে রয়েছে, যা ১,২৮০ x ৮০০ পিক্সেলের রেজোলিউশন অফার করে। স্ক্রিনটি টিডিডিআই (TDDI)-এনেবল, যা সাধারণ টাচস্ক্রিন প্রযুক্তির তুলনায় দ্রুত এবং আরও দক্ষ ডেটা ট্রান্সফারের অনুমতি দেয়। টেকলাস্ট পি৩০টি অলউইনার এ৫২৩ অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত, যার সর্বোচ্চ ক্লক স্পিড ১.৮ গিগাহার্টজ। ট্যাবটি ৪ জিবি ফিজিক্যাল র‍্যাম, অতিরিক্ত ৪ জিবি ভার্চুয়াল র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ অফার করে।

পাওয়ার ব্যাকআপের জন্য, টেকলাস্ট পি৩০টি-এ ৬,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। এছাড়াও, ট্যাবটিতে ওয়াই-ফাই ৬, ডুয়েল ক্যামেরা, ডুয়েল স্পিকার এবং ফেসিয়াল রিকগনিশন সাপোর্ট রয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে রান করে। ভবিষ্যতে সংস্থা আপডেটের মাধ্যমে ফোর্সড ল্যান্ডস্কেপ মোড, প্যারালাল ভিউ সহ নানা ফিচার যুক্ত করবে বলে ভাবছে।

Teclast P30T-এর মূল্য

চীনের বাজারে Teclast P30T-এর একমাত্র ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১,০০০ ইউয়ান (প্রায় ১১,৭৪০ টাকা)-এরও কম। এটি চলতি মাসেই চীনের বাজারে বিক্রির জন্য উপলব্ধ হবে। তবে ট্যাবলেটটি গ্লোবাল মার্কেটে পাওয়া যাবে কিনা, তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।